কান্ডারী হুশিয়ার! Day Dreaming

লিখেছেন লিখেছেন ছালসাবিল ৩১ মে, ২০১৫, ০৪:১৯:০২ বিকাল





কান্ডারী হুশিয়ার!

- কাজী নজরুল ইসলাম


দুর্গম গিরি, কান্তার-মরু, দুস্তর পারাবার

লঙ্ঘিতে হবে রাত্রি-নিশীথে, যাত্রীরা হুশিয়ার!

দুলিতেছে তরি, ফুলিতেছে জল, ভুলিতেছে মাঝি পথ,

ছিঁড়িয়াছে পাল, কে ধরিবে হাল, আছে কার হিম্মৎ?

কে আছ জোয়ান হও আগুয়ান হাঁকিছে ভবিষ্যৎ।

এ তুফান ভারী, দিতে হবে পাড়ি, নিতে হবে তরী পার।

তিমির রাত্রি, মাতৃমন্ত্রী সান্ত্রীরা সাবধান!

যুগ-যুগান্ত সঞ্চিত ব্যথা ঘোষিয়াছে অভিযান।

ফেনাইয়া উঠে বঞ্চিত বুকে পুঞ্জিত অভিমান,

ইহাদের পথে নিতে হবে সাথে, দিতে হবে অধিকার।

অসহায় জাতি মরিছে ডুবিয়া, জানে না সন্তরন

কান্ডারী! আজ দেখিব তোমার মাতৃমুক্তি পন।

হিন্দু না ওরা মুসলিম? ওই জিজ্ঞাসে কোন জন?

কান্ডারী! বল, ডুবিছে মানুষ, সন্তান মোর মার

গিরি সংকট, ভীরু যাত্রীরা গুরু গরজায় বাজ,

পশ্চাৎ-পথ-যাত্রীর মনে সন্দেহ জাগে আজ!

কান্ডারী! তুমি ভুলিবে কি পথ? ত্যজিবে কি পথ-মাঝ?

করে হানাহানি, তবু চলো টানি, নিয়াছ যে মহাভার!

কান্ডারী! তব সম্মুখে ঐ পলাশীর প্রান্তর,

বাঙালীর খুনে লাল হল যেথা ক্লাইভের খঞ্জর!

ঐ গঙ্গায় ডুবিয়াছে হায়, ভারতের দিবাকর!

উদিবে সে রবি আমাদেরি খুনে রাঙিয়া পূনর্বার।

ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয়গান,

আসি অলক্ষ্যে দাঁড়ায়েছে তারা, দিবে কোন্ বলিদান

আজি পরীক্ষা, জাতির অথবা জাতের করিবে ত্রাণ?

দুলিতেছে তরী, ফুলিতেছে জল, কান্ডারী হুশিয়ার!

______>

কার্টেসি বাই: ঝিঙ্গেআপু। Love Struck আর আমি শুধু কপি পেস্টার Day Dreaming

বিষয়: বিবিধ

১৫৭৫ বার পঠিত, ৫১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

323624
৩১ মে ২০১৫ বিকাল ০৪:৪৮
চোথাবাজ লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
৩১ মে ২০১৫ বিকাল ০৫:১৫
265022
ছালসাবিল লিখেছেন : চোথাবাজ ভাইয়া, ওয়াও আপনাকেও ধন্যবাদ Smug
323627
৩১ মে ২০১৫ বিকাল ০৫:০৩
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আস্সালামু আলাইকুম ওয়া রাহামাতুল্লাহি ওবারাকাতুহু। কান্ডারী এখন আর হুশিয়ার হয়না ভাতের সাথে শুধু মাংশ খাইবার চায়। ভালো লাগলো কবির বাণীটি ফের পড়ার সুযোগ করে দেবার জন্য!
৩১ মে ২০১৫ বিকাল ০৫:১৬
265023
ছালসাবিল লিখেছেন : ওয়াআলাইকুম আসসালাম। যারা জাগবে না তাদের জন্য হাতুড়ি দিয়েছিতো Tongue
৩১ মে ২০১৫ বিকাল ০৫:২২
265024
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : হাতুড়ি দিয়ে কাজ হবেনা....... রশি নিয়ে আসুন.....Rolling on the Floor Rolling on the Floor Angel
৩১ মে ২০১৫ সন্ধ্যা ০৬:১৪
265027
ছালসাবিল লিখেছেন : আমি পুলিশ নই যে কোমড়ে দড়ি বাধবো Smug Smug
৩১ মে ২০১৫ সন্ধ্যা ০৬:৩১
265033
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : কান্ডারীদের পুলিশ পেলেই গ্রেফতার করে... সতর্ক হোন।
০৫ জুন ২০১৫ রাত ০৯:৪৭
266884
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আপনি কই?
০৫ জুন ২০১৫ রাত ০৯:৫২
266887
ছালসাবিল লিখেছেন : ভাইয়া, আছি এখন Worried
০৫ জুন ২০১৫ রাত ০৯:৫৭
266888
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : ফেসবুক আইডি খুলেছেন?
০৫ জুন ২০১৫ রাত ১০:১৭
266892
ছালসাবিল লিখেছেন : নেহি নেহি নেহি Smug হামমম Smug
০৫ জুন ২০১৫ রাত ১০:২৩
266896
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : মন্তব্যটি মুছেে দিন!
০৫ জুন ২০১৫ রাত ১১:১৩
266905
ছালসাবিল লিখেছেন : কেন ভাইয়া Surprised Crying
০৫ জুন ২০১৫ রাত ১১:২২
266908
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : জবাব নেই
০৫ জুন ২০১৫ রাত ১১:৫৮
266920
ছালসাবিল লিখেছেন : Crying Crying Smug Surprised
০৬ জুন ২০১৫ রাত ১২:১৮
266924
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন :
323640
৩১ মে ২০১৫ বিকাল ০৫:৪৮
সাদিয়া মুকিম লিখেছেন : আসসালামুআলাইকুম!
পরের কবিতা পান্জেরী/ সাত সগরের মাঝি Praying প্লিজ.......
৩১ মে ২০১৫ সন্ধ্যা ০৬:১৪
265028
ছালসাবিল লিখেছেন : MOney Eyes আপপপি, ওগুলোও আছে দারান নিয়ে আসবো Tongue টেরি পাবে নাহ Tongue
৩১ মে ২০১৫ সন্ধ্যা ০৭:৪৮
265054
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : কপি পেস্ট মারতে আবার দেরী লাগে নাকি? :Thinking
৩১ মে ২০১৫ রাত ০৯:১৪
265071
ছালসাবিল লিখেছেন : ইয়া আল্লাহ! একি দিনে কতত গুলো কবিতা দেয়া যায় Surprised সবাই অধয্য হয়ে যাবে Smug ঘুম ভাঙ্গাতে চাই না Smug Tongue
৩১ মে ২০১৫ রাত ০৯:২০
265077
ফাতিমা মারিয়াম লিখেছেন :



পাঞ্জেরি
-ফররুখ আহমদ



রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি?
এখনো তোমার আসমান ভরা মেঘে?
সেতারা, হেলাল এখনো ওঠেনি জেগে?
তুমি মাস্তলে, আমি দাঁড় টানি ভুলে;
অসীম কুয়াশা জাগে শূন্যতা ঘেরি।
রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি?


দীঘল রাতের শ্রান্তসফর শেষে
কোন দরিয়ার কালো দিগন্তে আমরা পড়েছি এসে?
এ কী ঘন-সিয়া জিন্দেগানীর বা’ব
তোলে মর্সিয়া ব্যথিত দিলের তুফান-শ্রান্ত খা’ব
অস্ফুট হয়ে ক্রমে ডুবে যায় জীবনের জয়ভেরী।
তুমি মাস্তুলে, আমি দাঁড় টানি ভুলে;
সম্মুখে শুধু অসীম কুয়াশা হেরি।
রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি?


বন্দরে বসে যাত্রীরা দিন গোনে,
বুঝি মৌসুমী হাওয়ায় মোদের জাহাজের ধ্বনি শোনে,
বুঝি কুয়াশায়, জোছনা- মায়ায় জাহাজের পাল দেখে।
আহা, পেরেশান মুসাফির দল।
দরিয়া কিনারে জাগে তক্দিরে
নিরাশায় ছবি এঁকে!
পথহারা এই দরিয়া- সোঁতারা ঘুরে
চলেছি কোথায়? কোন সীমাহীন দূরে?
তুমি মাস্তুলে, আমি দাঁড় টানি ভুলে;
একাকী রাতের ম্লান জুলমাত হেরি!
রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি?


শুধু গাফলতে শুধু খেয়ালের ভুলে,
দরিয়া- অথই ভ্রান্তি- নিয়াছি ভুলে,
আমাদেরি ভুলে পানির কিনারে মুসাফির দল বসি
দেখেছে সভয়ে অস্ত গিয়াছে তাদের সেতারা, শশী।
মোদের খেলায় ধুলায় লুটায়ে পড়ি।
কেটেছে তাদের দুর্ভাগ্যের বিস্বাদ শর্বরী।
সওদাগরের দল মাঝে মোরা ওঠায়েছি আহাজারি,
ঘরে ঘরে ওঠে ক্রন্দনধ্বনি আওয়াজ শুনছি তারি।

ওকি বাতাসের হাহাকার,- ও কি
রোনাজারি ক্ষুধিতের!
ও কি দরিয়ার গর্জন,- ও কি বেদনা মজলুমের!
ও কি ধাতুর পাঁজরায় বাজে মৃত্যুর জয়ভেরী।


পাঞ্জেরি!
জাগো বন্দরে কৈফিয়তের তীব্র ভ্রুকুটি হেরি,
জাগো অগণন ক্ষুধিত মুখের নীরব ভ্রুকুটি হেরি!
দেখ চেয়ে দেখ সূর্য ওঠার কত দেরি, কত দেরি!
৩১ মে ২০১৫ রাত ০৯:৫৩
265103
ছালসাবিল লিখেছেন : Crying Crying Crying আমি একটি একটি করে দিতামই তো এতত তারাহুড়ো করা কি দরাকার আপপপপি Crying Smug
৩১ মে ২০১৫ রাত ১০:০০
265108
ফাতিমা মারিয়াম লিখেছেন : বাড়াভাতে ছাই দিসি নাকি?!Smug
৩১ মে ২০১৫ রাত ১০:১০
265112
ফাতিমা মারিয়াম লিখেছেন : আরেহ্‌! এখনতো কপি করা আরও সহজ হয়ে গেল!!!!Smug
৩১ মে ২০১৫ রাত ১০:৪১
265127
ছালসাবিল লিখেছেন : সবার কাছে ফাঁস করে দিয়ে এখন কপি করা সহজ হয়ে গেল Frustrated কান্না কই রাখি Crying Tongue
৩১ মে ২০১৫ রাত ১১:৪৫
265147
সাদিয়া মুকিম লিখেছেন : আমার খুব খুব প্রিয় কবিতাটি! কেমন জানি শিহরন জাগানিয়াGood Luck
323644
৩১ মে ২০১৫ বিকাল ০৫:৫৯
মুজাহিদ হোসাইন সজিব লিখেছেন : জাজাকাল্লাহুল খাইরান, খুব সুন্দর হয়েছে, ধন্যবাদ।
৩১ মে ২০১৫ সন্ধ্যা ০৬:১৫
265029
ছালসাবিল লিখেছেন : সজিব ভাইয়া, আপনাকে অনননননেক ধন্যবাদ। Love Struck
323668
৩১ মে ২০১৫ সন্ধ্যা ০৭:১৩
বাকপ্রবাস লিখেছেন : খুব সুন্দর কপি পেষ্ট
৩১ মে ২০১৫ সন্ধ্যা ০৭:৪৭
265052
ছালসাবিল লিখেছেন : কপি পেসটে উৎসাহ দেবার জন্য আপনাকে অনেননননেক ধন্যবাদ ভাইয়া। Love Struck এবিষয়ে একটি কবিতা লিখে ফেলুন Love Struck MOney Eyes
৩১ মে ২০১৫ রাত ০৯:১৪
265069
বাকপ্রবাস লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
৩১ মে ২০১৫ রাত ০৯:৫৫
265106
ছালসাবিল লিখেছেন : MOney Eyes Tongue
323671
৩১ মে ২০১৫ সন্ধ্যা ০৭:২৪
ব্লগার শঙ্খচিল লিখেছেন : ভালো লাগলো
৩১ মে ২০১৫ সন্ধ্যা ০৭:৪৮
265053
ছালসাবিল লিখেছেন : ধন্যবাদ Love Struck
323675
৩১ মে ২০১৫ সন্ধ্যা ০৭:২৬
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
৩১ মে ২০১৫ সন্ধ্যা ০৭:৪৮
265055
ছালসাবিল লিখেছেন : আপনাকেও Love Struck
323691
৩১ মে ২০১৫ সন্ধ্যা ০৭:৪৯
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : আসসালামু আলাইকুম। হুম!ভালই তাহলে কপি পেস্ট করে হাত নাড়ানাড়া করছেন।
৩১ মে ২০১৫ রাত ০৯:১৮
265074
ছালসাবিল লিখেছেন : ওয়া আলাইকুম আসসালাম। জি ঘুম ভাঙ্গাতে চাইনাহ্ Love Struck Tongue
323698
৩১ মে ২০১৫ রাত ০৮:০৮
আবু জান্নাত লিখেছেন : কবিতাটি শেয়ার করার জন্য ধন্যবাদ। Time Out Time Out
৩১ মে ২০১৫ রাত ০৯:১৯
265075
ছালসাবিল লিখেছেন : ধন্যবাদের সাথে এগুলোকি ভাইয়া Time Out Time Out
আপনাকেও ধন্যবাদ Time Out Time Out
৩১ মে ২০১৫ রাত ১০:৫৪
265131
আবু জান্নাত লিখেছেন : Don't Tell Anyone Don't Tell Anyone Don't Tell Anyone Don't Tell Anyone Don't Tell Anyone Don't Tell Anyone
৩১ মে ২০১৫ রাত ১১:০৬
265135
ছালসাবিল লিখেছেন : Surprised Smug
১০
323709
৩১ মে ২০১৫ রাত ০৯:১৯
ফাতিমা মারিয়াম লিখেছেন : পাঞ্জেরি কবিতা লাগবে?
৩১ মে ২০১৫ রাত ০৯:২০
265076
ফাতিমা মারিয়াম লিখেছেন : পাঞ্জেরি
-ফররুখ আহমদ



রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি?
এখনো তোমার আসমান ভরা মেঘে?
সেতারা, হেলাল এখনো ওঠেনি জেগে?
তুমি মাস্তলে, আমি দাঁড় টানি ভুলে;
অসীম কুয়াশা জাগে শূন্যতা ঘেরি।
রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি?


দীঘল রাতের শ্রান্তসফর শেষে
কোন দরিয়ার কালো দিগন্তে আমরা পড়েছি এসে?
এ কী ঘন-সিয়া জিন্দেগানীর বা’ব
তোলে মর্সিয়া ব্যথিত দিলের তুফান-শ্রান্ত খা’ব
অস্ফুট হয়ে ক্রমে ডুবে যায় জীবনের জয়ভেরী।
তুমি মাস্তুলে, আমি দাঁড় টানি ভুলে;
সম্মুখে শুধু অসীম কুয়াশা হেরি।
রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি?


বন্দরে বসে যাত্রীরা দিন গোনে,
বুঝি মৌসুমী হাওয়ায় মোদের জাহাজের ধ্বনি শোনে,
বুঝি কুয়াশায়, জোছনা- মায়ায় জাহাজের পাল দেখে।
আহা, পেরেশান মুসাফির দল।
দরিয়া কিনারে জাগে তক্দিরে
নিরাশায় ছবি এঁকে!
পথহারা এই দরিয়া- সোঁতারা ঘুরে
চলেছি কোথায়? কোন সীমাহীন দূরে?
তুমি মাস্তুলে, আমি দাঁড় টানি ভুলে;
একাকী রাতের ম্লান জুলমাত হেরি!
রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি?


শুধু গাফলতে শুধু খেয়ালের ভুলে,
দরিয়া- অথই ভ্রান্তি- নিয়াছি ভুলে,
আমাদেরি ভুলে পানির কিনারে মুসাফির দল বসি
দেখেছে সভয়ে অস্ত গিয়াছে তাদের সেতারা, শশী।
মোদের খেলায় ধুলায় লুটায়ে পড়ি।
কেটেছে তাদের দুর্ভাগ্যের বিস্বাদ শর্বরী।
সওদাগরের দল মাঝে মোরা ওঠায়েছি আহাজারি,
ঘরে ঘরে ওঠে ক্রন্দনধ্বনি আওয়াজ শুনছি তারি।

ওকি বাতাসের হাহাকার,- ও কি
রোনাজারি ক্ষুধিতের!
ও কি দরিয়ার গর্জন,- ও কি বেদনা মজলুমের!
ও কি ধাতুর পাঁজরায় বাজে মৃত্যুর জয়ভেরী।


পাঞ্জেরি!
জাগো বন্দরে কৈফিয়তের তীব্র ভ্রুকুটি হেরি,
জাগো অগণন ক্ষুধিত মুখের নীরব ভ্রুকুটি হেরি!
দেখ চেয়ে দেখ সূর্য ওঠার কত দেরি, কত দেরি!
৩১ মে ২০১৫ রাত ০৯:৫৪
265104
ছালসাবিল লিখেছেন : নানানানানানানানা Crying লাগবে নাহ্ Worried Smug
৩১ মে ২০১৫ রাত ১০:১০
265113
ফাতিমা মারিয়াম লিখেছেন : আরেহ্‌! এখনতো কপি করা আরও সহজ হয়ে গেল!!!!Smug
৩১ মে ২০১৫ রাত ১০:৪২
265128
ছালসাবিল লিখেছেন : Crying একটি একটি করে দিবো Crying সবার কাছে ফাঁস করে দিলে আর কি লাভ Worried
১১
323721
৩১ মে ২০১৫ রাত ০৯:৫৫
আলোর কথা লিখেছেন : অনেক ধন্যবাদ ,নতুন করে পুরনোকে মনে করিয়ে দেবার জন্য ।
৩১ মে ২০১৫ রাত ১০:৪০
265125
ছালসাবিল লিখেছেন : আপপপপি, আরো আছে MOney Eyes এক এক করে দিবো MOney Eyes
১২
323791
০১ জুন ২০১৫ সকাল ০৬:২৮
ঝিঙেফুল লিখেছেন : এবার নিজে কিছু লিখেন। আর কতকাল কপিপেষ্ট করবেন? আমি যখন কপিপেষ্ট করতাম তখন সবাই আমাকে ভীষণ বকা দিত। তাই রাগ করে ঐ কাজ ছেড়ে দিয়েছি।
০১ জুন ২০১৫ সকাল ০৭:১৭
265182
ছালসাবিল লিখেছেন : আমাকে কেউ বকা দেয় না Smug কেননা সবাই জানে যে আমি কপি পেস্ট করি Tongue

তবে নিজেও যে লিখিনা তা কিন্তু নয় Smug

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File