ইমাম আল-আওযাঈ (রহ) এর বানী
লিখেছেন লিখেছেন ছালসাবিল ৩০ মে, ২০১৫, ০৮:০৭:৩৫ রাত
ইমাম আল-আওযাঈ (রহ) সম্পর্কে জানতে হলে এখানে আসুন: ইমাম আল-আওযাঈ (রহ) জীবনী
ইমাম আল-আওযাঈ (রহ) বলেন,
তোমাকে পূর্ববর্তী আলিমগণের অনুসরণ করতে হবে যদিও জনগণ তা ছেড়ে দেয়।
তোমাকে জনগণের কল্পকাহিনী থেকে বিরত থাকতে হবে যদিও তারা এটাকে সৌন্দর্য্য মন্ডিত ও সুসুজ্জিত করে দেখায়। কেননা বিষয়টি যখন সুস্পষ্ট হয়ে উঠবে তখন যেন তুমি তা থেকে সহজ-সরল পথে অবস্থান করতে পার।
তিনি আরো বলেন, পূর্ববর্তী পদ্ধতির উপর সুদৃঢ় থাক, দন্ডায়মান হও যেখানে যেখানে সমাজের লোক দন্ডায়মান হয় (অহংকার করবে না) বল যা তারা বলে, বিরত থাক যা তার বিরত থাকে, তাদের যা যোগ্য করেছে তোমাকেও তা অবশ্যই যোগ্য করবে।
তিন বলেন, প্রকৃত জ্ঞান হল যা মুহাম্মাদ (সা) এর সাহবীদের থেকে এসেছে। আর যা তাদের থেকে আসেনি তা জ্ঞানই নয়।
তিনি আরো বলেতেন, শুধু মুমিনের অন্তরে উছমান (রা) আলী (রা) এর মহব্বত একত্র হয়।
যখন আল্লাহ তাআলা কোন সম্প্রদায় সম্পর্কে অমঙ্গল ইচ্ছা করেন তাদের মধ্যে কলহ বিবাদের দরজা খুলে দেন এবং তাদের থেকে জ্ঞান ও আমলের দরজা বন্ধ করে দেন।
_______>
আল্লাহ আমাদেরকে হেদায়াত ও বরকত দিন।
বিষয়: বিবিধ
১৪৯৯ বার পঠিত, ১৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আল্লাহ আমাদের মাফ করেন।
এই নেন ফুল।
উনার আরেকটি চমৎকার বানী-
আব্দুর রহমান বিন ওমর আল-আওযাঈ (রহঃ) বলেন, الإِيمَانُ قَوْلٌ وَعَمَلٌ وَيَزِيدُ وَيَنْقُصُ فَمَنْ زَعَمَ أَنَّ الإيْمَانَ يَزِيْدُ وَلاَ يَنْقُصُ فَاحْذَرُوْهُ فَأِنَّهُ مُبْتَدِعٌ ‘ঈমান হ’ল কথা ও কর্ম দ্বারা বাস্তবায়ন করা। সেটি বাড়ে ও কমে। যে ধারণা করে যে ঈমান শুধু বাড়ে, কমে না, তার থেকে তোমরা সতর্ক থাকো। কেননা সে বিদ‘আতী’।
আওযাঈ (রহঃ)-কে ঈমান বাড়ে কি-না এ সম্পর্কে জিজ্ঞেস করা হ’লে তিনি বলেন,نعم حتى يكون كالجبال، قيل فينقص؟ قال نعم، حتى يبقى منه شيئ- ‘হ্যাঁ বাড়ে, এমনকি সেটি পাহাড় সমতুল্য হয়ে যায়। জিজ্ঞেস করা হ’ল, অতঃপর সেটি কি কমে? তিনি বললেন, হ্যাঁ! এমনকি তার যৎসামান্যই অবশিষ্ট থাকে’। (শারহু ই‘তেক্বাদ,)
জাযাকাল্লাহু খাইর!
আপনাকে কি বলে যে ধন্যবাদ দিবো আমি জানি নাহ্
বেশ ভালো লেগেছে বানীগুলো। ধন্যবাদ।
মন্তব্য করতে লগইন করুন