ইচ্ছা থাকলে উপায় হয়
লিখেছেন লিখেছেন ছালসাবিল ১২ মে, ২০১৫, ০২:৩২:৫৬ দুপুর
টেইলরের কাছে গিয়ে দেখলাম এক বোরকা পরিহিতার দৈর্ঘ্য প্রস্হ মাপতেছেন টেইলর সাহেব । বোরকাওয়ালী বলতেছেন ভাল করে মাপ নিন যাতে এই মাপেই সামনে সেলাই করা যায় ।টেইলর বেটা বলে কি, সবসময় একমাপে কি সেলাই করলে হয় ?শুনে তো মহিলা চুপ থাকলেও আমি তার কথা শুনে তো থ ।ভাবতেছি বেটা বলে কি! পুরাতন কাপড়ের মাপেইতো সেলাই করা যায়! এর চলেনা কেমনে?
আরেক বোরকাওয়ালী মহিলা পুরাতন কাপড় এনেছেন । মাপ নিতে বলছেন আর বলছেন হাতার প্রস্হটা হালকা বাড়িয়ে দিয়েন ।টেইলর বলল এক ইঞ্চি বাড়িয়ে দিলে হবে ?নির্বোধ মহিলা বলল, আমি তো বুজি না কতটুকু বাড়ালে হবে! টেইলর বেটা বলে উঠল তাহলে একটু মেপে নেই ভাবি । এবার হাত মাপা শুরু হয়ে গেল ।
কাপড় জমা ও আজকে কাপড় আনতে গিয়ে এমনটাই দেখতে হলো ।আজকালকার গ্রাম শহর সব জায়গাই ঘরে ঘরে মহিলা টেইলর সহজলভ্য ।একটু খোঁজ নিলেই হয় ।সেখানে মাপ দিয়ে উন্নত সেলাইয়ের জন্য পুরুষ টেইলরের কাছে গেলেই হয় ।ইচ্ছা থাকলেই অনেক উপায় বের হয় ।শুধু দরকার একটু আত্নসম্মানবোধ ।
কিন্তু এসব মহিলাদের আত্নসম্মানবোধ নেই বলেই এমনটি সম্পর্কে উদাসীন ।এমনকি এসব নারীদের মাহরাম পুরুষদেরও আত্নমর্যাদাবোধ নেই ।কিভাবে থাকবে? কারণ আত্নমর্যাদাবোধ তো আর অধর্ম থেকে আসে না আসে ধর্ম থেকে আর ধর্মীয় অনুশাসন সুদৃঢ়ভাবে মেনে চলা থেকে, তা থেকে যার পদস্হলন ঘটবে সে তো আত্নসম্মানবোধ ফেলে দিয়ে পরপুরুষকে নিজ আঙিনার দৈর্ঘ্য প্রস্হ মাপামাপি করার অবকাশ দিয়ে দিতেও কন্ঠা বোধ করবে না ,এর বিকল্প থাকলেও খুঁজে নিতে চেষ্টা করবে না !
আল্লাহ এদেরকে হিম্মত ও বুজার তাওফিক দান করুন ।
__________>
গিয়েছিনু বোরকার ছবি আনিতে,
সার্চদিয়েছিনু ইমেজে,
চক্ষু বন্ধ করিয়া ভোদৈড় দিয়েছিনু,
কোথায় গিয়েছিনু রে-আল্লাহ!!!
__________>
দুঃখিত ভালো বোরকার ছবি দিতে পরলাম না। তাই ইকিকেই অনুসরণ করা ভালো হবে মনে করলাম।
আপনার কি ইকি কে কেউ চেনেন???
বিষয়: বিবিধ
১৪১৯ বার পঠিত, ৪৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এইযে বড়ড়ড়ড় আপিিিপি আপনার কবে ওয়া ওয়া ওয়া (মামা বলে ডাকবে তো তাই লোভ সামলাতে পারছি না )
যাক, ভাইয়া আমার জন্য দুআ চাই।
বেআক্কেল মহিলা, আপু, আন্টি, খালামনিরা সচেতন হোন ফিলিজ
সমস্বরে বলছি : বেআক্কেল মহিলা, আপু, আন্টি, খালামনিরা সচেতন হোন ফিলিজ
দাদী আপনার নাতনীর বয়শ কতোতো দাদীশাশুড়ী বলা যাবে কি
এটা আসলে আমাদের দর্জি বাড়ি এবং দর্জি বাড়িতে যেসব প্রিয়ংবদারা যায় তাদের মধ্যকার কমন কেমিস্ট্রি........।
গগণ পথের সঞ্চারীনি
আহহাহা কেন তারে ধরিবারে
চাহে মন, অকারন
মায়াবণ বিহারীনি ওওওও
তিনি এখন নতুন নামে জন্মাইছে মনেহয়। তিনি চলে যাবার মেয়ে নয়। তিনি আইনেস্টাইনের ভাতিজি ডারউইনের নানী টয়লেটের পোকা তার মাথায়
মন্তব্য করতে লগইন করুন