কুবিতা
লিখেছেন লিখেছেন ছালসাবিল ২৬ জানুয়ারি, ২০১৫, ১১:৪৯:০৪ সকাল
তোমার কি মনে পরে সেই দিন গুলির কথা,
তুমি ইটের সাথে উষ্ঠা খেয়ে পরে গিয়েছিলে,
আমি তোমাকে তোলার জন্য গিয়ে
আমি নিজেও উষ্ঠা খেয়ে পরে গিয়েছিলাম।
একেই বলে ভালবাসা।
তুমি উষ্ঠা খেয়ে পরে যাবে আর
আমি যাবো না তা কি করে হয়।
তুমার কথা খুব মনে পরে।
তুমি উষ্ঠা খাওয়ার পর তুমার ছেরা জুতা টা
ওখানেই পরে ছিলো তা আমি
ওখানে পরে থাকতে দেইনি আমি কুরিয়ে নিয়ে তা দিয়ে আমি বাদাম কিনে খেয়েছি
এত্ত কিছু করেছি শুধুই তোমাকে ভালবাসি বলে।
_______?
কুড়িয়ে পাওয়া কুবিতা
বিষয়: বিবিধ
১১৮৫ বার পঠিত, ১১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
তা উষ্ঠা খেয়ে পড়ে গেলে কি কেও এভাবে পোজ দেয়???
"আমি তোমাকে তোলার জন্য গিয়ে
আমি নিজেও উষ্ঠা খেয়ে পরে গিয়েছিলাম।
একেই বলে ভালবাসা।"
ছবিটা পছন্দ হয়েছে তাই দিলাম
উষ্টা খেয়ে পোড়লেই বুঝি কাদতে হবে, এটি ঠিক নয়
ভালবাসার জন্যে কত কিছুই না করতে হয়...
উষ্ঠা খেতে হয়, ছেড়া জুতা বিক্রি করে বাদাম খেতে হয়!!
ফাটাফাটি হইয়াছে! ফাটাফাটি হইয়াছে!! ফাটাফাটি হইয়াছে!!
মন্তব্য করতে লগইন করুন