ঘুমা তারা তারি 
লিখেছেন লিখেছেন ছালসাবিল ২১ ডিসেম্বর, ২০১৪, ০৩:০৬:০৬ দুপুর
ঘুমা তারা তারি
নইলে কিন্তু পিটু খাবি,
হাতে নিলাম ছড়ি।
![]()
সকাল বেলা উঠতে হবে
ভোর ৬য় টায়,
ইস্কুলেতে হলে লেট ,
খবর আছে তয়।
সকাল সকাল উঠে আমায়
করতে হবে কাজ,
নাহলে তো ইস্কুলেতে ,
হোতে হবে লাস্ট।
সকাল থেকে রাতপর্যন্ত
পাইনা একটু সময়
দুই তিন ঘন্টা ঘুমদরকার
ঘুমা, এখনই সময়।
এইযে আপপপপপপু___>
এততত কাজ করেন আপপু
একটু নেই সময়
সালাত আপনি পড়েন কখন
একটু বলুন আমায়।
![]()
পাইনা সময় সালাতের ভাই
একটুও নেই সময়,
বাচ্চা কাচ্চা মানুষ করতে
হবে যে আমায়।
![]()
ভাবটা এমন এই দুনিয়ায়
রইবেন চিরো কাল
দুদিন পড়ে মরে যাবেন
তুলবে পিঠের ছাল।
বিষয়: বিবিধ
১৪৮৭ বার পঠিত, ১৩ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
সুন্দর
অন্নেক ধন্যবাদ
খেলাচ্ছলে কাটলো বেলা, , , ,
আর পারিনা
ডায়লগটি আমার খুউউউব প্রিয়ো ঠিক পুতুলাআপপুুর কবিতার মতোই।
ঘরের সব কাজ শেষ করে আপুকে ডাকবেন
এইযে আপপপপপপু___>
ঘুম থেকে উঠুন এখন
নেই বুঝি তারা,
স্কুলের টাইম চলে গেল
পিটুনি দিবো দাড়া
মন্তব্য করতে লগইন করুন