ঘুমা তারা তারি
লিখেছেন লিখেছেন ছালসাবিল ২১ ডিসেম্বর, ২০১৪, ০৩:০৬:০৬ দুপুর
ঘুমা তারা তারি
নইলে কিন্তু পিটু খাবি,
হাতে নিলাম ছড়ি।
সকাল বেলা উঠতে হবে
ভোর ৬য় টায়,
ইস্কুলেতে হলে লেট ,
খবর আছে তয়।
সকাল সকাল উঠে আমায়
করতে হবে কাজ,
নাহলে তো ইস্কুলেতে ,
হোতে হবে লাস্ট।
সকাল থেকে রাতপর্যন্ত
পাইনা একটু সময়
দুই তিন ঘন্টা ঘুমদরকার
ঘুমা, এখনই সময়।
এইযে আপপপপপপু___>
এততত কাজ করেন আপপু
একটু নেই সময়
সালাত আপনি পড়েন কখন
একটু বলুন আমায়।
পাইনা সময় সালাতের ভাই
একটুও নেই সময়,
বাচ্চা কাচ্চা মানুষ করতে
হবে যে আমায়।
ভাবটা এমন এই দুনিয়ায়
রইবেন চিরো কাল
দুদিন পড়ে মরে যাবেন
তুলবে পিঠের ছাল।
বিষয়: বিবিধ
১৪৪২ বার পঠিত, ১৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
সুন্দর
অন্নেক ধন্যবাদ
খেলাচ্ছলে কাটলো বেলা, , , ,
আর পারিনা
ডায়লগটি আমার খুউউউব প্রিয়ো ঠিক পুতুলাআপপুুর কবিতার মতোই। তিনিও আমার প্রিয়ো একজন কবিনী
ঘরের সব কাজ শেষ করে আপুকে ডাকবেন
এইযে আপপপপপপু___>
ঘুম থেকে উঠুন এখন
নেই বুঝি তারা,
স্কুলের টাইম চলে গেল
পিটুনি দিবো দাড়া
মন্তব্য করতে লগইন করুন