গ্রামে-ই আমার বেষ্ট
লিখেছেন লিখেছেন ছালসাবিল ১০ ডিসেম্বর, ২০১৪, ০১:৫৭:২১ দুপুর
এমোন সময় এল বাপু
যায়না চক্ষু মেলা,
গ্রামের মেয়ে শহরে এসে
গা ভাসিয়ে দেয় ভেলা।
শহরে এসে পাখা গজায়
ওরে ফুরুত ফুরুত,
নতুন পাখা নতুন আকাশ
নাচে উরুত উরুত।
হঠাৎ একদিন দেখা হলো
পুরুষ পাখির সাথে,
অনেক স্বপ্নে বিভোর হয়ে
গা ভাসালো বনে।
বনে গিয়ে দেখলোযে সে
একি বিরাট কান্ড,
সব গুলোযে হায়েনার দল
সব গুলোই যে ভন্ড।
একা একা ওড়ে পাখি
নাইকো কোন ঠাই,
জীবনটিকে তাই এখন
জলেতে ভাসাই।
গ্রামেতে বাপমা আছে
শাসনটিও আছে জেনো,
শহরেতে একা একা
শাসন করার নেই কেউ কেন।
শয়তানেরি ফাঁদে পড়ে
জীবন হলো নষ্ট,
এখন তাই ভবঘুড়ে
হায়রে কতো কষ্ট।
আমও গেল ছালাও গেল
দুঃখের নাইকো শেষ,
হায়রে কপাল শহর থেকে
গ্রামেই আমার বেষ্ট।
-রিটেন বাই ছালসাবিল
বিষয়: বিবিধ
১৪৮৬ বার পঠিত, ৪১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
শহরে এসে ভুলে গেলো যত ছিল মায়া।
ছেলেটাও যে এসেছিল মাসেক খানি আগে
এখন তাহার আট দশটা মেয়ে মানুষ লাগে।
উরু উরু ঘুরু ভ্রমরের ই মত
ফুরুত ফুরুত ঘুরে বেড়ায় ফুলে ফুলে শত।
একটি দুটি করে একদিন ধরা খেয়ে যায়
পেদানীর কথা আর ভুলিতে না পায়।
ভাঙ্গা মনে ভাবে কেন যে এলাম
বাবার শাসনে ভালই তো ছিলাম।
ডাক্তারিতে ভাত নাই
কবিতকে ধরে রাখতে চাই
আপনার কোন সমস্যা নাই
ভাগা ভাগি কোরতে চাই
আপপু, লেটস সন্ধি বিচার যাই হবে তালগাছটি কিন্তু আমার
আমার ভাত মারতে এল
হাতুড়ে ডাক্তার
ওরে তোরা কোথায় আছিস?
হাতদুটো বাঁধ তার!
তালগাছটাও চায় আবার!
অনেক সাহস আছে!!!
বিচারটা দিলাম এবার
ব্লগের সবার কাছে।
তোরা যেযাই বলিস ভাই
আমার তালগাছটি চাই
অন্য দিকে আমার কোন
সুনজর নাই
তালগাছটা গেল এবার
ডাক্তারীটাও যাবে!
কন্যা তবে কেমন করে
কিসের আশায় রবে?
তাইতো বলি পুরনোটাই
থাকুক নারে ভাই,
ভালো করে ভেবে বলেন
আমি এবার যাই
ঠিক নাই ঠিক নাই
কন্যা যাক নো চিন্তা
কবিতা ছারতে না চাই
কবিতাকে ধোরেছি আমি
ছারবোনা আর হাত
তালগাছ আমার রবে
দিবোনা কোনই ভাগ
আপা মারিয়াম
ডাক্তারাই আজকাল
জনগনের জম।
.
নিজের কাজ ডাক্তারিতে
দেয়না কোন মন
রোগী দেখে ছয়নয় করে
কি করা যায় কন?
.
ডাক্তারী কাম ছেড়ে দিয়ে
লেখে যদি হায় কবিতা
জিন্দা রোগীও মইরা যাইবো
তবু টিকে থাকুক তালগাছটা।
সব ডাক্তার জম
তাহোলে আজরাইলের কি কাম
সবডাক্তার খারপ নায়
কিছু তো ভালোও আছে
চিন্তে হবে সেজনকে
হৃদয়েরও মাঝে।
যাক শেষমেষ তালগাছটি তো আমার
এখানে কি হচ্ছে? সবকথাবুঝিনাকেন?
গা ভাসিয়ে দেয় ভেলা।
এখানে গা এবং ভেলার ব্যাপারটা বুঝতে পারিনি? ভেলা মানে যদি নৌকা হয় তা ভাসে পানির স্রোতে আর ভেলার রূপক যদি গা হয় তবে তা ভাসে সময়ের স্রোতে। সে হিসেবে আপনার লাইগুলোতে শব্দচয়নগত সমস্যা আছে আমার মনে হয়।
যায়না=যায় না,
উড়ে/ওড়ে,
ফুড়ুৎ ফুড়ুৎ,
‘উরুত উরুত’ মানে কি ভাই?
গা ভাসালো বনে?
আরো কিছু শব্দে সমস্যা আছে। একটু খেয়াল করে দেখুন। মাইন্ড করিয়েন না ভাই, আমারও ভুল হতে পারে!
ভাইয়া, সরি এর পর চেষ্টা কোরবো।
উরুত,ফুরুত মিনস বাধাহিন মন।
লাইক এ
যাই বলো ভাই
ধর্মীয় শিক্ষা
দিলে থাকা চাই
আল্লাহ ভয়
থাকে যদি মনে
আর যাবেনা
কু-সঙ্গের সনে।
রেড বাই ভিশু
দুঃখের নাইকো শেষ,
হায়রে কপাল শহর থেকে
গ্রামেই আমার বেষ্ট।
তবে লিখতে চেষ্টা করছি। আপনাকে অনননননকে ধন্যবাদ আপপু
মন্তব্য করতে লগইন করুন