গ্রামে-ই আমার বেষ্ট Day Dreaming

লিখেছেন লিখেছেন ছালসাবিল ১০ ডিসেম্বর, ২০১৪, ০১:৫৭:২১ দুপুর





এমোন সময় এল বাপু

যায়না চক্ষু মেলা,

গ্রামের মেয়ে শহরে এসে

গা ভাসিয়ে দেয় ভেলা।

Love Struck Love Struck

শহরে এসে পাখা গজায়

ওরে ফুরুত ফুরুত,

নতুন পাখা নতুন আকাশ

নাচে উরুত উরুত।

Time Out Time Out

হঠাৎ একদিন দেখা হলো

পুরুষ পাখির সাথে,

অনেক স্বপ্নে বিভোর হয়ে

গা ভাসালো বনে।

Love Struck Love Struck

বনে গিয়ে দেখলোযে সে

একি বিরাট কান্ড,

সব গুলোযে হায়েনার দল

সব গুলোই যে ভন্ড।

At Wits' End At Wits' End

একা একা ওড়ে পাখি

নাইকো কোন ঠাই,

জীবনটিকে তাই এখন

জলেতে ভাসাই।

Broken Heart Broken Heart

গ্রামেতে বাপমা আছে

শাসনটিও আছে জেনো,

শহরেতে একা একা

শাসন করার নেই কেউ কেন।

Crying Crying

শয়তানেরি ফাঁদে পড়ে

জীবন হলো নষ্ট,

এখন তাই ভবঘুড়ে

হায়রে কতো কষ্ট।

Chatterbox Chatterbox

আমও গেল ছালাও গেল

দুঃখের নাইকো শেষ,

হায়রে কপাল শহর থেকে

গ্রামেই আমার বেষ্ট। Thumbs Up Thumbs Up



-রিটেন বাই ছালসাবিল Wave

বিষয়: বিবিধ

১৪৮৬ বার পঠিত, ৪১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

292988
১০ ডিসেম্বর ২০১৪ দুপুর ০২:১৬
অনেক পথ বাকি লিখেছেন : সহজসরল মেয়েদের স্বপ্নগুলো ভেঙে দেয় কিছু কিছু নরপশুরা। যদিও মেয়েদেরও আরো সচেতন হওয়া দরকার। তাদের এত বড় স্বপ্ন না দেখাই ভালো । কবিতায় সুন্দর বিষয় ফুটে উঠেছে ধন্যবাদ
১০ ডিসেম্বর ২০১৪ দুপুর ০২:৪৬
236633
ছালসাবিল লিখেছেন : Angel ভাইয়া, অনননেক ধন্যবাদ।
292991
১০ ডিসেম্বর ২০১৪ দুপুর ০২:৩০
পুস্পগন্ধা লিখেছেন : গ্রামটাইতো ভালো ছিলো, ছিলো সবুজ ছায়া
শহরে এসে ভুলে গেলো যত ছিল মায়া।
ছেলেটাও যে এসেছিল মাসেক খানি আগে
এখন তাহার আট দশটা মেয়ে মানুষ লাগে।
উরু উরু ঘুরু ভ্রমরের ই মত
ফুরুত ফুরুত ঘুরে বেড়ায় ফুলে ফুলে শত।
একটি দুটি করে একদিন ধরা খেয়ে যায়
পেদানীর কথা আর ভুলিতে না পায়।
ভাঙ্গা মনে ভাবে কেন যে এলাম
বাবার শাসনে ভালই তো ছিলাম।
১০ ডিসেম্বর ২০১৪ দুপুর ০২:৪৫
236632
ছালসাবিল লিখেছেন : Applause Applause ওয়াও দারুন দারুন দারুন। Love Struck আপনারটি আমার থেকেও সুন্দর হয়েছে আপপু Love Struck
292995
১০ ডিসেম্বর ২০১৪ দুপুর ০২:৫৮
ফাতিমা মারিয়াম লিখেছেন : কি ব্যাপার? Thinking আপনি কি ডাক্তারী বাদ দিয়ে এখন কবিতা লেখার চেষ্টা করছেন নাকি? Surprised Worried আমাদের কি হবে??? Crying Crying Crying Frustrated Waiting
১০ ডিসেম্বর ২০১৪ দুপুর ০৩:২২
236646
ছালসাবিল লিখেছেন : আপপু, Crying


ডাক্তারিতে ভাত নাই
কবিতকে ধরে রাখতে চাই
আপনার কোন সমস্যা নাই
ভাগা ভাগি কোরতে চাই
Worried Tongue Love Struck
Applause Good Luck Good Luck
আপপু, লেটস সন্ধি Love Struck বিচার যাই হবে তালগাছটি কিন্তু আমার Tongue
১০ ডিসেম্বর ২০১৪ দুপুর ০৩:৩৩
236652
ফাতিমা মারিয়াম লিখেছেন :

আমার ভাত মারতে এল
হাতুড়ে ডাক্তারTongue
ওরে তোরা কোথায় আছিস?Smug
হাতদুটো বাঁধ তার!Don't Tell Anyone


তালগাছটাও চায় আবার!Worried
অনেক সাহস আছে!!!Straight Face
বিচারটা দিলাম এবার
ব্লগের সবার কাছে। Rolling on the Floor
১০ ডিসেম্বর ২০১৪ দুপুর ০৩:৪৫
236659
ছালসাবিল লিখেছেন : Surprised Surprised Crying Crying Worried Worried Surprised Surprised

তোরা যেযাই বলিস ভাই
আমার তালগাছটি চাই
অন্য দিকে আমার কোন
সুনজর নাই Tongue
Rolling on the Floor Music
১০ ডিসেম্বর ২০১৪ দুপুর ০৩:৫২
236662
ফাতিমা মারিয়াম লিখেছেন :




তালগাছটা গেল এবার
ডাক্তারীটাও যাবে!Tongue
কন্যা তবে কেমন করে
কিসের আশায় রবে? Tongue Smug

তাইতো বলি পুরনোটাই
থাকুক নারে ভাই,Crying
ভালো করে ভেবে বলেন
আমি এবার যাইWaiting Wave
১০ ডিসেম্বর ২০১৪ বিকাল ০৪:৫১
236678
ছালসাবিল লিখেছেন : Surprised Surprised


ঠিক নাই ঠিক নাই
কন্যা যাক নো চিন্তা
কবিতা ছারতে না চাই

কবিতাকে ধোরেছি আমি
ছারবোনা আর হাত
তালগাছ আমার রবে
দিবোনা কোনই ভাগ
CryingRolling on the Floor
১০ ডিসেম্বর ২০১৪ বিকাল ০৫:০৯
236689
প্রবাসী আশরাফ লিখেছেন : শতভাগ একমত
আপা মারিয়াম
ডাক্তারাই আজকাল
জনগনের জম।
.
নিজের কাজ ডাক্তারিতে
দেয়না কোন মন
রোগী দেখে ছয়নয় করে
কি করা যায় কন?
.
ডাক্তারী কাম ছেড়ে দিয়ে
লেখে যদি হায় কবিতা
জিন্দা রোগীও মইরা যাইবো
তবু টিকে থাকুক তালগাছটা।

১০ ডিসেম্বর ২০১৪ বিকাল ০৫:২১
236693
ছালসাবিল লিখেছেন : Crying Crying
সব ডাক্তার জম Surprised
তাহোলে আজরাইলের কি কাম Surprised
সবডাক্তার খারপ নায়
কিছু তো ভালোও আছে
চিন্তে হবে সেজনকে
হৃদয়েরও মাঝে। Love Struck

যাক শেষমেষ তালগাছটি তো আমার Rolling on the Floor
১০ ডিসেম্বর ২০১৪ বিকাল ০৫:৫০
236700
ভিশু লিখেছেন : Surprised Rolling Eyes
এখানে কি হচ্ছে? Waiting সবকথাবুঝিনাকেন?Yawn
১১ ডিসেম্বর ২০১৪ সকাল ১১:৫৩
236959
ছালসাবিল লিখেছেন : আপপু, আজকে আর একটা কবিতা দিবো Skull Skull Big Grin Big Grin
293009
১০ ডিসেম্বর ২০১৪ দুপুর ০৩:৪৪
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : কবিতার মূল থিমটা ঠিক হলেও শব্দ বাক্য অন্তমিলে সমস্যা আছে!
১০ ডিসেম্বর ২০১৪ দুপুর ০৩:৫৩
236663
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : গ্রামের মেয়ে শহরে এসে
গা ভাসিয়ে দেয় ভেলা।
এখানে গা এবং ভেলার ব্যাপারটা বুঝতে পারিনি? ভেলা মানে যদি নৌকা হয় তা ভাসে পানির স্রোতে আর ভেলার রূপক যদি গা হয় তবে তা ভাসে সময়ের স্রোতে। সে হিসেবে আপনার লাইগুলোতে শব্দচয়নগত সমস্যা আছে আমার মনে হয়।

যায়না=যায় না,
উড়ে/ওড়ে,
ফুড়ুৎ ফুড়ুৎ,
‘উরুত উরুত’ মানে কি ভাই?
গা ভাসালো বনে?
আরো কিছু শব্দে সমস্যা আছে। একটু খেয়াল করে দেখুন। মাইন্ড করিয়েন না ভাই, আমারও ভুল হতে পারে!
১০ ডিসেম্বর ২০১৪ বিকাল ০৪:৫৭
236682
ছালসাবিল লিখেছেন : Crying

ভাইয়া, সরি এর পর চেষ্টা কোরবো।
উরুত,ফুরুত মিনস বাধাহিন মন।
লাইক এ
১০ ডিসেম্বর ২০১৪ বিকাল ০৪:৫৮
236683
ছালসাবিল লিখেছেন : লাইক এ বি Bee
১০ ডিসেম্বর ২০১৪ রাত ০৮:০৬
236729
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : লক্ষী ভাইয়াকে থ্যাঙ্কিউ! (থ্যাঙ্ক+ইউ=থ্যাঙ্কিউ)Good Luck Good Luck Good Luck
293024
১০ ডিসেম্বর ২০১৪ বিকাল ০৪:২৭
প্রবাসী আশরাফ লিখেছেন : শহর-নগর
যাই বলো ভাই
ধর্মীয় শিক্ষা
দিলে থাকা চাই
আল্লাহ ভয়
থাকে যদি মনে
আর যাবেনা
কু-সঙ্গের সনে।
১০ ডিসেম্বর ২০১৪ বিকাল ০৫:০০
236684
ছালসাবিল লিখেছেন : Applause হ্যা ভাইয়া, এটাই বলতে চেয়েছিলামLove Struck
293046
১০ ডিসেম্বর ২০১৪ বিকাল ০৫:০৩
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : আমিও গ্রামে ফিরে যেতে চাই। শহরে আর নষ্ট হতে চাই না। Sad
১০ ডিসেম্বর ২০১৪ বিকাল ০৫:১৫
236690
ছালসাবিল লিখেছেন : ভাইয়া, Day Dreaming চলেন যাই Day Dreaming
293058
১০ ডিসেম্বর ২০১৪ বিকাল ০৫:৫১
ভিশু লিখেছেন : খুব ভালো লাগ্লো...Happy Good Luck
রেড বাই ভিশু Wave
১০ ডিসেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:০৪
236702
ছালসাবিল লিখেছেন : Good Luck Smug ভাইয়া, অনননেক খুশি লাগছে Love Struck ওয়াও, লাভ ইউ ভাইয়া+ আপনার শ্যালিকা Tongue Love Struck
293078
১০ ডিসেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:৫৭
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : ইয়েস গ্রাম ই বেস্ট
১১ ডিসেম্বর ২০১৪ সকাল ০৮:২০
236889
ছালসাবিল লিখেছেন : ভাইয়া, আপনাকে অননননননকে ধন্যবাদ Day Dreaming
293085
১০ ডিসেম্বর ২০১৪ সন্ধ্যা ০৭:০২
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
১১ ডিসেম্বর ২০১৪ সকাল ০৮:২১
236890
ছালসাবিল লিখেছেন : ভাইয়া, আপনাকে অননননননকে ধন্যবাদ Day Dreaming
১০
293126
১০ ডিসেম্বর ২০১৪ রাত ০৯:১৯
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম..... . শ্রদ্ধেয় ভাইয়া। ছন্দের মাঝে অন্নেক হৃদয়গ্রাহী করে গুরুত্বপূর্ণ বিষয় উপস্থাপন করেছেন ভাইয়া। অন্নেক অন্নেক দোয়া রইলো আপনার জন্য। বারাকাল্লাহু ফিক।
১১ ডিসেম্বর ২০১৪ সকাল ০৮:২৩
236892
ছালসাবিল লিখেছেন : আপপু, ওয়ালাইকুম আসসালাম। বেশী ভালো পারিনা আপপু। আমার দোয়ায় আল্লাহ আপনাকেও সঙ্গে রাখুন। Day Dreaming
১১
293137
১০ ডিসেম্বর ২০১৪ রাত ০৯:৫৪
আফরা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ ।
১১ ডিসেম্বর ২০১৪ সকাল ০৮:২৩
236893
ছালসাবিল লিখেছেন : ডাক্তারনী আপপু, আপনাকেও অননননননকে ধন্যবাদ Day Dreaming
১২
293168
১০ ডিসেম্বর ২০১৪ রাত ১১:১১
লজিকাল ভাইছা লিখেছেন : আমও গেল ছালাও গেল Rose Rose

দুঃখের নাইকো শেষ,

হায়রে কপাল শহর থেকে

গ্রামেই আমার বেষ্ট।
১১ ডিসেম্বর ২০১৪ সকাল ০৮:২৪
236895
ছালসাবিল লিখেছেন : ভাইয়া, আপনাকে অননননননকে ধন্যবাদ Day Dreaming
১৩
293210
১১ ডিসেম্বর ২০১৪ রাত ১২:৩৪
বৃত্তের বাইরে লিখেছেন : ঠিক বলেছেন ডাক্তার কবি। গ্রামেই বেষ্ট Rose Good Luck
১১ ডিসেম্বর ২০১৪ সকাল ০৮:২৬
236897
ছালসাবিল লিখেছেন : আপপু, Crying আমি ডাক্তার নই, আবার কবিও নই Sad
তবে লিখতে চেষ্টা করছি। আপনাকে অনননননকে ধন্যবাদ আপপু Day Dreaming
১১ ডিসেম্বর ২০১৪ সকাল ১০:৪৭
236932
ফাতিমা মারিয়াম লিখেছেন : এতদিন ডাক্তারদের ভাত কেড়ে নিয়েছিল, এখন আমার ভাতের দিকে নজর দিছে। বিচার চাইTongue Smug
১১ ডিসেম্বর ২০১৪ সকাল ১১:৪৬
236953
ছালসাবিল লিখেছেন : আপপু, আজকে আর একটা কবিতা দিবো Skull Skull Big Grin Big Grin
১৪
293225
১১ ডিসেম্বর ২০১৪ রাত ০২:০৪
আরোহী রায়হান প্রিয়ন্তি লিখেছেন : ভালো বলেছেন। ভালোও লেগেছে। Happy Good Luck Rose
১১ ডিসেম্বর ২০১৪ সকাল ০৮:২৮
236898
ছালসাবিল লিখেছেন : আপপু, আমারোও বেশশশ ভালো লাগলো আপনার কমেন্ট দেখে। আপনাকে অনননননেক ধন্যবাদ আপপু। Day Dreaming

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File