ডিলেট মারুন চাচা
লিখেছেন লিখেছেন ছালসাবিল ০৯ ডিসেম্বর, ২০১৪, ০১:৪৮:০৩ দুপুর
ছেলে:
চাচা, শুনলাম আপনার মেয়ের বিয়ে দিয়ে
বাঁচলেন বড়ো বাচা।
চাচা:
মেয়ের বিয়ে দিলাম বাপু,
বড় অট্টালিকায়।
ছেলে বড়লোক বেজায় বড়,
দেখে কলিজা চমকায়।
ছেলে:
সুনলাম চাচা, ছেলে নাকি
একটু পেয়াজ খায়।
মাঝে মাঝে বাহিরে
রাতটি ও কাটায়
চাচা:
নারে বাপু এটি হোলো
বয়শের দোষ।
ঠিক হবে এসব কিছু,
নাই বেশি দিন লেশ।
কয়েক বছর পর:
কিছুদিন পরে শুরু হলো,
কিল,ঘুষি,মারা মারি।
চাচা তার মেয়ে নিয়ে,
আসলো চলে বাড়ি।
হয়ে গেল ছাড়া ছাড়ি
দুজনি আলাদা।
জদি না হয় জামাই ভালো
কি যে ঝামালা।
তাইতো বলি ও চাচা,
ভালো ছেলে চিনুন,
খারপ ছেলে ডিলেট মেরে,
ভালো টিকে আনুন।
বিষয়: বিবিধ
১৪১৭ বার পঠিত, ১৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ভাল ছেলের সংজ্ঞা কি??
ছালসাবিল!!!
খায় শুধু মদ খায় যেই দিন।
মদ তো খায় না প্রতিদিন
খায় শুধু …..... সাথে থাকে যেইদিন।
ভাইয়া এই থিম টুকু ও এড করে দেন...
ভালো ছেলে চিনুন,
খারপ ছেলে ডিলেট মেরে,
ভালো টিকে আনুন।
Excellent Excellent
মন্তব্য করতে লগইন করুন