কেন মুক্তিকন্য ইসলাম গ্রহণ কোরবে
লিখেছেন লিখেছেন ছালসাবিল ০১ ডিসেম্বর, ২০১৪, ০২:৪৪:৩৯ দুপুর
আমি কেনো হিন্দু থেকে মুসলমান হলাম !!
সেদিন আমার বাবা মারা যায়। আমরা শ্মশানে নিয়ে যাই তার মরদেহকে সতকার করতে। আমার বাবার লাশে যখন আগুন লাগানো হয় সাথে সাথে তার শরীরের হাতপায়ের রগে টান দেয় ফলে বাবার লাশটি দাড়িয়ে যায়। তখন এক ব্যক্তি বাবার লাশটি শোয়ানোর জন্য লাঠি দিয়ে খুব জোরে জোরে পিটাতে থাকে।
আমি হিন্দু হলেও এ নির্মম দৃশ্য সহ্য করতে পরিনি।
আমি তখনই হিন্দু ধর্ম ত্যাগ করি মন থেকে, খুজতে থাকি কোন ধর্ম সঠিক।
যখন আমার জ্ঞান হয় তখনই দেখি আমাদের পাশেই তো আছে ইসলাম ধর্ম, আমাদের হিন্দু ধর্মের সতকার এত নিষ্ঠুর অথচ মুসলমানরা কত আদর করে তার প্রিয়জনের লাশ সমাহিত। এ কথা চিন্তা করেই আমি আমার ধর্ম পরিবর্তন করে মুসলমান হয়ে যাই।
হে মুক্তিকন্যা, কেন তুমি ইসলাম গ্রহণ করবে! কেননা তুমি মরলে তোমাকে এভাবে আগুনে পুড়বে, তোমার পিতা+মাতাকেও পুরবে। তুমি এখানেও আগুন পাবে আর ওখানেও আগুন। অতঃএব আগুন থেকে বাচো।
সব কিছু অবিশ্বাস করো কিন্তু একদিন তো মরবা সেটা তো বিশ্বাস করো। তাহলে কিসের এত বড়াই।
{ঘটনাটি একজন নব মুসলিমের যে হিন্দু থেকে মুসলিম হয়েছে}
বিষয়: বিবিধ
১৫৩৮ বার পঠিত, ১৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ভুল করা কইন্যার লাইগা মোন আনচান করে আমার মোন আনচান করে আমার মোন আনচান করে আমার মোন আনচান করে
ছালসাবিল ভাইয়া!
ঐ কইন্যা তো বেজায় নাখোশ আমার উপর!
আপনি আরেকটু বুঝান ওকে! চেতনার দাওয়াই বেশী বেশী এস্তেমাল করুন!
মন্তব্য করতে লগইন করুন