কেন মুক্তিকন্য ইসলাম গ্রহণ কোরবে Day Dreaming

লিখেছেন লিখেছেন ছালসাবিল ০১ ডিসেম্বর, ২০১৪, ০২:৪৪:৩৯ দুপুর





আমি কেনো হিন্দু থেকে মুসলমান হলাম !!

সেদিন আমার বাবা মারা যায়। আমরা শ্মশানে নিয়ে যাই তার মরদেহকে সতকার করতে। আমার বাবার লাশে যখন আগুন লাগানো হয় সাথে সাথে তার শরীরের হাতপায়ের রগে টান দেয় ফলে বাবার লাশটি দাড়িয়ে যায়। তখন এক ব্যক্তি বাবার লাশটি শোয়ানোর জন্য লাঠি দিয়ে খুব জোরে জোরে পিটাতে থাকে।

আমি হিন্দু হলেও এ নির্মম দৃশ্য সহ্য করতে পরিনি।

আমি তখনই হিন্দু ধর্ম ত্যাগ করি মন থেকে, খুজতে থাকি কোন ধর্ম সঠিক।

যখন আমার জ্ঞান হয় তখনই দেখি আমাদের পাশেই তো আছে ইসলাম ধর্ম, আমাদের হিন্দু ধর্মের সতকার এত নিষ্ঠুর অথচ মুসলমানরা কত আদর করে তার প্রিয়জনের লাশ সমাহিত। এ কথা চিন্তা করেই আমি আমার ধর্ম পরিবর্তন করে মুসলমান হয়ে যাই।

হে মুক্তিকন্যা, কেন তুমি ইসলাম গ্রহণ করবে! কেননা তুমি মরলে তোমাকে এভাবে আগুনে পুড়বে, তোমার পিতা+মাতাকেও পুরবে। তুমি এখানেও আগুন পাবে আর ওখানেও আগুন। অতঃএব আগুন থেকে বাচো।

সব কিছু অবিশ্বাস করো কিন্তু একদিন তো মরবা সেটা তো বিশ্বাস করো। তাহলে কিসের এত বড়াই। Day Dreaming

{ঘটনাটি একজন নব মুসলিমের যে হিন্দু থেকে মুসলিম হয়েছে}

বিষয়: বিবিধ

১৫৩৮ বার পঠিত, ১৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

290238
০১ ডিসেম্বর ২০১৪ দুপুর ০৩:০৩
লজিকাল ভাইছা লিখেছেন : এবার যদি কইন্যার উপর আসর হয় আর কি !!!! ভালো লাগলো, অনেক ধন্যবাদ । শুভকমনা থাকল।
০১ ডিসেম্বর ২০১৪ দুপুর ০৩:০৮
233983
ছালসাবিল লিখেছেন : ভাইয়া, অনেনেনেনেনেনেক ধন্যবাদ Love Struck

ভুল করা কইন্যার লাইগা মোন আনচান করে Love Struck আমার মোন আনচান করে Love Struck আমার মোন আনচান করে Love Struck আমার মোন আনচান করে Love Struck
290246
০১ ডিসেম্বর ২০১৪ দুপুর ০৩:৩৪
আফরা লিখেছেন : অরন্যে রোধন ছাড়া আর কিছু নয় ।তবু চেষ্টা করে দেখেন ।
০১ ডিসেম্বর ২০১৪ বিকাল ০৪:২২
234009
ছালসাবিল লিখেছেন : ডাক্তারনী আপু, যেখানে দেখিবে ছাই উরাইয়া দেখ তাই, পাইলেও পাইতে পারো অমূ্ল্য রতন Love Struck তাই হাল ছাড়ছিনা Day Dreaming
290269
০১ ডিসেম্বর ২০১৪ বিকাল ০৪:৪৯
এ কিউ এম ইব্রাহীম লিখেছেন : আপ্নার মুক্তি কইন্যাকে একটা নাস্তিক ভূতে আসর করেছে। স্বপ্নে দেখেছি, উনাকে নিশিরাতে চিতায় নিয়া পশ্চাশদেশে বেত্রাঘাত করলে কিছুটা ভাল হতে পারে।
০২ ডিসেম্বর ২০১৪ সকাল ০৮:১৬
234152
ছালসাবিল লিখেছেন : ভাইয়া, একদম ঠিক ই বোলেছেন Love Struck লাষ্ট চিকিৎসা Tongue
০২ ডিসেম্বর ২০১৪ সকাল ০৮:১৬
234153
ছালসাবিল লিখেছেন : ভাইয়া, একদম ঠিক ই বোলেছেন Love Struck লাষ্ট চিকিৎসা Tongue
290292
০১ ডিসেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:৪৩
সন্ধাতারা লিখেছেন : Nice call so far...... Jajakallahu khair vaiya.
০২ ডিসেম্বর ২০১৪ সকাল ০৮:২২
234154
ছালসাবিল লিখেছেন : আপু, অনেনেনেনেক ধন্যবাদ Love Struck Applause
290333
০১ ডিসেম্বর ২০১৪ রাত ০৯:৩১
মোতাহারুল ইসলাম লিখেছেন : দোয়া করি মুক্তি কন্যা শয়তান থেকে মুক্ত হোক, আর যুক্তি মেনে ইসলামের সাথে যুক্ত হোক।
০২ ডিসেম্বর ২০১৪ সকাল ০৮:২৩
234155
ছালসাবিল লিখেছেন : ভাইয়া, অনেনেনেক ধন্যবাদ। Love Struck
290429
০২ ডিসেম্বর ২০১৪ সকাল ০৫:৫৭
কাহাফ লিখেছেন :
ছালসাবিল ভাইয়া!
ঐ কইন্যা তো বেজায় নাখোশ আমার উপর!
আপনি আরেকটু বুঝান ওকে! চেতনার দাওয়াই বেশী বেশী এস্তেমাল করুন! Cook Cook
০২ ডিসেম্বর ২০১৪ সকাল ০৮:২৪
234156
ছালসাবিল লিখেছেন : ভাইয়া, আমি দেখেছি, আপনার সাথে বেয়াদবী কোরেছে, যাস্ট ওয়েট না বুঝলে শেষমেষ বেত্রাঘাত Tongue Love Struck
290449
০২ ডিসেম্বর ২০১৪ সকাল ০৮:৪৫
অবাক মুসাফীর লিখেছেন : মুক্তিকন্‌যা তো অল্প কিছু দিনেই আপনাদের চিন্তার কারণ হয়ে গেলো ... আজকে একটাকে দেখলাম, মোহাম্মাদ ফখরুল ইসলাম না কি যেন নাম ... ওনার লাস্টের লেখাটা দেখছেন নাকি? হিজাবের ক্ষতিকারক দিক নিয়ে লেখা ... লেখাটা পড়ার পর আমার শুধু ই মনে হল, 'wow, nice joke' ... তারে যদি পারেন একটু ডলা দিয়েন।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File