নিদর্শন
লিখেছেন লিখেছেন ছালসাবিল ২৮ নভেম্বর, ২০১৪, ০৩:৫৩:০৫ দুপুর
“দিন ও রাত পরিবর্তনে এবং আল্লাহ আসমান ও জমিনে যা কিছু সৃষ্টি করছেনে তাতে ভয়কারী সম্প্রদায়রে জন্য নিদর্শন রয়েছে (সূরা ইউনুস ১০ : ৬)”
“আমি রাত্রি ও দিনকে দুটি নিদর্শন করেছি। অতপর নিষপ্রভ অন্ধকার করে দিয়েছি রাতের নিদর্শন এবং দিনের নিদর্শনকে আলোকময় করেছি।“ (সূরা ইসরা ১৭ : ১২)
“বলুন তোমরা ভেবে দেখেছ কি আল্লাহ যদি রাত্রিকে কেয়ামতের দিন পর্যন্ত স্থায়ী করেন। আল্লাহ ব্যতীত এমন কোন উপাস্য আছে কি যে তোমাদেরকে আলোকময় দিন এনে দিবে? তোমরা কি তবুও কর্ণপাত করবে না? বলুন, তোমরা ভেবে দেখেছ কি আল্লাহ যদি দিনকে কিয়ামতের দিন পযর্ন্ত স্থায়ী করেন, তবে আল্লাহ ব্যতীত এমন উপাস্য আছে কি যে তোমাদেরকে রাত্রি দান করতে পারে যাতে তোমরা বিশ্রাম করবে? তোমরা কি তবুও ভেবে দেখবে না?” (সূরা কাসাস ৭১-৭২)
তিনিই মহান আল্লাহ যিনি পৃথিবীকে আবাস যোগ্য করেছেন (সূরা গাফের)
ছোটটটটটট এক পৃথিবী সেখানে নাস্তিকের এত বড়াই কেনো
আমি কিন্তু আমার একটিও কোন কথা বলি নি সব কিছুই একজন মহান স্রষ্টার কথা বোলেছি যাকে আমি খুউউউবই ভালোবাসি
বিষয়: বিবিধ
২০৩৫ বার পঠিত, ২৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
জাজাকাল্লাহ খাইরান ভাইয়া ।
আপনাকে অননেনেনেনেক ধন্যবাদ।
আপু, সরি, স্পেশাল থ্যাংকস আপনাকে।
অনেক ধন্যবাদ সুন্দর পোষ্টটির জন্য।
শুকরিয়া
ব্লেসড লগাতেছে
অনেক ধন্যবাদ শিক্ষনিয় পোষ্টটির জন্য।
চির সত্য ঐশী গ্রন্থ আলকুরআনের আয়াত উপস্হাপনার সাথে চমৎকার ছবি সংযোজন ভাল লাগার মাত্রাকে বাড়িয়েই দিল!
অনেক ধন্যবাদ ও জাযাকাল্লাহ আপনাকে!
মন্তব্য করতে লগইন করুন