মধ্যবিত্তের জীবণ যুদ্ধ কত অসহায় আমরা
লিখেছেন লিখেছেন ছালসাবিল ২৬ নভেম্বর, ২০১৪, ১২:৪৪:১২ দুপুর
আপনার জীবনের একটি চিত্র হতে পারে আমার এই পোস্টটি।
_____>
মা বলছে:
"বাবা সোনা তোর জুতার এ কি হাল নতুন একটা জুতা কিনে নিস।লোকে কি বলবে!"
ছেলে:
"কই মা জুতাতো ঠিক ই আছে।"(ছেলেটা জুতা কিনতে চাচ্ছে না কারণ ওই টাকা দিয়ে তার ছোটো ভাই বোনের পরীক্ষার ফি দেয়া যাবে)
বাবা ছেলেকে বলছে:
"তোর শরীরের এ কি হাল!কয়টা টিউশনী করাস বাবা?বাসায় তো তোকে দেখাই যায় না।"
ছেলে:
"এই তো বাবা,বেশী করাই না তো।আর শরীরটা একটু খারাপ আর কি,ঠান্ডা লেগেছে।"
ছেলেটা ভার্সিটি থেকে ৩টা নাগাদ ফিরে সোজা চলে যায় স্টুডেন্টদের বাড়ি,৫টার দিকে বাড়ি ফিরে,লাঞ্চ করে! (ভার্সিটিতে তাকে খুব কম ই কেন্টিনে খেতে দেখা যায়।সে ভাবে ওই টাকাটা দিয়ে বাবার ঔষধ কিনা যাবে।)
তার পর আবার টিউশনী,ফিরতে ফিরতে রাত ১২.০০ টা বাজে।
বন্ধুরা:
"দোস্ত আমরা প্লেন করেছি ফেন্টাসিতে যাব।তুই ও চল।এই তো মঙ্গলবার দিন যাবো।"
ছেলে:
"দোস্ত সরি রে তোরাই যা আমার একটু কাজ আছে।"
বন্ধুরা মুখ কালো করে রাখে আর ভাবে,হাহ একটু ভালো স্টুডেন্ট বলে কি দেমাগ!
(আসলে ছেলেটা বাড়ি ভাড়া দেবার কথা ভেবে টুরে যেতে চাইছিলো না)
দেখতে দেখতে ঈদের মৌসুম চলে আসে বন্ধুদের এক এক জনের বাজেট শুনে ছেলেটার কাছে আকাশ কুসুম লাগে।নিম্ন মধ্যবিও ছেলেটার তো আর এসব করা সম্ভব না। আর এসব তার ভালোও লাগে না।
সে বাবার জন্য এক পাটি জুতা,আর মায়ের জন্য একটা ছাপার শাড়ি আর ছোট ভাই আর ছোট বোনটার জন্য নতুন জামা, আর নিজের জন্য এক পাটি জুতা(না কিনলেই নয়)কিনে ঠিক ঈদের আগের দিন বাসায় হাজির হয়।
বাড়িতে খুশির রোল পড়ে যায়।ছেলেটার যে আত্ন তৃপ্তি পায় তা ভাসায় প্রকাশ করার মত না।
ছোট ভাই আর বোনটা ভাইয়াকে প্রশ্ন করে,"ভাইয়া তোমার জামা কই?'
ভাইয়া হেসে বলে,"আমারটা কাল দেখাবো।"
বাবা মার চোখে আনন্দের জল চলে আসে।এমন ছেলে কয় জনের হয়!
পরের দিন সকাল সকাল গোসল করে গত বছরের ঈদের পাঞ্জাবী আর নতুন জুতা পড়ে ছেলেটা বাবা আর ভাইয়ের সাথে একত্রে ঈদের নামাজে সামিল হয়।
নিজের পরিবার আর মুসলিম উম্মার জন্য দোয়া শেষে প্রশান্ত চিত্তে বাড়ি ফিরে।
মধ্যবিত্তের জীবন যুদ্ধ যেনো কোনদিন থামবার নয় তবুও শুকরিয়া আদায় করি "আলহামদুলিল্লাহ"
বিষয়: বিবিধ
২১৮৭ বার পঠিত, ৪০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আপনাকে অনেনননক ধন্যাবদ
আপনাকে অনেনেনেক ধন্যবাদ
আপনাকে অনেননেনেেক ধন্যবাদ
ধন্যবাদ ভাইয়া ।
এক দম ঠিক কথা বোলেছেন। আপনার জীবনের কোন ঘটনা থাকলে শেয়ার করুন প্লিজ। এই ঘটনাটির সাথে আমার অনেক মিল তাই দিলাম
ছবির ছেলেট?
???
তবে আমি আপনার থেকে আরো পিচ্চি।
আপনাকে অনেনেনেনেক ধন্যবাদ ভাইয়া
মন্তব্য করতে লগইন করুন