মধ্যবিত্তের জীবণ যুদ্ধ Sad কত অসহায় আমরা Sad

লিখেছেন লিখেছেন ছালসাবিল ২৬ নভেম্বর, ২০১৪, ১২:৪৪:১২ দুপুর



আপনার জীবনের একটি চিত্র হতে পারে আমার এই পোস্টটি।

_____> Sad

মা বলছে:

"বাবা সোনা তোর জুতার এ কি হাল নতুন একটা জুতা কিনে নিস।লোকে কি বলবে!" Sad

ছেলে:

"কই মা জুতাতো ঠিক ই আছে।"(ছেলেটা জুতা কিনতে চাচ্ছে না কারণ ওই টাকা দিয়ে তার ছোটো ভাই বোনের পরীক্ষার ফি দেয়া যাবে) Sad

বাবা ছেলেকে বলছে:

"তোর শরীরের এ কি হাল!কয়টা টিউশনী করাস বাবা?বাসায় তো তোকে দেখাই যায় না।" Sad

ছেলে:

"এই তো বাবা,বেশী করাই না তো।আর শরীরটা একটু খারাপ আর কি,ঠান্ডা লেগেছে।"

ছেলেটা ভার্সিটি থেকে ৩টা নাগাদ ফিরে সোজা চলে যায় স্টুডেন্টদের বাড়ি,৫টার দিকে বাড়ি ফিরে,লাঞ্চ করে! Sad (ভার্সিটিতে তাকে খুব কম ই কেন্টিনে খেতে দেখা যায়।সে ভাবে ওই টাকাটা দিয়ে বাবার ঔষধ কিনা যাবে।)

তার পর আবার টিউশনী,ফিরতে ফিরতে রাত ১২.০০ টা বাজে। Sad

বন্ধুরা:

"দোস্ত আমরা প্লেন করেছি ফেন্টাসিতে যাব।তুই ও চল।এই তো মঙ্গলবার দিন যাবো।"

ছেলে:

"দোস্ত সরি রে তোরাই যা আমার একটু কাজ আছে।"

বন্ধুরা মুখ কালো করে রাখে আর ভাবে,হাহ একটু ভালো স্টুডেন্ট বলে কি দেমাগ! Sad

(আসলে ছেলেটা বাড়ি ভাড়া দেবার কথা ভেবে টুরে যেতে চাইছিলো না)

দেখতে দেখতে ঈদের মৌসুম চলে আসে বন্ধুদের এক এক জনের বাজেট শুনে ছেলেটার কাছে আকাশ কুসুম লাগে।নিম্ন মধ্যবিও ছেলেটার তো আর এসব করা সম্ভব না।Sad আর এসব তার ভালোও লাগে না। Sad

সে বাবার জন্য এক পাটি জুতা,আর মায়ের জন্য একটা ছাপার শাড়ি আর ছোট ভাই আর ছোট বোনটার জন্য নতুন জামা, আর নিজের জন্য এক পাটি জুতা(না কিনলেই নয়)কিনে ঠিক ঈদের আগের দিন বাসায় হাজির হয়। Sad

বাড়িতে খুশির রোল পড়ে যায়।ছেলেটার যে আত্ন তৃপ্তি পায় তা ভাসায় প্রকাশ করার মত না।

ছোট ভাই আর বোনটা ভাইয়াকে প্রশ্ন করে,"ভাইয়া তোমার জামা কই?' Sad

ভাইয়া হেসে বলে,"আমারটা কাল দেখাবো।" Sad

বাবা মার চোখে আনন্দের জল চলে আসে।এমন ছেলে কয় জনের হয়! Sad

পরের দিন সকাল সকাল গোসল করে গত বছরের ঈদের পাঞ্জাবী আর নতুন জুতা পড়ে ছেলেটা বাবা আর ভাইয়ের সাথে একত্রে ঈদের নামাজে সামিল হয়।

নিজের পরিবার আর মুসলিম উম্মার জন্য দোয়া শেষে প্রশান্ত চিত্তে বাড়ি ফিরে। Sad

মধ্যবিত্তের জীবন যুদ্ধ যেনো কোনদিন থামবার নয় Sad তবুও শুকরিয়া আদায় করি "আলহামদুলিল্লাহ" Praying

বিষয়: বিবিধ

২১৮৭ বার পঠিত, ৪০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

288258
২৬ নভেম্বর ২০১৪ দুপুর ১২:৫৬
প্রবাসী আশরাফ লিখেছেন : নিজের জীবনের সাথেই মিলে গেল আপনার বর্নিত গল্পটি...পড়তে পড়তে নিজের অতীতেই ঘুরে আসলাম।
২৬ নভেম্বর ২০১৪ দুপুর ০২:০৩
231876
ছালসাবিল লিখেছেন : এটাতো নিত্য দিনের একটা সঙ্গী ভাইয়া। Sad
আপনাকে অনেনননক ধন্যাবদ Day Dreaming
288259
২৬ নভেম্বর ২০১৪ দুপুর ১২:৫৭
সন্ধাতারা লিখেছেন : অনেক ভালো লাগলো লিখাটি ভাইয়া। ধন্যবাদ
২৬ নভেম্বর ২০১৪ দুপুর ০২:০৪
231877
ছালসাবিল লিখেছেন : আপু, আপনাকেও অনেনেনেেক ধন্যবাদ। Day Dreaming
288263
২৬ নভেম্বর ২০১৪ দুপুর ০১:০৬
নিরবে লিখেছেন : এমন জীবন কত ভালো,তাই না?
২৬ নভেম্বর ২০১৪ দুপুর ০২:০৬
231879
ছালসাবিল লিখেছেন : হুম একদম ঠিকই বলেছেন আপু, অনেনেনেকে সুন্দর একটা জীবন Love Struck
আপনাকে অনেনেনেক ধন্যবাদ Day Dreaming
288269
২৬ নভেম্বর ২০১৪ দুপুর ০১:৩৪
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : Sad Sad আসলেই বাস্তব কথা লিখেছেন। ধন্যবাদ
২৬ নভেম্বর ২০১৪ দুপুর ০২:০৮
231882
ছালসাবিল লিখেছেন : বড়লোকদের কাছে এগুলো অবাস্তব ঘটনা ভাইয়া। Day Dreaming
আপনাকে অনেননেনেেক ধন্যবাদ Day Dreaming
288273
২৬ নভেম্বর ২০১৪ দুপুর ০১:৪১
আফরা লিখেছেন : এই ছেলে একদিন ভাল একটা চাকরি পাবে তার পর বিয়ে করবে ছেলে-মেয়ে হবে এদের সবার চাহিদা মিটাতে গিয়ে নিজের সব সখ - আহলাদ নয় শুধু প্রয়োজনীয় অনেক কিছু থেকে নিজেকে বন্চিত থেকে যাবে এভাবেই চলতে চলতে ই একদিন ডুবে যাবে জীবন তরী ।

ধন্যবাদ ভাইয়া ।
২৬ নভেম্বর ২০১৪ দুপুর ০২:০৯
231888
ছালসাবিল লিখেছেন : আপু, আসসালামু আলাইকুম। হুম এটাই হবে গল্পের শেষ। Day Dreaming সব শেষে বুড়ো বয়শে তার নিজের ছেলেদের ভাগ্যেও একই দশা Sad Day Dreaming
288308
২৬ নভেম্বর ২০১৪ দুপুর ০২:২৩
সালাম আজাদী লিখেছেন : এবং এরাই কিছু করে।
২৬ নভেম্বর ২০১৪ দুপুর ০২:৩৪
231924
ছালসাবিল লিখেছেন : আসসালামু আলাইকুম ভাইয়া Day Dreaming
এক দম ঠিক কথা বোলেছেন। আপনার জীবনের কোন ঘটনা থাকলে শেয়ার করুন প্লিজ। এই ঘটনাটির সাথে আমার অনেক মিল তাই দিলাম Day Dreaming
288309
২৬ নভেম্বর ২০১৪ দুপুর ০২:২৪
আওণ রাহ'বার লিখেছেন : উপরের ছেলেটা কে?
ছবির ছেলেট?
Time Out Time Out Time Out???
২৬ নভেম্বর ২০১৪ দুপুর ০২:৩১
231920
ছালসাবিল লিখেছেন : Tongue আওণ রাহ'বার TongueTongueTongue এর মতো লাগতেছে TongueTongueTongue
২৬ নভেম্বর ২০১৪ দুপুর ০২:৩৬
231925
আওণ রাহ'বার লিখেছেন : অনেক আগের ছবি নাকি বর্তমান ছবি?
২৬ নভেম্বর ২০১৪ দুপুর ০২:৪৪
231933
ছালসাবিল লিখেছেন : কেন ভাইয়া ??? কি সমস্যা করলাম Sad
২৬ নভেম্বর ২০১৪ দুপুর ০৩:৪৬
231965
আওণ রাহ'বার লিখেছেন : আপনি এত পিচ্চি ?
Surprised Surprised
তবে আমি আপনার থেকে আরো পিচ্চি।
Rolling on the FloorRolling on the FloorRolling on the Floor
২৬ নভেম্বর ২০১৪ দুপুর ০৩:৫৬
231966
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : Tongue Tongue Tongue Surprised Surprised Love Struck Love Struck
২৬ নভেম্বর ২০১৪ দুপুর ০৩:৫৮
231967
ছালসাবিল লিখেছেন : একবার ভেবে ছিলাম যে, নিজের ছবি দেখলে আপনি কি যে বলবেন Love Struck যাক অল্পতেই বেচে গেলাম Tongue
Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
288317
২৬ নভেম্বর ২০১৪ দুপুর ০২:২৯
আব্দুল গাফফার লিখেছেন : বাস্তব চিএ ফুটিয়ে তুলেছেন । অনেক ধন্যবাদ
২৬ নভেম্বর ২০১৪ দুপুর ০২:৪২
231930
ছালসাবিল লিখেছেন : আপনাকেও অনেনেনেনেনেক ধন্যবাদ ভাইয়া Day Dreaming
288319
২৬ নভেম্বর ২০১৪ দুপুর ০২:৩০
২৬ নভেম্বর ২০১৪ দুপুর ০৩:০৫
231949
ছালসাবিল লিখেছেন : ভাইয়া, সরি দুঃখ দিয়ে ফেললাম অজান্তে Sad
১০
288326
২৬ নভেম্বর ২০১৪ দুপুর ০২:৩৯
রিদওয়ান বিন ফয়েজ লিখেছেন : জীবনের সাথে মিলে যায় অনেকটুকু। কেন জানি অজান্তে ব্যথা অনুভব হয়, দুঃখ হয় এই জীবনের জন্য, কিন্তু তারপর ও জীবন যুদ্ধে জয় হতেই হবে, এই প্রচেষ্টা চালাতে চালাতে একদিন মৃত্যু দুয়ারে এসে কড়া নাড়ে, তবুও সে সুখী মা বাবার সফল সন্তান । ( শেষ কথা হল এই মধ্যবিত্ত পরিবারই পৃথিবীর সবছেয়ে সুখী পরিবার )
২৬ নভেম্বর ২০১৪ দুপুর ০৩:০৫
231950
ছালসাবিল লিখেছেন : শেষ কথা হল এই মধ্যবিত্ত পরিবারই পৃথিবীর সবছেয়ে সুখী পরিবার ___> দামি একটা কথা বোলছেন ভাইয়া Day Dreaming
১১
288336
২৬ নভেম্বর ২০১৪ দুপুর ০২:৪৬
ফখরুল লিখেছেন : বাস্তব নিজের জীবনের সাথে মিলে গেল। গল্প টা নিজের জীবনের সাথে মিলালে এই গল্পের প্রধান চরিত্র হচ্ছে আমার ভাইয়া। দোয়া চাই ভাইয়া অসুস্থ। Praying Praying Praying Praying Praying
২৬ নভেম্বর ২০১৪ দুপুর ০৩:১১
231952
ছালসাবিল লিখেছেন : আল্লাহ আপনাকে সুস্থতা দান করুন আমীন।
আপনাকে অনেনেনেনেক ধন্যবাদ ভাইয়া Day Dreaming
২৬ নভেম্বর ২০১৪ বিকাল ০৪:১৫
231978
ফখরুল লিখেছেন : আমি না আমার বড় ভাইয়া।
১২
288342
২৬ নভেম্বর ২০১৪ দুপুর ০২:৫৭
২৬ নভেম্বর ২০১৪ দুপুর ০৩:০৪
231947
ছালসাবিল লিখেছেন : আপু, আপনাকে প্রিয়োতে রাখবো কিভাবে Sad
২৬ নভেম্বর ২০১৪ সন্ধ্যা ০৭:২৮
232081
ক্ষনিকের যাত্রী লিখেছেন : যাকে প্রিয়তে রাখতে চান তার ব্লগে গেলে প্রোপিকের নীচে সে ব্লগারকে প্রিয়তে রাখুন লিখা থাকে। এরপর বাকি বলার প্রয়োজন আছে বলে মনে হচ্ছে না। Smug Smug
২৭ নভেম্বর ২০১৪ সকাল ০৮:১৭
232387
ছালসাবিল লিখেছেন : আপু, আসসালামু আলাইকুম। আপনাকে রেখেছি। Day Dreaming
১৩
288391
২৬ নভেম্বর ২০১৪ বিকাল ০৪:৪৩
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : অনেক সুন্দর লিখেছেন । ধন্যবাদ আপনাকে ।
২৬ নভেম্বর ২০১৪ বিকাল ০৫:০৪
232010
ছালসাবিল লিখেছেন : জি ভাইয়া, আপনাকেও অননেনেনেক ধন্যবাদ। Day Dreaming
১৪
288467
২৬ নভেম্বর ২০১৪ সন্ধ্যা ০৭:৪২
ফেরারী মন লিখেছেন : একদম আমার কথা ফুটে ওঠেছে। কেম্নে বুঝলেন? ছেলে হলে বুকে আসেন আর মেয়ে হলেও আসেন। Tongue Tongue
২৭ নভেম্বর ২০১৪ সকাল ০৮:২০
232389
ছালসাবিল লিখেছেন : এটাকেই বলে ভাগ্য_____> বুকে আসেন ভাইয়া। Day Dreaming
১৫
288490
২৬ নভেম্বর ২০১৪ রাত ০৮:২৭
গাজী সালাউদ্দিন লিখেছেন : হৃদয় ছুঁয়ে গেল লিখাটি। হুম তবু শোকরিয়া, আমরা মধ্যবিত্তরা বেশ আছি।
২৭ নভেম্বর ২০১৪ সকাল ০৮:২২
232391
ছালসাবিল লিখেছেন : ভাইয়া, অনেনননননননেক ধন্যবাদ আপনাকে Day Dreaming
১৬
288603
২৭ নভেম্বর ২০১৪ রাত ১২:৩০
অনেক পথ বাকি লিখেছেন : Sad Sad Sad Sad
২৭ নভেম্বর ২০১৪ সকাল ০৮:২৭
232394
ছালসাবিল লিখেছেন : ভাইয়া কি নসটালজিক হয়ে গেলেন Sad

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File