ফেটেছে ঠোট, হৃদয়ে লেগেছে চোট
লিখেছেন লিখেছেন ছালসাবিল ২৬ নভেম্বর, ২০১৪, ০৯:০২:৪৮ সকাল
শীত তো চলেই এলো। ঢাকার বাইরে এখন বেশী শীত। আর রাজধানীতে এখনো তেমন ভাবে না পড়লেও আর কয়েকদিন পর শীত জাঁকিয়ে বসবে। এ সময় অনেকের পা ফাটে। এই পাফাটা নিয়ে অনেকে নানা সমস্যার মুখোমুখি হন।
তাদের উদ্দেশে কিছু পরামশ :
১. পা নিয়মিত পরিষ্কার করুন।
২. পা ধোয়ার সময় গরম পানি ব্যবহার করুন।
৩. খালি পায়ে বাইরে যাবেন না।
৪. নরম জুতা বা স্যান্ডেল ব্যবহার করুন।
৫. রাতে পায়ে মোজা পওে শোবেন যাতে পায়ে ঠা-া না লাগে।
ঘরোয়া পদ্ধতিতে পায়ের গোড়ালি ফাটা দূর করার কিছু উপায় দেওয়া হল:
অয়েল ম্যাসাজ :
প্রথমে পা পরিষ্কার করে ধুয়ে শুকিয়ে নিতে হবে। তারপর গোড়ালির ফেটে যাওয়া জায়গায় অলিভ অয়েল/নারিকেল তেল লাগিয়ে একজোড়া মোটা মোজা পরে সারারাত রেখে দিতে হবে। সকালবেলা কুসুম গরম পানি দিয়ে পা ধুয়ে নিলেই গোড়ালির ফাটল কমে আসবে। গোসলের পর এ ম্যাসাজ অনেক কার্যকরী।
ভ্যাসলিন ও লেবুর রসের প্যাক :
গোড়ালি পরিষ্কার করে ধুয়ে শুকিয়ে নিয়ে হালকা গরম পানিতে ১৫ মিনিট পা ভিজিয়ে রেখে ধুয়ে ফেলতে হবে। তারপর ১ টেবিল-চামচ ভ্যাসলিন ও ১ টেবিল-চামচ লেবুর রস একসঙ্গে মিশিয়ে নিয়ে এই মিশ্রন শুকনো পা ও গোড়ালির ফেটে যাওয়া ¯স্থানে ত্বক শুষে না নেওয়া পর্যন্ত ঘষতে হবে।মনে রাখবেন, এ রোগের প্রতিকারের চেয়ে প্রতিরোধ করা জর“রী।
দরকার মনে করলে চিকিৎসকের পরামর্শ নিন। কেননা আমি কোন ডাক্তার নই
বিষয়: বিবিধ
১৮১৪ বার পঠিত, ৪২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এমন করলে 'মুক্তিযুদ্ধের কন্যা' শুধু নয়,কোন মেয়েও আপনাকে বিয়ে করতে এগিয়ে আসবে না!
ঠোট থেকে হ্রদয় হয়ে পায়ের প্রচ্ছদ সহ
আলোচনার বিস্তৃতি 'দিল আকর্ষণের অভিনয়' মনে করেই হয়তো 'মুক্তিযুদ্ধের কন্যা' চুপ করে আছে!
তার পরেও চেষ্টায় আছি।
ভাইয়া, ঠোটে চেয়ে আপনার গোড়ালির মূল্য কি কম ?
তবে এখানেই শেষ নয় দারান___>
তাই আমি
কেমন করে প্রিয়তে রাখে কেউ একটু জানালে আমিও আপনাকে প্রিয়তে রাখতাম
করেন আমাকে ব্লক আমি আর কিছুই বোলবোনা
আসলে আপনার পোস্টগুলো ভালো লাগে তাই প্রিয়তে রেখেছি। যাতে মিস না হয়। @ ছালসাবিল ভাইয়া
নো ওরি____> ভাইয়া, অনেনেনেক ভালো।
আপনাকে অনেনেনেকে ধন্যবাদ ভাইয়া ।
হারিকেন ভাইয়া এখানে আবার আমার নাম কেন? উনাকে প্রিয়তে রেখেছি তাই কিছু বলতে ভয় করার কি আছে?
মন্তব্য করতে লগইন করুন