কামরাঙ্গা পুথি
লিখেছেন লিখেছেন ছালসাবিল ২৩ নভেম্বর, ২০১৪, ০৯:৩০:৪৭ রাত
শোনেন শোনেন ব্লগবাসী, শোনেন দিয়া মন,
হরেক রকম টকের কথা করিব বর্ণন।
টক খেতে awesome।
প্রথমে বর্ণন করি কামরাঙ্গার কথা,
যে না চেনেন সে আমার দিলে দিলেন ব্যাথা।
টক খেতে awesome।
দেখেন দেখেন চেয়ে দেখেন ফুল গুলোকে,
সাথে আছে ২টি কামরাঙ্গা গাছের ডালেতে।
টক খেতে awesome।
এই ফল পাড়ার সিসটেমটি দেখে নিন,
পড়ে গেলে আমি কিন্তু দায়ভার হীন।
টক খেতে awesome।
এই দেখেন কি সুন্দর রসে টইটুম্বুর,
বোম্বাই মরিচের সাথে লাগে ভরপুর।
টক খেতে awesome।
এর সাথে আরো দিলে নুন আর ধইন্যা পাতা,
না খেলে যেনো দিলেন জিভেতে ব্যাথা।
টক খেতে awesome।
এই ফলে আছে বেশি, বেশি ভিটামিন,
খেলে পরে আপনার বিয়া হবেই জেনে নিন।
টক খেতে awesome।
সবশেষে বলি আমি একটাই কথা,
কামরাঙ্গা না খেলে আমার দিলে দিবেন ব্যাথা।
আজকের মতো করি আমি এখানেই শেষ,
আসবো ফিরে অন্য কোন টক নিয়ে বেশ।
আহা বেশ বেশ বেশ।
বিষয়: বিবিধ
১৯৪২ বার পঠিত, ৫৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
তাহলে মেয়েলিটিই খান ভাইয়া
ঠিক আছে?
এমন পোস্টের জন্য মাইনাস।
এর পরে আরোও টক পোস্ট দিবো।
যত্ত্ত্তত্ত্তত্ত দিন মাইনাস মাইনাস = প্লাস না হচ্ছে
মাইয়া রাজি নয়। তাই আপাতত নো ডিস্টার্ব করতেছি ভাইয়া
শুরুতে দেয়া আশ্বাসের সাথে শেষের নেই মিল,
বারবার এমন করলে হয়তো পড়বে মাথায় কিল!
একটি টকের বর্ণনাতেই লেখা হল শেষ।
রাজনৈতিক নেতার মতই দেখালেন তো বেশ!!
আরোও টক আছে রে ভাই একটু ধয্য ধরেন,
জিভে জ্বল আসতে হবে গ্যারান্টি নিতে পারেন।
রাজনিতি করিনা ভাই টক পুথি পড়ি,
টক দিয়ে সবার মনটা জয় করতে পারি।
মাথার চুল ছিড়ে বলেন কি হবে লাভ,
আসুন এবার সন্ধি করি টক কিনে করবো লাভ।
আহা বেশ বেশ বেশ
আপনাকে অনননননননেক ধন্যবাদ।
অননেনেকেককক ধন্যবাদ আপু অনেননননননেক।
কবিতা লিখলে আমাকে একটু দাওয়াত দিয়েন পড়ার জন্য।
মন্তব্য করতে লগইন করুন