বিলম্ব করবে না কিন্তু
লিখেছেন লিখেছেন ছালসাবিল ২৩ নভেম্বর, ২০১৪, ০৩:৩২:৪৮ দুপুর
বিলম্বি...অনেকে এটাকে বিলম্ব লেবু বা বিলেবুও ডেকে থাকেন। বিলম্বি আমাদের দেশে এখনো পর্যন্ত খুব একটা প্রচলিত না হলেও ধীরে ধীরে এর পরিচিতি আর জনপ্রিয়তাও বৃদ্ধি পাচ্ছে।
বিলম্বি কামরাঙ্গা গোত্রের ফল। এর স্বাদও অনেকটা কামরাঙ্গার মতোই। বিলম্বি দেখতে অনেকটা পটলের মতো, তবে আরো ছোট। ফল ৩-৬ সে.মি. পর্যন্ত বড় হয় এবং রং উজ্জ্বল, হালকা সবুজ। বিলম্বি গাছে ধরে খুবই অদ্ভুতভাবে। গাছের ডালে তো বটেই, কান্ড ঘিরেও ফল ধরে। গাছ খুব বেশি বড় হয় না, ৫-১০ মিটার পর্যন্ত উঁচু হয়। পাতাগুলো কামরাঙ্গার মতোই। গাছে ফুল ফোটে ফেব্রুয়ারিতে এবং মোটামুটি সারা বছরই ফল পাওয়া যায়।
বিলম্বির আদি নিবাস ইন্দোনেশিয়া। তবে অনেক উদ্ভিদবিজ্ঞানীর মতে, বিলম্বির উত্পত্তি ব্রাজিলে এবং পরে তা দক্ষিণ এশিয়ায় ছড়িয়ে পড়ে। ভারতের উষ্ণ আবহাওয়ায় বিলম্বি খুব ভালো জন্মে। বিশেষ করে কেরালা, মহারাষ্ট্র, তামিল নাড়ু এবং গোয়ায় বিলম্বি খুবই জনপ্রিয়। বাংলাদেশ ও ভারতের পাশাপাশি ফিলিপাইন, ইন্দোনেশিয়া, শ্রীলংকা, মালয়শিয়াতেও বিলম্বি পাওয়া যায়। এশিয়ার বাইরে এটি জানজিবারে চাষ হয়। মধ্য এবং দক্ষিণ আমেরিকাতেও চাষ হয়। সেখানে বিলম্বি Mimbro নামে পরিচিত।
বিলম্বির বৈজ্ঞানিক নাম Averrhoa bilimbi। বিলিম্বির গাছ Cucumber tree বা Tree sorrel নামেও পরিচিত।
বিলম্বি অত্যন্ত গুণাসম্বলিত ফল। প্রতি ১০০ গ্রাম বিলম্বিতে রয়েছে -
আমিষ- ০.৬১ গ্রাম
খাদ্যআঁশ- ০.৬ গ্রাম
ক্যালসিয়াম- ৩.৪ মিলিগ্রাম
ফসফরাস- ১১.১ মিলিগ্রাম
আয়রন- ১.০১ মিলিগ্রাম
ক্যারোটিন- ০.০৩৫ মিলিগ্রাম
থায়ামিন- ০.০১০ মিলিগ্রাম
রিবোফ্লেভিন- ০.০২৬ মিলিগ্রাম
নিয়াসিন- ০.৩০২ মিলিগ্রাম
ভিটামিন সি- ১৫.৫ মিলিগ্রাম
জলীয় অংশ- ৯৪.২-৯৪.৭ গ্রাম
এতে কোনো ক্যালরি নেই।
বিলম্বি কামরাঙ্গার মতোই ঝাল-লবণ দিয়ে খেতে ভালো লাগে। বিলম্বি দিয়ে চমত্কার চাটনি ও আচার তৈরি করা যায়। বিলম্বি ডাল দিয়েও রান্না করে খাওয়া যায়। এছাড়া টক সবজি হিসেবেও বিলম্বি ব্যবহার করা যায়।
বিষয়: বিবিধ
২৬৮৫ বার পঠিত, ৩০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আমি আবার একটু টক এবং বেশি ঝাল আর মিস্টি সব পছন্দ করি।
একদম বোম্বাই মরিচ দিয়ে চটপটি।
ইশশশশশশশশশ.........
এটা কি বললেন? আমিতো ছোট কাল থেকেই দেখছি এ ফলটা।
আমাদের বাসার এক কোনায়ও বিলম্ব লেবুর গাছ আছে, তেমন যত্ন না নিলেও ফল দেয় সব সময়। বিল্ডিংয়ের কারণে তেমন রোদও লাগতে পারে না। মাশাআল্লাহ তারপরেও গাছটি টিকে আছে।
সুন্দর পোস্টটির জন্য ধন্যবাদ।
শুনুন ঘটনা:
একদিন আমি বাসায় যাচ্ছিলাম। তো রাস্তার পাশে একজন বিলম্ব নিয়ে বসে আছে। আমি দাম করলাম পাশ থেকে একজন জিজ্ঞাসা করলো, "এটি কি" লোকটি বললো "ইশশশ উত্তর দিতে দিতে আমি শেষ হয়ে গেলাম, কেউ চেনেনা,ভাই আমি আপনাকে কম দামে দিচ্ছি আপনি সবটাই নিয়ে যান"
পেলাম চান্স আর কি ছাড়া যায়, নিয়েই বাড়ি দৈড়
পরে খেয়ে ভালই লেগেছিল । কামরাঙ্গার মত টেস্ট । আর গাছটা আমড়া গাছের মত ।
এ ফল ঢাকার বাজারে এখনও দেখতে পাওয়া যায় নি । টক জাতীয় বলে অন্যান্য টক জাতীয় ফলের মত এটাও অবহেলার স্বীকার।
গাছ থেকে পড়ে যায় , পাখির ঠোকরেও আধা খাওয়া পড়ে থাকতে দেখা যায় । কেউ ছুঁয়েও দেখে না ।
আপনাকে অননননননেক ধন্যবাদ।
কিন্তু আমাদের ঢাকায় তেমন একটা চোখে পড়ে না। আপনার বাড়িতে হলে নিয়ে আসবেন বা জানাবেন কিন্তু! একা খাবেন না!!
কি গো ছালছাবিল ভাইয়া! পাত্রীর মতামত না পাইয়াও টক টকানী পোস্ট এতো!
বিয়া হইলে তো কী ধরণের পোস্ট আসবে তা ভাইবাই............!!!
মন্তব্য করতে লগইন করুন