নাস্তিকের আস্তিক হওয়ার ঘটনা (২)
লিখেছেন লিখেছেন ছালসাবিল ১৮ নভেম্বর, ২০১৪, ১১:০৭:২১ রাত
ইমাম ফখরুদ্দিন রা-যী (রহ) (মৃত ৬০৬হি) তদীয় তাফসীরে লিখেছেন যে, ইমাম আবু হানীফা (রহ) (মৃত ১৫০হি) নাস্তিকদের জন্য তলোয়ার স্বরুপ ছিলেন এবং নাস্তিকরাও তাকে হত্যা করার বাহানায় থাকতো। ইমাম আব হানিফা (রহ) তার মসজিদে বসে ছিলেন।
হঠাৎ একদল নাস্তিক তাকে হত্যা করার জন্য উলঙ্গ তরবারি নিয়ে তার কাছে হাযির হল। তিনি তাদেরকে বললেন, তোমরা প্রথমে আমার একটি কথার জবাব দাও। তারপর তোমরা যা চাও তা কর।
তারা বললো, হ্যাঁ ঠিক আছে। তাহলে আপনি আপনার কথা পেশ করুন।
তিনি বললেন, তোমরা সেই ব্যাক্তির ব্যাপারে কি বলবে, যে তোমাদের এ কথা বলে, আমি সমুদ্রে একটি জাহাজ দেখেছি। যার মধ্যে রকমারী মাল বোঝাই রয়েছে। সমুদ্রের ঝড়ো হাওয়া এদিকে ওদিকে বয়ে যাচ্ছে। কিন্তু তা সত্তেও জাহাজটিকে একটুও এদিক সেদিক করতে পারছে না। বরং জাহাজটি সর্বদা সোজা চলে যাচ্ছে। অথচ ওর চালক কেউই নেই এবং দেখাশোনাকারী কেউই নেই। এ ব্যাপারটা কি জ্ঞানত ঠিক, না বেঠিক?
তখন তারা সবাই বলল, এ ব্যাপারটা তো বুদ্ধি গ্রহণ করে না।
অত:পর ইমাম সাহেব বললেন, সুবহা-নাল্লাহ! কি আশ্চর্য ব্যাপার যে, সমুদ্রে বিনা নাবিকে একটি জাহাজের আপনা আপনি সোজা চলে যাওয়াকে বিবেকবুদ্ধি গ্রহণ করতে পারে না। অথচ এই বিশাল পৃথিবী রকমারি ও ভিন্ন ভিন্ন হওয়া সত্বেও একজন তদারককারী ছাড়াও তা কী করে চলছে?
তখন তারা সবাই কেঁদে ফেলল এবং বলতে বাধ্য হল যে, আপনি সত্যই বলেছেন।
অত:পর তারা নাস্তিকতা থেকে তওবাহ করল এবং তার হাতে ইসলাম কবুল করল।
আল্লাহু আকবার! আল্লাহু আকবার! আল্লাহু আকবার!
বিষয়: বিবিধ
১২৯৪ বার পঠিত, ১৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
জাজাকিল্লাহ ইয়া আখি।
জাজাকাল্লাহ।
আল্লাহুম্মা ইহদি জামিয়া ইয়া রব ইয়া রব ।
আপনাকে অননেনেনেনেক ধন্যবাদ।
মন্তব্য করতে লগইন করুন