উলামায়ে কেরামের অনৈক্যের কারণে তাগুতী শক্তি জেঁকে বসেছে -মুফতী ফয়জুল করীম

লিখেছেন লিখেছেন ইসলামের তলোয়ার ১৯ নভেম্বর, ২০১৪, ১২:৪২:৩৫ রাত

উলামায়ে কেরামের অনৈক্যের কারণে তাগুতী শক্তি জেঁকে বসেছে -মুফতী ফয়জুল করীম



ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম (পীরে কামেল চরমোনাই) বলেছেন, কুরআন-সুন্নাহ থেকে দূরে সরে থাকার কারণেই মুসলমানরা সবচেয়ে লাঞ্ছনা ও বঞ্চনার শিকার। এখন যদি মুসলমানদের হারানো গৌরব ফিরে পেতে হয় তাহলে কুরআন-সুন্নাহর উপর আমল বাড়াতে হবে। সকলকে ইসলামের সুমহান আদর্শের পতাকাতলে ফিরে আসতে হবে।

তিনি বলেন, নায়েবে নবী হযরত উলামায়ে কেরামের অনৈক্যের কারণে তাগুতী ও আল্লাহদ্রোহী শক্তিগুলো আমাদের মাথার উপরে জেঁকে বসেছে। নীতি ও আদর্শ জলাঞ্জলী দিয়ে অনেকে ইসলামের বিজয় করতে চান। তাগুতের সাথে সংমিশ্রণ করে ইসলাম বিজয়ের ইতিহাস নেই। দেশের যে দূরাবস্থা চলছে তাতে উলামায়ে কেরামকে নীতি ও আদর্শের প্রশ্নে আপোসহীন থাকতে হবে। প্রচলিত আদর্শ বিবর্জিত রাজনীতির করালগ্রাস থেকে ফিরে এসে আদর্শ রাজনীতি প্রবর্তন এবং রাজনীতিতে গুণগত পরিবর্তনে হযরত উলামায়ে কেরামকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।

তিনি বলেন, উলামায়ে কেরামকে ক্ষমতার মোহ ত্যাগ করে জাতিকে সঠিকপথে পরিচালিত করতে নেতৃত্বে এগিয়ে আসতে হবে। উলামায়ে কেরামকে জেনে-বুঝে ও অত্যন্ত সতর্কভাবে পা ফেলতে হবে।

মুফতী ফয়জুল করীম বলেন, ইসলামী বিপ্লবে সর্বশ্রেণী ও পেশার মানুষের অংশগ্রহণ প্রয়োজন। শুধুমাত্র একশ্রেণির মানুষের উপর নির্ভর থাকলে ইসলাম প্রতিষ্ঠা সুদুর পরাহত হবে।

মঙ্গলবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর বনশ্রী প্রজেক্টে অনুষ্ঠিত বিশাল ইসলামী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে শায়খুল হাদীস মাওলানা মকবুল হোসাইন, মাওলানা আব্দুর রাজ্জাকসহ উলামায়ে কেরাম ও স্থানীয় মাদরাসার প্রিন্সিপালগণ উপস্থিত ছিলেন।

প্রেস বিজ্ঞপ্তি

তারিখ: ১৮/১১/২০১৪ ইং

Website: http://www.islamiandolanbd.org

Email:

Facebook: http://www.facebook.com/iab87

http://www.facebook.com/votinhatpakha

Twitter: http://www.twitter.com/islamiandolanbd

Youtube: http://www.youtube.com/islamiandolanbd





বিষয়: বিবিধ

২২৯৮ বার পঠিত, ১৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

285731
১৯ নভেম্বর ২০১৪ রাত ০৩:৪৮
শেখের পোলা লিখেছেন : ঘণ্টা যোগাড় আছে, বিড়ালের গলায় পরানোর লোকের অভাব৷ সবাই অন্যকে পরাতে বলে৷ কেউ নিজে এগোয়না৷ সমস্যা এখানেই৷
১৯ নভেম্বর ২০১৪ সকাল ১১:৫৫
229203
ইসলামের তলোয়ার লিখেছেন : যারা ঐক্যের আহ্বান করে তাদেরকে মূল্যায়ন করা প্রয়োজন আছে কিনা, ভাবার আহ্ববান রাখছি। ইসলামী আন্দোলন চায় ঐক্য হবে শুধুমাত্র ইসলামের জন্য। আমরা বিশ্বাস করি ওলামারা ঐক্য হলে বিপ্লব করার শক্তি আমাদের আছে। কিন্তু এই বিশ্বাসটা সবাইর নাই, তারা মনে করে একসাথে দুই শক্তির বিরুদ্ধে আন্দোলন করার শক্তি ওলামাদের/মুসলমানদের নেই। আর আমরা বিশ্বাস করি No আওয়ামিলিগ No বিএনপি ইসলাম ইজ দ্যা বেষ্ট।
প্রমান- ভিডিও দুইটা নিরপেক্ষ দৃষ্টিতে মনোযোগ সহকারে দেখার অনুরোধ
১.> https://www.facebook.com/video.php?v=584004275062144&set=vb.405120476283859&type=2&theater;
২.> https://www.facebook.com/video.php?v=583115745150997&set=vb.405120476283859&type=3&theater;
285811
১৯ নভেম্বর ২০১৪ দুপুর ১২:০৮
রিদওয়ান বিন ফয়েজ লিখেছেন : বায়তুল মোকাররমের খতিব
মাওলানা ওবায়দুল্লাহ সাহেবের
সভাপতিত্বে সর্বদলীয় ইসলামী মহাজোট
গঠনের উদ্যোগ নিয়ে সকল ইসলামী সংগঠন
বসেছিলো।
সবাই খুব আশাবাদি,খুব খুশি।
হঠাত
চরমোনাইয়ের ততকালীন পীর সাহেব বলে
বসলেন- মওদূদীর ইসলাম
বিরোধী লেখা আর কিতাব বাদ দিলেই
জামায়াতের সাথে জোট করা যাবে।
তাছাড়া নয়।
অধ্যাপক গোলাম আযম
রহঃ বললেন-আপনারা মওদূদীর
রহঃ এমন লেখা ও বই
এর তালিকা প্রস্তুত করেন।
তারপর উভয় দলের সর্বজন গ্রহনীয়
আলেমদের সমন্বয়ে গঠিত
একটা বোর্ডে তা উত্থাপন
করে যেগুলো আপত্তিকর
বলে রায় হয় সেগুলো বাদ
দিয়ে আমরা আমাদের
পূনর্গঠনে রাজি আছি।
মাওলানা ওবায়দুল্লাহ তো সবই জানেন।
তিনি মুচকি মুচকি হেসে বললেন পীর
সাহেব,
এখন বল কিন্তু আপনাদের
কোটে। সেই যে তাদের কোটে বল গেল আজও সেই বল ফিরে
এলো না। না হল তালিকা দেয়া,না আলেমদের বোর্ড,ইসলামী ঐক্য গড়ার
উদ্যোগও তাদের কারনে আজ পর্যন্ত বন্ধ
থেকে গেল। জানিনা 'গোলাম আযম
সাহেবের মৃত্যুর মাঝে তারা এই বল
ফিরিয়ে দেয়ার প্রয়োজন
থেকে নিস্কৃতি পেয়েছে'- এমনটাই ভাবছে কিনা? জানিনা বাংলাদেশে ইসলামী দলগুলোর
ঐক্য গড়ার এই মহান আহবানটি তাদের
কাছে আল্লাহর তরফ থেকে কত বড় গজব
হিসেবে বিবেচিত হয়ে আসছিলো এতোদিন।
তবে জানি বাংলাদেশের সবুজ ভূমিতে
অধ্যাপক গোলাম আযমের চোখে আকাশ
ছোঁয়া ইসলামী বিপ্লবের স্বপ্ন তাঁকে এতটাই
পাগলপারা করেছিলো যে,সরকার তাকে নাগরিকত্ব বঞ্চিত করার পরেও হাজার গুন উন্নত মধ্যপ্রাচ্যের কোন দেশের রাজনৈতিক
আশ্রয়ে থেকে আন্তর্জাতিক অংগনে কাজ
না করে স্পষ্টতই ঘোর বিপদ কে মাথায়
নিয়ে বাংলাদেশে এসেছিলেন
তিনি! স্বাভাবিক ভাবেই তাঁর এই
ত্যাগ লক্ষ লক্ষ স্বপ্নবান তরুনের সৃজন
করেছে। তাই ইসলামের ঐক্য আজ
ছেলে খেলা নয়,এটা বাস্তবতা,এটা যুগের
চাহিদা!যে যাই
ভাবুক গোলাম আযম রেখে গেছেন বিরাট
এক গোলাম আযমের মিছিল!! আপনারাও তৈরী থাকুন- বাংলাদেশের সবুজ জমীন ইসলামী বিপ্লবেরই কথা বলবে অচিরেই|
(ইনশাআল্লাহ)
১৯ নভেম্বর ২০১৪ দুপুর ১২:২৪
229207
ইসলামের তলোয়ার লিখেছেন : আবারো ভুল করলেন। এতগুলা ইসলামী দল আপনারা চরমোনাইকে ছাড়া বিএনপিতে যাইতে পারলেন, আর এত শক্তি সামর্থ থাকার পর ও নিজেরা জোট করতে পারলেন না। মিথ্যা বলার একটা সীমা থাকা উচিৎ।
১৯ নভেম্বর ২০১৪ দুপুর ১২:২৫
229208
ইসলামের তলোয়ার লিখেছেন : আবারো ভুল করলেন। এতগুলা ইসলামী দল আপনারা চরমোনাইকে ছাড়া বিএনপিতে যাইতে পারলেন, আর এত শক্তি সামর্থ থাকার পর ও নিজেরা জোট করতে পারলেন না। মিথ্যা বলার একটা সীমা থাকা উচিৎ।
১৯ নভেম্বর ২০১৪ দুপুর ১২:২৭
229209
ইসলামের তলোয়ার লিখেছেন : শুধু চরমোনাই কেন জামাত বিরোধী হবে?, এরা তাহলে কি?
মউদুদী জামাতের
গোমরাহি সম্পর্কে কিছু বই
. . . . . . . . . . . . . . . . . . . . . . . .
১।ভুল সংশোধন,
আল্লামা শামসুল হক
ফরীদপূরী রাহঃ
২।মওদূদীর
সাথে আমার
সাহচার্যের
ইতিবৃত্ত,
আল্লামা মনযূর
নুমানী রাহঃ
৩।উলামা মাশায়েখের
আহবান মওদূদীপন্থী জামাত
শিবির
ফিতনা থেকে সতর্ক
থাকুন,
আল্লামা শামসুদ্দীন
কাসিমী রাহঃ,
মাওঃ নূর হুসাইন
কাসিমী।
৪।সতর্কবানী,
হাফিজ্জী হুজুর
রহঃ
৫।ক)হক
বাতিলের চিরন্তন
দ্বন্দ
খ) মি'য়ারে হক্ব
গ)ইযহারে হাকীকত,আল্লামা আহমদ
শফী
৬।সত্যের
মাপকাঠি,
আল্লামা আব্দুল মতীন
শাইখে ফুলবাড়ী রহঃ
৭।ভ্রান্তির
ধুম্রজালে ইসলাম,আল্লামা মুফতী নূরুল
হক
শাইখে জকিগন্জী
৮।
ফিতনায়ে মওদূদিয়্যাত,শাই
খুল হাদীস
আল্লামা যাকারিয়া রাহঃ
৯।বাতিল
যুগে যুগে,মাওঃ ইসহাক
ফরীদী রাহঃ
১০।ইসলামের রাজনৈতিক
ব্যাখ্যা,আল্লামা আবুল
হাসান আলী নদভী রাহঃ
১১।প্রত্যয়ের আলোকে নবী ও
সাহাবী,আল্লামা ফরীদ
উদ্দীন মাসঊদ
১২।মিঃ মওদূদীর নতুন
ইসলাম , মুফতী মনসূরুল
হক
১৩।ইসলামী আকীদা ও
ভ্রান্ত
মতবাদ ,মাওলানা হেমায়েত
উদ্দিন
১৪।বিংশ
শতাব্দীর জাহিলিয়্যাত
মওদূদী ফিতনা,
প্রিস্নিপাল হাবীবুর
রহমান
১৫।
তাহরীকে জামায়েতে ইসলামী এক
তাহকীকি মুতালায়া,ডক্টর
ইসরার আহমাদ
১৬।ক)জামায়াতে ইসলামীর
গঠনতন্ত্র ও
মওদূদী আকীদার
স্বরূপ
খ)ঈমান ও আমাল
গ)মাকতূবে হিদায়াত,সায়্যিদ
হুসাইন আহমদ
মাদানী রাহঃ
১৭।সাহাবাদের
মান,আল্লামা তাহির
রাহঃ
১৮।উলামা মাশাইখের
দৃষ্টিতে মওদূদী ও
মওদূদীবাদ,আল্লামা হাকীম
আখতার রাহঃ
১৯।মওদূদীবাদের স্বরূপ
সন্ধানে,মুফতী মাহমূদ
গাংগুহী রাহঃ
২০।মওদূদী সাহেব ও
ইসলাম,মুফতী রশীদ
আহমদ
লুধীয়ানভী রাহঃ
২১।মওদূদীবাদ ও
সাহাবায়ে কিরাম ,
আল্লামা আলীমুদ্দীন
দুর্লভপূরী
২২।
মাকাকে সাহাবা ,মুফতী মুহাম্মাদ
শফী রাহঃ
২৩।
আয়নায়ে তাহরীকে মওদূদীয়ত,মুফতী মাহদী হাসান
রাহঃ
২৪।বুখারী শরীফের
বাংলা ব্যাখ্যাগ্রন্থ,
শায়খুল হাদীস আযীযুল হক
রাহঃ
২৫।তাবীর কি গালতী,খ)
দ্বীন
কি সিয়াসী তাবীর,মাওঃ ওয়াহীদুদ্দীন
খান
২৬.মওদূদীবাদের
স্বরুপ ,মাওঃ মুতীউর
রাহমান খান
২৭.ইতিহাসের কাঠগড়ায় হযরত
মুয়াবিয়া রাঃ ,আল্লামা তাকী উসমানীসহ
পাক ভারত বাংলাদেশের সকল
শীর্ষস্থানীয়
হক্কানী আলেমগন
মওদূদীয়তের
সম্পর্কে উম্মতকে সতর্ক
করেছেন,তাঁরা কিসের
দালালী করেছেন ?
১৯ নভেম্বর ২০১৪ দুপুর ০২:০০
229224
রিদওয়ান বিন ফয়েজ লিখেছেন : শুনেন আপনাদের মুখে এই চোট্ট জীবনে বহুত কিছু শিখেছি, এইযে ইসলামি আন্দোলন করেন এটার দক্ষিন এশিয়ার রুপকার কে একটু বলবেন? দক্ষিন এশিয়ার ইসলামী ব্যাংকিং এর প্রবর্তক কে বলবেন কি একটু? ইসলামে রাজনৈতিক হারামছিল একসময় , আবার এটা এখন এত কঠিন ভাবে বৈধ হল যে বাংলাদেশে এখন অনেক ইসলামিক পার্টি, যা বাম দেরও ছাড়িয়ে গেছে। আর বর্তমানে জেহাদী পার্টি আছে ১০ থেকে ১২ টি। আর কাওমী পন্থি আছে অনেক গুলো , একটু পান থেকে চুন খসলেই একটি দলের ঘোষনা। পীর সাহেবের বাবার ছিল একটি, ওনার মৃত্যুর পর হল দুটি। আবার ইনি মৃত্যু বরন করলে হতে পারে চারটি । আল্লাহই ভালো জানেন। মাথা গরম করার আগে ঠান্ডা মাথায় একটু ভাবুন আমি কি বলেছি? ভালো থাকেন ধন্যবাদ.।
১৯ নভেম্বর ২০১৪ দুপুর ০৩:১০
229261
ইসলামের তলোয়ার লিখেছেন : অন্ধকারে ঢিল ছুড়ে অজ্ঞের মত কথা বলেন কেন? বুঝি না। ইসলামী রাজণীতি আবার হারাম হইল কবে। জামাত রাজনীতি করে শনি শনি ৮ দিন। যুগ যুগ ধরে ইসলামী আন্দোলন ছিল, আছে থাকবে। সামপ্রতিক সময়ে এর কথা যদি বলি বৃটিশ খেদাও আন্দোলন থেকে শরু করে ঐতিহাসিক প্রেক্ষাপটে ওলামায়ে দেওবন্ধ রাজনীতি ও আন্দোলনের ময়দানে সরব ছিল। আপনি ভিন্ন মত সম্পর্কে প্রচুর লেখাপড়া করা উচিৎ। জানেন তো অল্প বিদ্যা ভয়ংকরি।
১৯ নভেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:৫২
229315
রিদওয়ান বিন ফয়েজ লিখেছেন : বাংলাদেশের আলেমরাই ইসলামে রাজনিতি নাই বলে ফতোয়া দিয়েছিল। আর ঘোষনা দিয়েছিল কিনা আপনার প্রবীনদের প্রশ্ন করেন? আমার জ্ঞান ক্ষুদ্র তা আমি স্বীকার করি। আর আপনারা যে দিন দিন ডিভাইড হচ্ছেন তা আগে সামলান, তার পর না হয় ঐক্য নিয়ে ভাবেন। ( এই ধরেন আপনাদের কয়টি দল ও কি কি ? এই ধরনের প্রশ্ন থেকে জাতীকে উদ্ধার করেন Tongue Tongue Tongue Tongue
১৯ নভেম্বর ২০১৪ রাত ১০:২৭
229358
ইসলামের তলোয়ার লিখেছেন : চরমোনাই মরহুম দাদা হুজুর ঊনবিংশ শতাব্দির ৬০ এর দশকের আগে পড়ে হুছাইন আহমেদ মাদানী (রহঃ) রাজনৈতিক সংগঠন এর সাথে জড়তি ছিলেন। হাফেজ্জী হুজুর রাজনীতি শুরু করায় তার সংগঠনে প্রত্যাক্ষ ভাবে। বাংলাদেশে এখনো সকল প্রতিষ্ঠানে রাজনীতি নিষিদ্ধ। কি জেনারেল কি ইসলামিক। আমি একজন জেনারেল শিক্ষিত। কলেজে ভর্তি হতে গিয়ে রাজনীতি না করার শর্ত যোগ হয়েছে বারবার। তাই বলে কি তারাও রাজনীতি বিরধী? কওমী মাদ্রাসায় তো এখনো রাজনীতি বিরোধী। প্রইভেট শিক্ষাপ্রতিষ্ঠান সহ বেশিরভাগ জেনারেল শিক্ষাপ্রতিষ্ঠান সমূহে রাজনীতি নিষিদ্ধ। আর কওমী মাদ্রাসা কি প্রাইভেট কি শিক্ষা প্রতিষ্ঠান। এর তো কোন শিক্ষা সিকৃতিই নেই। তো এই প্রতিষ্ঠানের একটি আইনের উপর ভিত্তি করে কোন তোহমত কাম্য নয়।
285819
১৯ নভেম্বর ২০১৪ দুপুর ১২:২৯
ইসলামের তলোয়ার লিখেছেন : শুধু চরমোনাই কেন জামাত বিরোধী হবে?, এরা তাহলে কি?
মউদুদী জামাতের
গোমরাহি সম্পর্কে কিছু বই
. . . . . . . . . . . . . . . . . . . . . . . .
১।ভুল সংশোধন,
আল্লামা শামসুল হক
ফরীদপূরী রাহঃ
২।মওদূদীর
সাথে আমার
সাহচার্যের
ইতিবৃত্ত,
আল্লামা মনযূর
নুমানী রাহঃ
৩।উলামা মাশায়েখের
আহবান মওদূদীপন্থী জামাত
শিবির
ফিতনা থেকে সতর্ক
থাকুন,
আল্লামা শামসুদ্দীন
কাসিমী রাহঃ,
মাওঃ নূর হুসাইন
কাসিমী।
৪।সতর্কবানী,
হাফিজ্জী হুজুর
রহঃ
৫।ক)হক
বাতিলের চিরন্তন
দ্বন্দ
খ) মি'য়ারে হক্ব
গ)ইযহারে হাকীকত,আল্লামা আহমদ
শফী
৬।সত্যের
মাপকাঠি,
আল্লামা আব্দুল মতীন
শাইখে ফুলবাড়ী রহঃ
৭।ভ্রান্তির
ধুম্রজালে ইসলাম,আল্লামা মুফতী নূরুল
হক
শাইখে জকিগন্জী
৮।
ফিতনায়ে মওদূদিয়্যাত,শাই
খুল হাদীস
আল্লামা যাকারিয়া রাহঃ
৯।বাতিল
যুগে যুগে,মাওঃ ইসহাক
ফরীদী রাহঃ
১০।ইসলামের রাজনৈতিক
ব্যাখ্যা,আল্লামা আবুল
হাসান আলী নদভী রাহঃ
১১।প্রত্যয়ের আলোকে নবী ও
সাহাবী,আল্লামা ফরীদ
উদ্দীন মাসঊদ
১২।মিঃ মওদূদীর নতুন
ইসলাম , মুফতী মনসূরুল
হক
১৩।ইসলামী আকীদা ও
ভ্রান্ত
মতবাদ ,মাওলানা হেমায়েত
উদ্দিন
১৪।বিংশ
শতাব্দীর জাহিলিয়্যাত
মওদূদী ফিতনা,
প্রিস্নিপাল হাবীবুর
রহমান
১৫।
তাহরীকে জামায়েতে ইসলামী এক
তাহকীকি মুতালায়া,ডক্টর
ইসরার আহমাদ
১৬।ক)জামায়াতে ইসলামীর
গঠনতন্ত্র ও
মওদূদী আকীদার
স্বরূপ
খ)ঈমান ও আমাল
গ)মাকতূবে হিদায়াত,সায়্যিদ
হুসাইন আহমদ
মাদানী রাহঃ
১৭।সাহাবাদের
মান,আল্লামা তাহির
রাহঃ
১৮।উলামা মাশাইখের
দৃষ্টিতে মওদূদী ও
মওদূদীবাদ,আল্লামা হাকীম
আখতার রাহঃ
১৯।মওদূদীবাদের স্বরূপ
সন্ধানে,মুফতী মাহমূদ
গাংগুহী রাহঃ
২০।মওদূদী সাহেব ও
ইসলাম,মুফতী রশীদ
আহমদ
লুধীয়ানভী রাহঃ
২১।মওদূদীবাদ ও
সাহাবায়ে কিরাম ,
আল্লামা আলীমুদ্দীন
দুর্লভপূরী
২২।
মাকাকে সাহাবা ,মুফতী মুহাম্মাদ
শফী রাহঃ
২৩।
আয়নায়ে তাহরীকে মওদূদীয়ত,মুফতী মাহদী হাসান
রাহঃ
২৪।বুখারী শরীফের
বাংলা ব্যাখ্যাগ্রন্থ,
শায়খুল হাদীস আযীযুল হক
রাহঃ
২৫।তাবীর কি গালতী,খ)
দ্বীন
কি সিয়াসী তাবীর,মাওঃ ওয়াহীদুদ্দীন
খান
২৬.মওদূদীবাদের
স্বরুপ ,মাওঃ মুতীউর
রাহমান খান
২৭.ইতিহাসের কাঠগড়ায় হযরত
মুয়াবিয়া রাঃ ,আল্লামা তাকী উসমানীসহ
পাক ভারত বাংলাদেশের সকল
শীর্ষস্থানীয়
হক্কানী আলেমগন
মওদূদীয়তের
সম্পর্কে উম্মতকে সতর্ক
করেছেন,তাঁরা কিসের
দালালী করেছেন ?
১৯ নভেম্বর ২০১৪ দুপুর ০১:৪৩
229219
রিদওয়ান বিন ফয়েজ লিখেছেন : আমি জানতাম আপনি এই সহজ কথাটি মেনে নিতে পারবেন না। আবার ঐক্যের কথা বলেন Praying Praying Praying Praying Praying Praying Praying Praying
Tongue Tongue Tongue Tongue
১৯ নভেম্বর ২০১৪ রাত ১০:৩৩
229366
ইসলামের তলোয়ার লিখেছেন : মিথ্যা তোহমত মেনে নেব কেন?? আমি যে যুক্তি খন্ডন করলাম পারলে তার উত্তর দিন। কে কতটুকু ঐক্য প্রয়াসী দেখা যাবে।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File