ধর্মনিরপেক্ষ মতবাদে বিশ্বাসীরাই ধর্মহীন নাস্তিক -পীর সাহেব চরমোনাই

লিখেছেন লিখেছেন ইসলামের তলোয়ার ২০ নভেম্বর, ২০১৪, ১০:৩৯:৫০ রাত

ধর্মনিরপেক্ষ মতবাদে বিশ্বাসীরাই ধর্মহীন নাস্তিক -পীর সাহেব চরমোনাই



ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই বলেছেন, ধর্মের ব্যাপারে নিরপেক্ষ থাকা যায় না। ধর্মনিরপেক্ষ মতবাদে বিশ্বাসীরাই ধর্মহীন নাস্তিক। যারা ধর্মের ব্যাপারে নিরপেক্ষ বলে দাবিদার তারা মুসলমান নয়।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর বরিশাল জেলা নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে তিনি একথা বলেন।

তিনি বলেন, বর্তমান সরকার সংবিধান থেকে আল্লাহর ওপর ও আস্থা তুলে দিয়ে ধর্মনিরপেক্ষতা প্রতিষ্ঠিত করেছে। গণতন্ত্রের দোহাই দিলেও বর্তমান সরকার দেশে একদলীয় ব্যবস্থা কায়েম করে রেখেছে। তারা জনগণের ভোট ছাড়া ১৫৩টি আসনে বিনা ভোটে নির্বাচিত হয়েছে। ফলে সরকার উপহাসের পাত্রে পরিণত হয়েছে। দেশে সরকার আছে বলে আমরা মানতে পারছি না। সর্বত্র অশান্তি। সারাদেশে সরকারের লুটেরা বাহিনী দুর্নীতি, গুম আর মানুষ খুন করছে।

বিএনপি নেতা তারেক রহমানের বক্তব্যর সমালোচনা করে তিনি বলেন, ধর্মের ওপর ভিত্তি করে রাজনীতি হতে পারে না। অথচ আপনারাই ধর্মের দোহাই দিয়ে. ইসলামী মূল্যবোধের দোহাই দিয়ে রাজনীতি করেন। তাহলে এটা কী মুনাফেকী আচরণ নয়? ইসলামী আন্দোলন এমপি-মন্ত্রী হওয়ার জন্য রাজনীতি করে না। সহীহ ইসলামের চর্চা ও খেদমতের জন্য কাজ করে। কোনো ধোকাবাজিতে রাজী নয়।

তিনি বলেন, আওয়ামী লীগ ও বিএনপি একই রাজনৈতিক দর্শনে বিশ্বাসী। ওদের দর্শনে ইসলাম নেই। একথা প্রমাণিত হয়েছে বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের কথায়। আসলেই আওয়ামী লীগ ও বিএনপি মূদ্রার এপিঠ-ওপিঠ।

পীর সাহেব চরমোনাই বলেন, পরিশুদ্ধ ঈমান, প্রশিক্ষিত কর্মী বাহিনী ও দক্ষ নেতৃত্ব সৃষ্টি করতে পারলে আল্লাহর রহমতে ইসলামের বিজয় কোনো অপশক্তি ঠেকিয়ে রাখতে পারবে না। ৯২ ভাগ মুসলমানের দেশে ইসলাম, আল্লাহ, রাসূল সা.-কে নিয়ে কটুক্তি করবে আর তার শাস্তির আইন পাশ হবে না, তা মেনে নেয়া যায় না। স্বঘোষিত নাস্তিকদের সর্বোচ্চ শাস্তি না দিলে দেশবাসী আন্দোলন গড়ে তুলবে। প্রচলিত নোংরা রাজনীতির ফলে সামাজিক অবক্ষয় চরম আকার ধারণ করছে। খুন-খারাবী মহামারী আকার ধারণ করেছে। এমতাবস্থায় ইসলামী আদর্শের বিজয়ই এর একমাত্র সমাধান।

বিষয়: বিবিধ

১২৯৪ বার পঠিত, ১০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

286326
২০ নভেম্বর ২০১৪ রাত ১১:২৫
অনেক পথ বাকি লিখেছেন : ভালো লাগলো চর্মনাই পীরের কথাগুলি।
২১ নভেম্বর ২০১৪ বিকাল ০৪:৩৪
230049
ইসলামের তলোয়ার লিখেছেন : ধন্যবাদ, বানান টা চরমোনাই হবে।
286327
২০ নভেম্বর ২০১৪ রাত ১১:৩২
শেখের পোলা লিখেছেন : বিষু গাড়োয়ানের গরুর গাড়ির চাকা কাদায় বসে গেছেে৷ হাজার চেষ্টা করেও গরু দুটি গাড়ি টেনে তুলতে পারছেনা৷৷ বিষু ভগবান ভক্ত৷ রাস্তার পাশে বসে ভগবানকে ডাকছে আর কান্নাকাটি করছে যাতে ভগবান তার গাড়িটা ডাঙ্গায় তুলে দেয়৷ বেলা গড়িয়ে যায়, গাড়ি আর ওঠে না৷ ঐ পথে এক পণ্ডিত যাচ্ছিলেন, অবস্থা দেখে বিষুকে বললেন, নিজে কাদায় নেমে চাকায় কাঁধ বাধিয়ে ঠেলো আর ভগবানকে ডাকো, তবেই গাড়ি উঠবে৷
ইসলামও কাদায় পড়েছে৷ ওয়াজ নসিহতেই শুধু উঠবেনা৷ কাদায় নেমে চাকা ঠেলতে হবে, আর সেটাই জেহাদ, তবেই তাগুত হঠবে৷ ইসলাম কায়েম হবে৷
২১ নভেম্বর ২০১৪ সকাল ০৮:৫২
229858
ইসলামী দুনিয়া লিখেছেন : একমত পোষন করছি।
২১ নভেম্বর ২০১৪ বিকাল ০৪:৩৬
230051
ইসলামের তলোয়ার লিখেছেন : একমত আমিও, তবে উদাহরণ টা বিষু ভগবানের সাথে না দিয়ে অন্য উপায়ে দিলে ভাল হত।
২১ নভেম্বর ২০১৪ রাত ১১:০৪
230159
শেখের পোলা লিখেছেন : ছোটকালে বইয়ে পড়া গল্প৷ তাই আসলটাই সংক্ষেপে তুলে দিয়েছি৷দুঃখিত৷
২২ নভেম্বর ২০১৪ রাত ০৯:১২
230419
ইসলামের তলোয়ার লিখেছেন : তবে ভাই দূর থেকে অনেক কিছুই যাচাই করা যায় না। চরমোনাই এর হযরত সকল বাতেল ও তাগুতি শক্তির বিরুদ্ধে ময়দানে আছেন এবং আমরা ও আছি, সামনে থাকব ইনশাআল্লাহ। তাই চরমোনাই মাহফিল সহ আমাদের সভা সমাবেশ গুলিতে আপনাকে আন্তরিক দাওয়াত রইল।
২২ নভেম্বর ২০১৪ রাত ০৯:৩৩
230428
শেখের পোলা লিখেছেন : ময়দানে আরও যারা আছে তাদের নিজের কোলে ডাকুন অথবা নিজেই তাদের দলে শামিল হোন৷ তবেই বুঝব উনি আসল ময়দানেই আছেন৷
২২ নভেম্বর ২০১৪ রাত ০৯:৩৪
230429
শেখের পোলা লিখেছেন : ময়দানে আরও যারা আছে তাদের নিজের কোলে ডাকুন অথবা নিজেই তাদের দলে শামিল হোন৷ তবেই বুঝব উনি আসল ময়দানেই আছেন৷
২৩ নভেম্বর ২০১৪ সকাল ১১:৪৫
230621
ইসলামের তলোয়ার লিখেছেন : ময়দানকে যে বুঝে তারও আসা উচিৎ কি? আমরা সবাইকে ডাকি, আমরা ঐক্য চাই শুধুমাত্র ইসলামের জন্য। নো হাসিনা নো খালেদা। এই লিংটি আপনার জন্য- https://www.facebook.com/video.php?v=584004275062144&set=vb.405120476283859&type=3&theater;

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File