আমরা কোথায় বসবাস করি??

লিখেছেন লিখেছেন ইসলামের তলোয়ার ২০ নভেম্বর, ২০১৪, ০৩:২১:৫৯ রাত



জয়বাংলা না বললে এদেশে থাকতে দেওয়া হবে না: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

একবার হলেও জয়বাংলা; জয়বঙ্গবন্ধু বলতে হবে। তা না হলে এদেশে থাকতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী অ্যাডভোকেট প্রমোদ মানকিন।

তিনি মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে বঙ্গবন্ধু জয়বাংলা লীগ আয়োজিত ‘স্বাধীন রাষ্ট্র গঠনে বঙ্গবন্ধুর অবদান’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ হুঁশিয়ারি দেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল উল্লাহ (সা.) বলার কারণে মৃত্যুর পরও এক ব্যক্তির মুখমণ্ডল পচেনি। তাই বিরোধী দলকে বলব- একবার হলেও বঙ্গবন্ধু বলুন, জয়বাংলা বলুন।- (নাউজুবিল্লাহ- কালিমার সাথে তুলনার এহেন দৃষ্টতা!!)

না হলে কেউ দেশে থাকতে পারবেন না। সবাইকে বাংলাদেশ ছাড়তে হবে।’

তিনি বলেন, ‘যারা জয়বাংলা বলতে পারছেন না, এখনো জিন্দাবাদের মধ্যে আছেন, তাদের জন্য এটা দুর্ভাগ্য। অন্তত একবার জয় বাংলা বলুন, জিন্দাবাদ ছাড়ুন।’

‘যারা আজকে জয়বাংলা; জয়বঙ্গবন্ধু বলছেন না। তাদের সবাইকেই একদিন এটা বলতে হবে। কারণ তাদের জয়বাংলা; জয়বঙ্গবন্ধু বলতে বাধ্য করা হবে। তা না হলে তারা এদেশে থাকতে পারবে না।’

‘এই দেশ থাকবে, জয়বাংলা থাকবে। এখানে জিন্দাবাদের কোনো স্থান নেই। একদিন জিন্দাবাদ বিদেয় হবেই, হবে।’

‘আজ ইসলাম ধর্মের ভিত্তিতে দেশ চললে আমি মন্ত্রী হতে পারতাম না। এখানে আসতে পারতাম না। আপনারাও এখানে আসতে পারতেন না।’

‘বঙ্গবন্ধু বাংলাদেশের জন্ম দিয়েছেন। আর তার কন্যা শেখ হাসিনা দেশ গড়ছেন, যা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও স্বীকার করে নিয়েছেন।

এই কথাগুলো মন্ত্রী বলল, আমি কি বলব বুঝতে পারছি না। যা বলতে চাই তা গতকাল মাহমুদুর রহমান মান্না ভাই বাংলাদেশ প্রতিদিনে বিশাল এক কলামে অল্প কিছু লিখছেন- আমি ও কপি পেষ্ট করছি তার লেখা।- ভাবছি শুধু-আমরা কোথায় বসবাস করি?? http://www.bdmonitor.net/blog/blogdetail/detail/10353/IslamerTolowar/57320

বিষয়: বিবিধ

১১৬১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File