আল্লাহর একত্ববাদের এক বিপ্লবী ঘোষণার নামই আযান
লিখেছেন লিখেছেন নব জগতের খুজে ১৯ নভেম্বর, ২০১৪, ১২:১৮:৪৪ রাত
আল্লাহু আকবর ধ্বনিতে মোর মনটা ছুয়ে যায় ,
এই ধ্বনিতেই হৃদয়ে মোর শান্তির পরশ বয়ে যায়।
আশহাদু আল্লা ...ইলাহা ইল্লাল্লাহুর ধ্বনিতে,
আল্লাহ তাআলার একত্ববাদের ঘোষণা ওঠে।
আশহাদু আন্না মুহাম্মদুর রাসুলুল্লাহর টানে ,
রিসালাতের ঘোষণা দিই হাবীবে খোদার শানে।
মুয়াজ্জিন ডাক দিয়ে যায় হাইয়া আলাসসালাহর সুরে ,
তবুও কেন যাওগো তুমি নামাজ হতে দুরে।
মুয়াজ্জিন ডাক দিয়ে যায় হাইয়া আলাল ফালাহর সুরে ,
মসজিদে ভাই যাওনা কেন কল্যাণেরই তরে।
ভোরের হাওয়ায় ভেসে আসে আসসালাতু হাইরুম মিনান নাওম ,
জেগে ওঠ ছেড়ে দিয়ে অলসতার ঘুম।
প্রভুর প্রেমে আল্লাহু আকবর ধ্বনি তুলে মুয়াজ্জিন ভাই ,
তারই কণ্ঠে ভেসে আসে আল্লাহ ছাড়া কোন ইলাহ নাই।
M.N.U.JISAN
বিষয়: বিবিধ
১১২৮ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন