ম্যাসেজ বিড়ম্বনা
লিখেছেন লিখেছেন হোসাইন আহমাদ ০৬ ডিসেম্বর, ২০১৪, ১১:৫১:০৬ সকাল
ম্যাসেজ একটি উপকারী অপশন। যা মোবাইল কোম্পানীগুলো কাস্টমারদেরকে দিয়ে থাকে। কম খরচে সংক্ষিপ্ত ম্যাসেজের মাধ্যমে প্রয়োজনীয় তথ্য/সংবাদ অন্যকে জানানো যায়। ম্যাসেজের জন্য মোবাইলে একটি নির্দিষ্ট পরিমান জায়গা নির্ধারিত থাকে। উক্ত পরিমান পূরন হয়ে গেলে আর নতুন ম্যাসেজ ঢুকে না। ছাত্র-ছাত্রী ও যুবক শ্রেণী ছাড়া অন্যরা তেমন একটা ম্যাসেজ অপশন ব্যবহার করেন না। ম্যাসেজ আসলে মোবাইলে একটি সংকেত দেয়। এখন কথা হলো, বর্তমানে মোবাইল কোম্পানীগুলোই দরকারের চেয়ে বেদরকারী ম্যাসেজ দিয়ে সারাক্ষণ বিরক্ত করছে। দৈনিক ৮/১০ টা ম্যাসেজ-এই অফার-সেই অফার, কোনটাই ফ্রি না, না বুঝে একটিভ/রিপ্লাই করবেন তো একাউন্ট থেকে ব্যালেন্স হাওয়া হতে থাকবে। অধিকাংশ লোক হয়তো ম্যাসেজ আসলে আওয়াজ শুনে মোবাইলটা বের করে ম্যাসেজটা পড়েন আর বিরক্তি প্রকাশ করে ম্যাসেজটা ডিলিট করে দেন। এই বিরক্তি থেকে বাঁচার কোন পথ কি কারো জানা আছে? থাকলে জানাবেন, যেন মোবাইল কোম্পানীগুলোর অফারের ফাঁদ থেকে বাঁচতে পারি। এর পর আছে সরাসরি কল, হঠাৎ মোবাইলটা বেজে উঠল, ডিসপ্লে সব সময় দেখা হয় না। সরাসরি রিসিভ করলাম, কিছুক্ষণ গান শোনা-বা কিছু ডায়ালগ, তার পর এই সার্ভিসটি যদি পেতে চান, এই করুন সেই করুন। করলেন তো মরলেন, কোম্পানীর জ্বীনগুলো প্রিতিনিয়ত আপনার ব্যালেন্স শুন্য করতে থাকবে। ওরা আবার রাত-বিরাতও বুঝে না। মাঝে মধ্যে গভীর ঘুমেরও ব্যাঘাত করে ছাড়ে। এসব বিড়ম্বনা থেকে বাঁচার কোন উপায় থাকলে কমেন্ট করুন।
বিষয়: বিবিধ
১০১২ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন