বিয়ে নিয়ে ইয়েঃ ২

লিখেছেন লিখেছেন মুসা বিন মোস্তফা ০৯ নভেম্বর, ২০১৫, ১০:১৫:৫২ রাত

মেয়ের বাবা: দেখ তোমার ইনকাম নাই। যা আছে খুবই স্বল্প। এতে চলতে কষ্ট হবে। আগে ভালো কোন জব করো। মান্থলি নূন্যতন এতো টাকা আর্ন করো। তারপর আমার মেয়েকে বে'র চিন্তা করো।

আবিয়াত্তা : একটা গল্প শুনাই Happy। এক বেকার ছেলে একদা কোন একটা চাকুরীর জন্য দ্বারে দ্বারে ঘুরতেছিল। তার স্কিল অনেক কম হওয়ায় কেউ চাকুরী দিচ্ছিল না। ছেলেটি কঠোর পরিশ্রম করে কোন নিদ্রিষ্ট বিষয়ে তার স্কিল অনেক ভালো মানের করে ফেললো। নাম কুড়ালো। অনেক অফার আসতে থাকলো। যে প্রতিষ্ঠান গুলোতে আগে সে চাকুরীর জন্য ফেরত দিয়েছিল তারা তাকে বিভিন্ন অফার দিতে চাইলো। এমতবস্থায় সে কি করবে?

অবশ্যই সকল কোম্পানীর অফারকে একটা অপরটার সাথে কম্পেয়ার করবে। নিজের সুবিধাগুলো ভালো করে নজর দিয়ে যেটাকে পছন্দ হয় সেই কোম্পানীর অফারকে গ্রহন করবে। তাই নয় কি?

এবার আসুন সেম গল্পের ব্যাপারটা বিয়ের ক্ষেত্রে। আজ রিক্তহস্ত তাই বিয়ে দিতে চাচ্ছেন না। যখন আমি হিউজ পরিমান আর্ন করবো তখন আপনার মতো মেয়ের বাবারা বিভিন্ন অফার করবে। এতো অফারের মধ্যে আমার কাছে সব থেকে ভালো যেটা লাগবে অবশ্যই সেটাই গ্রহন করবো । সেক্ষেত্রে আপনার জামাই হওয়ার সম্ভাবনা কম Wave :-

Unlucky Unlucky

বিষয়: বিবিধ

১৩৯২ বার পঠিত, ১৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

349144
০৯ নভেম্বর ২০১৫ রাত ১০:৩৪
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : হাহাহাহাহা... দারুণ তো। আগে নিজেকে যোগ্য করে গড়ে তুলতে হবে, এটাই তো কথা!
০৯ নভেম্বর ২০১৫ রাত ১০:৩৬
289790
মুসা বিন মোস্তফা লিখেছেন : Good Luck Good Luck Good Luck
349148
০৯ নভেম্বর ২০১৫ রাত ১০:৪৪
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : কিন্তু যদি উল্টা হয়!
০৯ নভেম্বর ২০১৫ রাত ১১:৫০
289794
মুসা বিন মোস্তফা লিখেছেন : কারন ছাড়া উল্টা হবে কেন ? Surprised
349169
১০ নভেম্বর ২০১৫ রাত ০২:০৮
শেখের পোলা লিখেছেন : যোগ্যতার সনদ কোথায় পাওয়া যায় আর কিসে হয় যোগ্যতা৷ সবারকি যোগ্যতা সমান? জানা নাই৷
১০ নভেম্বর ২০১৫ রাত ০৯:৪৯
289903
মুসা বিন মোস্তফা লিখেছেন : এর উত্তর অনেক খুজেও পাইনি Rolling on the Floor Rolling on the Floor
349179
১০ নভেম্বর ২০১৫ রাত ০৩:০৭
সাদিয়া মুকিম লিখেছেন : আসসালামুআ'লাইকুম।

বাস্তব কথাই তুলে ধরেছেন! কঠিন বাস্তবতা!

শুকরিয়া!

১০ নভেম্বর ২০১৫ রাত ০৯:৪৯
289902
মুসা বিন মোস্তফা লিখেছেন : ওয়া আলাইকুম আচ্ছালাম । Good Luck
349187
১০ নভেম্বর ২০১৫ রাত ০৪:৩৭
দ্য স্লেভ লিখেছেন : অত চিন্তা না করে বিয়ে করে ফেলতে হবে। যাদের মেয়ে দিতে সমস্যা নেই তাদের দিকে যেতে হবে
১০ নভেম্বর ২০১৫ রাত ০৯:৪৮
289901
মুসা বিন মোস্তফা লিখেছেন : হ্যা । আমিও তাই ভাবছি :Thinking
349196
১০ নভেম্বর ২০১৫ সকাল ০৯:২৪
কাহাফ লিখেছেন :
'বিয়া কইরা খাওয়াইবা কী?'
পূর্ব থেকেই নির্ধারিত হওয়া সত্বেও হবু শ্বাশুরীর প্রশ্ন ছিল এমন!
সময়ের পরিবর্তনে আর্থিক ভাবে একটু সচ্ছল হয়ে গিয়ে ছিল'ছেলে'দের থেকে!
হায়রে অর্থ!!!
১০ নভেম্বর ২০১৫ রাত ০৯:৪৮
289900
মুসা বিন মোস্তফা লিখেছেন : উত্তর দিতেনঃ আপনার মেয়ে কি খায় ? Happy Happy হাতি ঘোড়া নাকি ? :Thinking
349207
১০ নভেম্বর ২০১৫ সকাল ১১:২৩
হতভাগা লিখেছেন : আপনি আর্ন করতে করতে ততদিনে উনারা উনাদের মেয়েকে NASA ওয়ালার সাথে বিয়ে দিয়ে দেবে

১০ নভেম্বর ২০১৫ রাত ০৯:৪৭
289899
মুসা বিন মোস্তফা লিখেছেন : Worried Worried Worried দিক ।তাদের মেয়ে লাগবে না Winking)
349224
১০ নভেম্বর ২০১৫ দুপুর ১২:৩৮
সত্যের বিজয় লিখেছেন : ভাল লাগল। অনেকটাই বাস্তব
১০ নভেম্বর ২০১৫ রাত ০৯:৪৭
289898
মুসা বিন মোস্তফা লিখেছেন : ধন্যবাদ
349251
১০ নভেম্বর ২০১৫ দুপুর ০৩:২৬
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : সুন্দর পোষ্ট শেয়ার করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ ।
১০ নভেম্বর ২০১৫ রাত ০৯:৪৭
289897
মুসা বিন মোস্তফা লিখেছেন : স্বাগতম

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File