বিয়ে নিয়ে ইয়েঃ ২
লিখেছেন লিখেছেন মুসা বিন মোস্তফা ০৯ নভেম্বর, ২০১৫, ১০:১৫:৫২ রাত
মেয়ের বাবা: দেখ তোমার ইনকাম নাই। যা আছে খুবই স্বল্প। এতে চলতে কষ্ট হবে। আগে ভালো কোন জব করো। মান্থলি নূন্যতন এতো টাকা আর্ন করো। তারপর আমার মেয়েকে বে'র চিন্তা করো।
আবিয়াত্তা : একটা গল্প শুনাই । এক বেকার ছেলে একদা কোন একটা চাকুরীর জন্য দ্বারে দ্বারে ঘুরতেছিল। তার স্কিল অনেক কম হওয়ায় কেউ চাকুরী দিচ্ছিল না। ছেলেটি কঠোর পরিশ্রম করে কোন নিদ্রিষ্ট বিষয়ে তার স্কিল অনেক ভালো মানের করে ফেললো। নাম কুড়ালো। অনেক অফার আসতে থাকলো। যে প্রতিষ্ঠান গুলোতে আগে সে চাকুরীর জন্য ফেরত দিয়েছিল তারা তাকে বিভিন্ন অফার দিতে চাইলো। এমতবস্থায় সে কি করবে?
অবশ্যই সকল কোম্পানীর অফারকে একটা অপরটার সাথে কম্পেয়ার করবে। নিজের সুবিধাগুলো ভালো করে নজর দিয়ে যেটাকে পছন্দ হয় সেই কোম্পানীর অফারকে গ্রহন করবে। তাই নয় কি?
এবার আসুন সেম গল্পের ব্যাপারটা বিয়ের ক্ষেত্রে। আজ রিক্তহস্ত তাই বিয়ে দিতে চাচ্ছেন না। যখন আমি হিউজ পরিমান আর্ন করবো তখন আপনার মতো মেয়ের বাবারা বিভিন্ন অফার করবে। এতো অফারের মধ্যে আমার কাছে সব থেকে ভালো যেটা লাগবে অবশ্যই সেটাই গ্রহন করবো । সেক্ষেত্রে আপনার জামাই হওয়ার সম্ভাবনা কম :-
বিষয়: বিবিধ
১৩৯২ বার পঠিত, ১৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
বাস্তব কথাই তুলে ধরেছেন! কঠিন বাস্তবতা!
শুকরিয়া!
'বিয়া কইরা খাওয়াইবা কী?'
পূর্ব থেকেই নির্ধারিত হওয়া সত্বেও হবু শ্বাশুরীর প্রশ্ন ছিল এমন!
সময়ের পরিবর্তনে আর্থিক ভাবে একটু সচ্ছল হয়ে গিয়ে ছিল'ছেলে'দের থেকে!
হায়রে অর্থ!!!
মন্তব্য করতে লগইন করুন