১৮- দের প্রেম প্রেম খেলা কিছু ভাবনা ১ম কিস্তি
লিখেছেন লিখেছেন মুসা বিন মোস্তফা ১৪ সেপ্টেম্বর, ২০১৫, ০৬:৫৫:২২ সন্ধ্যা
কানে হেড ফোন ও হাতে আইফোন
প্রেমের আহ্বান (প্রচ্ছন্ন যৌনতা) ছাড়া গান আছে কতো পার্সেন্ট ? ৫ ? আমার ধারনা মতে ৫% গানও নেই যার কথাগুলো প্রেম ছাড়া অন্য কিছু আছে । হ্যা ৫% ও নেই ।
কানে হেড ফোন আর হাতে আইফোন দিয়ে ১২-১৩ বছরের পুলাপাদের মধ্যে ১% ও এইসব গান ছাড়া শোনেনা । কি শুনবে ? ভাটিয়ালী ? :p আছেই বা কি শোনার ? ম্যাইকেল ,জাস্টিন বিবার , হিন্দি আর বাংলা । এই সকল গান ছাড়া তাহাদের মোবাইলে অন্য গান কম চলে ।
বিলবোর্ড ও পোস্টারে নগ্নতা
বিলবোর্ডে হাইব্রীড পিকচার,গরুর দুধের বিজ্ঞাপনেও কিশোরীকে বাকা হয়ে দেখিয়ে দিতে হয় ইহা খাটি দুধ,সিনেমার পোস্টারের কথা আর কি বলবো ! উহা তো পর্ন মুভির পোস্টারের চেয়েও আশ্লীল । এই তো রমজানের শেষ দিকে অগ্নি২ এর পোস্টার দিয়ে রাস্তা ভরিয়ে ফেলা হলো । আচ্ছা সেটাতে মাহির বুকের উদ্ধাংশ না দেখালে কি হতো ? সেদিন রাস্তায় বেশ কিছু পোস্টার নজরে এলো । মনে হচ্ছিল ইহা পর্ন মুভি ।
পোস্টার গুলোর দিকে চোখ দিতে চাইবেন না কিন্তু রাস্তায় চলার পথে চোখ যাবেই । গাড়িতে,দেওয়ালে,গাছের সাথে বেধে আপনাকে সেই অশ্লীল দৃশ্য গেলাতে বাধ্য করা হচ্ছে । নিস্তার কি ?
কখনো এরকম কোন পোস্টার নজরে আসলে প্রথমেই ভাবনা আসে এই যে পোস্টারে অর্ধ নগ্ন তরুনীরা । এদের মা-বাবা,ভাই-বোন তো আছে নাকি ? আত্নীয় স্বজন আছে । তাদের নজরে তো অবশ্যই যায় ? তাদের অনুভূতি কি যে তাদের মেয়ে ন্যাংটো অবস্থায় পোস্টার ছাপানো হচ্ছে আর ক্ষুধার্ত শার্ধুলেরা তা চোখ দিয়ে চেটে পুটে খাচ্ছে ? তারা কি অনুভূতিহীন ? খুব জানতে ইচ্ছে করে তাদের অনুভুতিটা কি ।
প্রেম প্রেম খেলা ও "আমার ছেলে/মেয়েটি এখনো ছোট" মন্তব্য
রেফারেন্স দিলে অনেক দেওয়া যাবে শুধু দু একটা দেই । হবিগঞ্জের রাহুলের কথা মনে আছে ? হ্যা সেই বখাটে (?) রাহুলের কথায় বলছি । যে আচ্ছামত চর থাপড়ানি দিয়ে দুর্নাম (আমি তাকে সাধুবাদ জানিয়েছি) অর্জন করেছিল ? মনে থাকার কথা । আহা ৬ষ্ট শ্রেনীতে পড়া অবস্থায় ৫ম শ্রেনীর ছাত্রির সাথে প্রেম ! (৮ম শ্রেণীর আগেই আগেই প্রেমের অভিজ্ঞতা হয় আমাদের সমাজের অধিকাংশের । এদের মধ্যে চিপায় যাওয়া কাপলের সংখ্যা অধিকাংশ) । মজার ব্যাপার তাই না ? যে ছেলে মেয়েটিকে আমরা দুধের বাচ্ছা বলি তারাই কিনা প্রেমে পড়ে গেলো একে অপরের ! আচ্ছা যাক প্রেমে পরার পর রাহুলের ফ্যামেলি তাকে ট্রান্সফার করে আনলো । সে জানালো আর সম্পর্ক রাখবে না। আচ্ছা এই ১০-১২ বছরের পুলাপান প্রেমের বুঝেটা কি ? আপনার মনে এটি চিন্তার যথেস্ত কারন হওয়া উচিত ছিল । যাক এবিষয়ে পরে আসছি । এবং সেটাই হলো । কিন্তু প্রেম কি বাধা মানে ? প্রেমিকা ছুটে এলো প্রয়জনীয় ব্যাগ লাগেজ নিয়ে । জান তোমায় ছাড়া আর বাচবো না তাই এলাম আমায় আপন করে নাও :'( :p আবস্থা তাই । এত্তো পিচ্চি একটা মেয়ে প্রেম করে ঘর বাধতে চায় । সব কিছু নিয়ে এসেছে আরেক নাবালক প্রেমিকের কাছে । ভাবা যায় ????? এখানেও আছে শিক্ষা , যাদের ছোট ভাই বোন আছে,ছেলে মেয়ে আছে তারা খুজে নিবেন শিক্ষাটা কি । ছেলে বললো না এটা সম্ভব নয় ! ছেলেরা পুরুষ টাইপের কিনা :/ "বিয়ের পরে বউকে কি খাওয়াবা ? " জন্মের পর থেকেই ছেলেরা এই সবক শিখে । তাই বলিল ইহা হবে না । মেয়ে চলে গেল আবার মুচকী হাসির বিনিময়ে জুটে নিলো আরেকটা প্রেমিকা । মজার ব্যাপার তাই না ? টিন এজ মেয়েরা তাদের মুচকী হাসী নিয়ে খুবই গর্ব করে । কারন, তাদের এই মুচকী হাসটি দিয়ে ক্লাশের সেরা ছাত্রটার ও মাথা নষ্ট করে দিতে পারে ।
যাই হোক পরবর্তী ঘটনা আপনারা জানেন । ওখান থেকে রাষ্ট্রব্যবস্থার ,আইনের আর মিডিয়ার প্রতি নাখোশ হওয়া ছাড়া আর শিক্ষা নেই । তাই বললাম না ।
এবার আসি আরেকটা ঘটনা । আপনাদের নিশ্চয় মনে আছে মগবাজারের প্রভাতী উচ্চ বিদ্যানিকেতনের দশম শ্রেণীর ছাত্র এহসানের কথা ? এহসানুল হক । ১৬ বছর বয়স ছিল তার ? মনে হয়তোবা নেই । কারন প্রতিদিনের নিউজে খুন ধর্ষনের পাহাড় জমে যায় আর কয়টায় মনে রাখবেন ?
ঘটনা টা জানুয়ারি ২০১৪ এর । একই স্কুলের একই শ্রেণীর এক মেয়ের সাথে তার রিলেশন । মেয়েটির বিয়ে ঠিক হয়ে যাবার পর দুজন একত্রে হাতিরঝিল রেলিঙের উপর থেকে লাফিয়ে পড়ে । ছেলেটি মারা যাই আর মেয়েটি রশি ধরে উঠে আসে । ঘটনা এখানেই শেষ । হ্যা শেষ তবে ছেলেটির মায়ের একটি কথা যথেষ্ট ভাবিয়ে তুলবে । মা শাহানাজ আক্তার জানান, ছেলের সঙ্গে এক সহপাঠীর সম্পর্কের কথা জানতেন। কিন্তু তারা এ রকম কিছু করবে, তা বুঝতে পারেননি। :/
কিছু শিক্ষাঃ
* সবাই জানে ,তবে না জানার ভাব ধরে অর্থাৎ ইহা ইউনিভার্সাল হিডেন ট্রুথ ।
* সব বাবা মায়ের কাছেই তার সন্তান চিরকালই ছোট খোকা । মেয়ে একটু বড় হলে টেনশন করে আর ছেলের ব্যাপারে পুরাই লাগাম ছাড়া ! মেয়ে ক্লাশ ৬-৭ এ পড়ে বলে তার ব্যাপারে কখোনই ভালোভাবে নজর দেওয়া হয় না সে কি করে ! আদুরে মেয়ের জেদে হাতে আইফোন দেওয়া হলেও কখনো চেক করা হয় না সে অই ডিভাইস দিয়ে কি করে ! আগেই বলেছি ইহা সবাই জানেন , স্বীকার করেন তবেই ইনিয়ে বিনিয়ে । হয়ত লজ্জা বাধা হয়ে দাঁড়ায় স্বীকারের ক্ষেত্রে । ফেসবুকে কোন এক আপু কোন এক ভাইয়ের বিয়ের ব্যাপারে পোস্ট বলেছিলেন, তাই বলে কি আমার সিক্সে পড়ুয়া মেয়েকে বিয়ে দিবো ? কেনো আপু আপনার সিক্সে পড়ুয়া মেয়ে প্রেম করতে পারে, স্কুল পালিয়ে বয়ফ্রেন্ডকে নিয়ে পার্কে যেতে পারে, মধুর মধুর ১৮+ চ্যাট করতে পারে, ফ্যামেলি থেকে পালিয়ে ব্যাগ ল্যাগেজ নিয়ে বয়ফ্রেন্ডের কাছে যেতে পারে আর আপনি শুধু বিয়ে দিতে পারেন না !!!![দয়া করে কেউ ভাববেন না আপনার বোন বা মেয়ে সিক্সে পড়া মানে তাকেই বিয়ে দিতে হবে*শুধুমাত্র কথাটির জবাব দিলাম আরকি :D ] রাহুল আর ৫ম শ্রেনীতে পড়ুয়া প্রেমিকার কাছ থেকে শিক্ষা নিতে বলেছিলাম ।
* এখন অনেকে সেই বোনের মতোই বলবেন, তবে কি আমরা আমাদের মেয়েদের সিক্সে পড়া অবস্থায় বিয়ে দিবো ?
কথা স্পস্ট, যে বালেগ হবে, যৌনতার চাহিদা যদি তার মধ্যে সৃষ্টি হয়, সে বিয়ে এবং সন্তান ধারনের উপযুক্ত । সন্তান ধারনের ব্যাপারে হয়তোবা প্রশ্ন করবেন । তার আগেই বলে দেই প্রগনেনসি একটা এক্সত্রিম ফিজিওলজিকাল কন্ডিশন, এটা সকল বয়সের মেয়েদের জন্যই আনসেইফ এবং একটা জীবনের ঝুকি!! এর অনেকটা সেইফটি নির্ভর করে শরীরের সাইজের উপরে বয়সের নয়। ধরেন একটা ১২-১৩ বছরের মেয়ের শরীরের গড়ন যদি উপযুক্ত হয়, আই মিন ওর সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্তীক যদি পূর্নতা পায়, উচ্চতা যদি সাড়ে চার ফুট বা পাঁচ ফুট হয়, তাহলে তার তুলনায় একজন ২৫ বছরের মেয়ে যার উচ্চতা ৪ ফুট বা তারচেয়ে কম তার প্রেগনেনসি অনেক অনেক বেশী রিস্কি।
একটা হাদিস পেলাম,
The Prophet sallallahu alaihe wasallam commanded regarding children, " If they neglect salaah at the age of seven, then reprimand them, at the age of nine separate their beds (do not let two of them sleep in the same bed) and at the age of seventeen get them married. Once the father has carried this out he should place his child before him and say, ‘ May Allah not make you a cause for my testing and trial." -(Al-Ifsah Ibn Hajr Haithami)
* এবার নিশ্চয় আসবেন আইনের ভেজাল নিয়ে । আগেই বলেছি ইহা ইউনিভার্সাল হিডেন ট্রুথ । আবদ্ধ দেওয়ালের অপাশের কালো কুর্তা পড়া লোকেরাও জানে তাহাদের কাজ সত্যকে মিথ্যা বানানর স্বাক্ষ্য দেওয়া আর মিথ্যাকে সত্য বলা । সো এদের থেকে দূরে থাকুন । আপনি বিয়ে ছাড়াই কোন মেয়েকে নিয়ে রাত কাটান আইন আপনারে কিচ্ছু বলবে না আরে ভাই বিয়ে করেই কাটান সমস্যা নাই । তবুও কিছু বলবে না ।
বঙ্গবন্ধুর স্বপ্নকে , তার জীবনের শিক্ষাকে গ্রহন করার জন্য আমাদের সরকার অনেক কর্মই করিয়াছে । কিন্তু বিয়ের বয়সটা ফিক্সড করে দিয়ে ( প্রচ্ছন্নভাবে) বঙ্গবন্ধুকে অপমান করেছেন । কিভাবে ? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৮ বছর বয়সে বিয়ে করেন । আর তখন বেগম ফজিলাতুন্নেসার বয়স ৮ বছর । ১৭ই মার্চ ১৯২০ সালে বঙ্গবন্ধুর জন্ম । বিয়ে আঠারো বছর বয়সে অর্থাৎ ১৯৩৮ সালে । বেগম ফজিলাতুন্নেসার জন্ম ৮ ই আগস্ট ১৯৩০ । মানে ৮ বছরেই বিয়ে ।
আচ্ছা যাই হোক বিষয়গুলো নিয়ে ভাবনার পাশাপাশি এটা মাথায় রাখবেন আমি আবিয়াত্তা । এবং শীগ্রই বিয়াইত্তা ক্লাবে প্রবেশ করতে চাই । সুতরাং আন্তরিক ভাবে সাহায্য করবেন এই আশা করি ।
পুর্বে প্রকাশঃ http://musaweb.cf/post/49
বিষয়: বিবিধ
২৩৪৪ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
তবে কথা হচ্ছে আগে নিজে বিয়া করেন!!
মন্তব্য করতে লগইন করুন