স্মৃতিচারন

লিখেছেন লিখেছেন মুসা বিন মোস্তফা ২৫ মে, ২০১৫, ০২:৩৯:৪৩ দুপুর

সিরিজ বইগুলোর মধ্য জীবনের প্রথম পড়া বই হলো সাইমুম ২৪।জারের গুপ্তধন ।সেই বারো বছর বয়সের কথা । পরের বই টা হলো ওয়েস্ট্রার্ন এর কূটচাল। তারপর একে একে মাসুদ রানা ,দস্যু বনহুর ,ক্রসেড ,অপারেশন ,কুয়াশা ,তিন গোয়েন্দা । সেই শুরু আজও চলছেই ।

বাসা থেকে সাড়ে তিনশ কিলো দূরে আমার আপুর বাসায় এসেছিলাম একা একা । ছোট ছিলাম ।সবেমাত্র ১৩ সাড়ে তেরো বছর বয়স ।সেখান থেকে প্রায় ৫০ কিলো দূরে নীলক্ষেত । রাস্তা চিনিনা । গুলিস্তানে আগে একবার এসেছিলাম ।

বইয়ের প্রতি অদম্য ইচ্ছাই চলে এসেছি গুলিস্তান । বই পাওয়া যায় কোথায় তা জানি না ।নীলক্ষেতের কথা জানতাম ।এক ট্রাফিক কে জিজ্ঞেস করতে রাস্তা দেখে দিলো । হেটেই খানিক দূর গেলাম ।সেবার কোন রাস্তা দিয়ে গেছি আজো বুঝতে পারি না ।অবশেষে ২৫ টাকা রিক্সা ভাড়া দিয়ে পৌছুলাম । গিয়ে দেখি সব দোকান বন্ধ cry emoticon ফুটপাতের কিছু দোকান খোলা । খুজতে লাগলাম । এক দোকানে পেলাম সাইমুমের পাঁচটা । আরেক দোকানে অপারেশনের ২ টা । আরেক দোকান থেকে দশটার মতো তিনগোয়েন্দা । ওয়ের্স্ট্রান ,মাসুদ রানাও পেলাম কিছু । প্রায় সাতশ টাকার বই নিয়ে ফিরলাম আপুর বাসায় ।

মাসুদ রানার সবগুলোই ভালো লাগে তবে বহুগামীতাটা ভালো লাগে না । একজন নায়কের প্রেমে অনেক নায়িকা পড়তে পারে কিন্তু সবাইকে বেডে নিতে হবে এই ব্যাপারটা ভালো লাগতো না । তাই পরবর্তীতে এটা ছেড়ে দিয়েছি ।

তিনগোয়েন্দার গুলো এখনও ভালো লাগে ।বাসায় আমার জন্য নয়া দিগন্ত নিতো । নিত্যদিন পাতায় সপ্তাহে পাঁচটি খন্ডে তিন গোয়েন্দা থাকতো এই লোভে ।

সাইমুমটাও ভালোই লাগে । তবে অপারেশন সিরিজটি আরো মজা পেয়েছিলাম ।

ক্রুসেড সিরিজিরের লোভে মাসিক আর্দশ নারী কিনতাম । যেটাতে খন্ডাকারে থাকতো ।এটি আমার জীবনের শ্রেষ্ঠ সিরিজই বলা যায় ।সবথেকে বেশি ভালো লেগেছে এটি ।পরবর্তীতে ইতিহাস বিষয়ক ঐতিহাসিক উপন্যাসের লোভে পরি ।নসীম হেযাযী ,আলতামাস ,শফিউদ্দিন সরদার,আতা সরকার ,সাদেক হুসাইনের উপোন্যাসগুলো যেখানেই পাই সেখানেই পড়ি এই অবস্থা ।

ওয়ের্স্ট্রান সিরিজের বইগুলোও খুব ভালো লাগে । প্রচন্ড রোদ গরম ,মরুভূমি ,প্রতিটি মূহুর্তে মৃত্যুর হাতছানি ,বেঁচে থাকার সংগ্রাম ।উফ অসাধারন । হয়তোবা রেড ইন্ডিয়ান কিংবা এপাচ্যী লুকিয়ে আছে ! যেকোন মূহুর্তে হামলা । দূর্বলের স্থান নেই ।শক্তি থাকলে টিকে থাকো না হলে মরো । রুক্ষ পরিবেশ ।

জীবনে যতো মুভি দেখেছি তার আশি ভাগই ওয়েস্ট্রান । যেনো মনে হয় নিজেই আছি সেখানে !

আগে বই না পেয়ে এক বই পাঁচ ছয়বার পরতাম । এখন চারপাশে বই ! ইশ ! যদি কোন কাজ না থাকতো ! সারাদিন পড়তাম ।

[সর্বশেষ যেকোন বইয়ের ব্যাপারে তথ্য কিংবা ক্রয়ের জন্য amaderboi.com ভিজিট করতে পারেন]

বিষয়: বিবিধ

১৫৩৫ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

322395
২৫ মে ২০১৫ দুপুর ০২:৪০
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
২৫ মে ২০১৫ দুপুর ০২:৪২
263510
মুসা বিন মোস্তফা লিখেছেন : এতো স্পীডে কমেন্ট Smug
322459
২৫ মে ২০১৫ সন্ধ্যা ০৭:৫২
লজিকাল ভাইছা লিখেছেন : সময় সুযোগ পেলে শার্লক হোমসের অমনিবাস পড়তে পারেন।
322460
২৫ মে ২০১৫ রাত ০৮:০১
খান জুলহাস লিখেছেন : ভালো লাগলো
322461
২৫ মে ২০১৫ রাত ০৮:০২
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : তিন গোয়েন্দা আমারও প্রিয়। ক্লাস নাইন থেকে মাসুদ রানা ধরেছি। আর ক্লাসিক ও অনুবাদ আগে থেকেই। হেনরি রাইডার হ্যাগ্যার্ড বা স্যার ওয়াল্টার স্কট এর মত সাহিত্যিক এর লিখার সরল ও সহজ অনুবাদ ও সল্প মুল্যে পাঠকদের কাছে পেীছে দেওয়ার জন্য সেবা প্রকাশনির অবদান চিরস্মরনিয়।
322509
২৫ মে ২০১৫ রাত ১১:০০
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : তিন গোয়েন্দা রীতিমত নেশা ধরিয়ে দেয়। বর্তমানের ছেলে/মেয়েরা বই থেকে অনেক দূরে সরে গেছে এর জন্য সামনে আমাদের চড়া মূল্য দিতে হবে।
322555
২৬ মে ২০১৫ রাত ০২:৫৩
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : বই প্রেমিক প্রেমিকারা চুপিচুপি বই পড়ে!!! জ্ঞানী হতে হলে বইয়ের বিকল্প নেই। ধন্যবাদ
322976
২৮ মে ২০১৫ রাত ০২:১৪
সাদিয়া মুকিম লিখেছেন : আসসালামুআলাইকুম!

ভালো লাগলো আপনার পঠিত বইগুলোর সাথে স্মৃতিচারন করে! অনার্স পড়াকালীন সময়ে নীলক্ষেত থেকে অনেক পুরোন বই কিনে পড়েছিলাম!

তিন গোয়েন্দার কিশোর, মুসা আর রবিনের গল্পগুলোর দারুন ভক্ত ছিলাম! তখন থেকেই লস এন্জেলেস যাওয়ার স্বপ্ন দেখতাম!

ওয়েস্টার্ন গল্পের বন্দুক নিয়ে হুট হাট মারামারি ভয় লাগতো কিন্তু ঘোড়ার পিঠে জিনে চড়ে হ্যাট পড়ে উপত্যকা পাড়ি দেয়া, গিরিখাতে শত্রুর ট্র্যাক খোঁজা, গোশত ভাজা আর গরম গরম কফির ঘ্রানে অন্যরকম আবেশ কাজ করতো! তখন থেকেই কাঠের বাড়ির প্রতি একটা ভালোলাগা কাজ করতো!

চমৎকার বইয়ের স্মৃতিচারনের জন্য শুকরিয়া! লিখাটি কি প্রিয় তে দিয়েছেন?

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File