কেন আমি অল্প বয়সে বিয়ে করতে চাই ?

লিখেছেন লিখেছেন মুসা বিন মোস্তফা ০৬ মে, ২০১৫, ০৪:০১:৩১ বিকাল



আবিয়াত্তার কষ্টনামা

কেন আমি অল্প বয়সে বিয়ে করতে চাই ?

পাল্টেছে যামানা ,পাল্টেছে সময় । বেড়েছে ভেজাল ,বেড়েছে কষ্ট ।

বর্তমান যুগের নাম (12বছরে এক যুগ হলে বর্তমান + :-P ) আধুনিক যুগ । তবে বর্বরতা ,মানুষের কষ্ট ,শাষক শোষক হয়ে বর্তমান যুগ আইয়ামে জাহেলিয়াতের যুগ ধারন করেছে ।

[এসি রুমে বসে আপনি এসব বুঝবেন না । রাস্তার পাশে ঘুমিয়ে থাকা কোন মানুষকে জিগাইতে পারেন "রাস্তার পাশে শুয়ে থাকার অনুভূতি কি" তখনই জবাব পাবেন]

সমাজের এক অংশ ভালো হলে বাকী অংশ নর্দমায় থাকে । দেশ সমাজ সবই পরিচালিত হচ্ছে এক অদৃষ্ট শক্তির তত্ত্বাবধায়নে ।

এই সমাজের আরেকটি বড় দূষিত নীতি বিয়ের ব্যাপারে ।

"আঠারো বছরের আগে বিয়ে করা যাবে না"

এতে সমস্যা কি ? বাল্যবিবাহে নাকি মেয়েরা ঝুকিতে থাকে । কিসের ঝুকি ?সন্তান জন্মদানের । আচ্ছা মশাই আপনি কি জানেন ৩০ বছরের পরেও মেয়েরা সন্তান জন্মদানের ঝুকিতে থাকে ? নিউ ওয়ার্ল্ড ওর্ডারের প্রশিক্ষিত সংগঠন গুলোর বিবৃতিতেই সব খালাস ? ভালো করে ভেবে দেখুন তো 30 বছরের ছেলের সাথে 30 মেয়ের বিয়ের পরিনিতি ?তাদের যৌবনপ্রাপ্ত হওয়ার পর থেকে বিয়ের আগ পযন্ত জীবনটি কিভাবে কেটেছে ?

"প্রতিষ্ঠিত হওয়ার আগে বিয়ে নয়"

এটা আরেক গ্যাড়াকল ।

হাউ ফানি ম্যান ! প্রতিষ্ঠিত বলতে কি শুধু টাকা আয়কেই বুঝেন ?কোটি টাকা হাতে থেকেও যার কোন সুখ নেই আর দিন আনে দিন খায় তার সুখ আছে ।এমতবস্থায় কি আপনার কাছে কোটিপতিই বড় নাকি দিন আনে দিন খাওয়া ব্যক্তিই বড় ?

বিয়ে কি শুধুই সেক্সের জন্যই ? নাকি এর মাধ্যমে একটি ভালো বন্ধু ,একটি জীবনসঙ্গীনি ,সুখ দুঃখে ,বিপদে আপদের সঙ্গী নির্বাচন করা ?

আপনার পরিবার আপনার জীবনসঙ্গীনিকে মেয়ে হিসাবে নিতে পারে না ? আপনার একটি বোন থাকলে তার ভরনপোষন কি ফ্যামেলি করতো না ? আপনার আম্মুকি তাকে মেয়ের মতো আপন করে নিতে পারে না ?আপনার শশুর কি আপনাকে ছেলের মতো আপন করে নিতে পারে না ?

এতে সমস্যা কি ? ভরনপোষনের ভয়ে বিয়ে করেন না কিন্তু গার্লফ্রন্ডকে নেকলেস কিনে দিতে ঠিকই টাকা বের হয় । রাত জেগে ঘন্টার পর ঘন্টা কথা বলতে মোবাইলের ব্যালেন্স ঠিকই যায় ।কিন্তু বিয়ের নাম শুনলেই যতো আপত্তি :-/

আমাদের সমাজকে পরিবর্তন করতে হবে এই নীতিমালা থেকে । একটা ছেলে কিংবা একটি মেয়ে ৩০ বছর পযন্ত ভালোভাবে থাকে কষ্টকরই নয় আমার কাছে মনে হয় ইম্পসিবল ।আর শয়তান তো আছেই ।এতে বিপথগামী হওয়ার সম্ভাবনা 99.8% (বর্তমানে) ।শারিরিক চাহিদা ,মানসিক চাহিদা ,ভালো বন্ধুত্বের আশায় বিয়ে না করে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বানিয়ে নিচ্ছেন । তার পিছেন স্ত্রীর চেয়ে বেশি খরচ করছেন । পাপ করছেন ।অপচয় করছেন । পরিবেশ নষ্ট করছেন ।

এ থেকে বাঁচতে আমি বিয়ে করতে চাই Big Grin । বাংলাদেশের মানুষের গড় আয়ু মেবী 65 বছর । এটাও প্রবলেম ।বিয়ে করবেন 30 এ ।যৌবন শেষে । অর্থাত্‍ তখন ভালো বন্ধুর অতোটা দরকার নেই । লাইব্রেরিতে বসেই দিব্যি বছরের পর বছরে কাটানো যায় ।

কিন্তু এখন প্রানচন্ঞ্চল মনে দরকার একজন সঙ্গীনি । এমন নয় যাকে প্রয়োজন শেষ হলে ডাস্টবিনে ফেলে দিবো ।বরং তাকে আগলে রাখবো আমৃত্যু ।

হ্যা এজন্যই বিয়ে করতে চাই ।

আমার ব্লগে আমন্ত্রিত

বিষয়: বিবিধ

২৪০০ বার পঠিত, ২৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

318476
০৬ মে ২০১৫ বিকাল ০৫:৪৫
সাদিয়া মুকিম লিখেছেন : আসসালামুআলাইকুম! আপনার সিদ্ধান্তকে স্বাগত জানাই! আমিও আপনার পক্ষে - বিয়ের বিষয়গুলোতে!

সমস্যা হলো আমাদের বর্তমান সমাজ ব্যবস্থাটা এতো ঘুনে ধরা, এতো নোংরা পানির সয়লাব এতে এই পোকা, নোংরা- মানুষের মনের,চিন্তার রন্ধ্রে রন্ধ্রে ঢুকে পড়েছে ! এই বিপরীত স্রোতে দাঁড়াতে গেলে ধাক্কা আসবেই, বাঁধা আসবেই! আপনার মতো কিছু সাহসী মানুষদের দরকার সচেতনতা সৃষ্টির জন্য, ঘুনে ধরা সমাজ কে ভেংগে নতুন করে গড়ার জন্য!

অনেক অনেক শুভকামনা ও শুভেচ্ছা -দোআ রইলো!

০৬ মে ২০১৫ সন্ধ্যা ০৭:২১
259722
মুসা বিন মোস্তফা লিখেছেন : আমি তাদের দলে নয় যারা কর্মের জন্য শুধু মুখ আর হাতের লেখাকেই কাজে লাগায় । কিন্তু বাস্তব জীবনে চলে উল্টো । সমাজের এই বিষাক্ত ছাড়পোকা কে বের করবো ইনশা আল্লাহ । কেউ যদি না আসে একাই চালাবো । টেকা সম্ভব না হলে বনে গিয়ে ঝর্নার পানি আর ফলমূল খেয়ে জীবন ধারন করবো 3:-O
318486
০৬ মে ২০১৫ সন্ধ্যা ০৬:২৬
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু শ্রদ্ধেয় ভাইয়া। আল্লাহ্ পাক আপনাকে মনের মত একজন উত্তম সঙ্গিনী দান করে আপনার হৃদয়ের এই মহৎ আকাঙ্ক্ষা সফল করবেন প্রাণভরে এই দোয়া করি।

(ভাইয়া আমার জন্যও এই দোআটা করবেন ... আশা করছি।) Love Struck Love Struck Love Struck Love Struck

কমেন্ট কৃতজ্ঞতাঃ খালাম্মুণি Love Struck Love Struck
০৬ মে ২০১৫ রাত ০৮:৫৫
259736
আবু জান্নাত লিখেছেন : ও তাহলে আপনিও এই আশায় বসে আছেন?Praying Praying
০৬ মে ২০১৫ রাত ০৯:৪৬
259746
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : Love Struck Love Struck Love Struck Love Struck Love Struck
০৭ মে ২০১৫ দুপুর ০২:৫৯
259829
মুসা বিন মোস্তফা লিখেছেন : Love Struck Love Struck Love Struck Love Struck
318498
০৬ মে ২০১৫ সন্ধ্যা ০৭:০২
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : আপনার যুক্তির সঙ্গে একশ পার্সেন্ট সহমত পোষন করি।
তবে বিয়ের পর আমাকে দোষ দিয়েন না কইলাম!
০৭ মে ২০১৫ দুপুর ০২:৫৯
259830
মুসা বিন মোস্তফা লিখেছেন : Winking Winking Winking Winking
318523
০৬ মে ২০১৫ সন্ধ্যা ০৭:৫৭
খান জুলহাস লিখেছেন : ধন্যবাদ । আপনার এই লেখাটি আপনার ওয়েবসাইটেও আমি আরো একবার পড়েছি । ভালোই লাগলো। বাস্তব সম্মত বটে।

কিন্তু মজার ব্যাপার হচ্ছে আপনি এই লেখা দ্বারা তো বিয়ের গ্যারা উঠাইয়া দিলেন।
০৭ মে ২০১৫ দুপুর ০২:৫৯
259831
মুসা বিন মোস্তফা লিখেছেন : Angel Angel Angel
318527
০৬ মে ২০১৫ রাত ০৮:৫০
ক্ষনিকের যাত্রী লিখেছেন : আল্লাহ্ পাক আপনাকে একজন উত্তম সঙ্গিনী দান করুন এই দোয়া করি। Praying Praying Praying
০৭ মে ২০১৫ দুপুর ০২:৫৯
259832
মুসা বিন মোস্তফা লিখেছেন : Love Struck Love Struck Love Struckআমিন
318530
০৬ মে ২০১৫ রাত ০৮:৫৪
আবু জান্নাত লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ভাইয়া, অনেক সুন্দর করে লিখেছেন। জাযাকাল্লাহ খাইর
০৭ মে ২০১৫ দুপুর ০৩:০১
259833
মুসা বিন মোস্তফা লিখেছেন : অয়ালাইকুম আচ্ছালাম । বারাকাল্লাহু ফিহকুম
318539
০৬ মে ২০১৫ রাত ০৯:৪০
হতভাগা লিখেছেন : এতদ সংক্রান্ত আপনার আগে মনে হয় পোস্ট আছে ।

বিয়ের পর যখন আপনার ''জান'' তার বান্ধবীর সাথে নিজেকে কম্পেয়ার করবে তখন ছাত্রাবস্থায় বিয়ের মজা ভালই চাখতে থাকবেন ।

মাস দুয়েকও টিকবে না এই পোলাপান অবস্থার বিয়ে । তখনই বুঝতে পারবেন যে বিয়ের জন্য এতটা উতলা হওয়া মোটেই উচিত হয় নাই ।

ঠেকে শিখবেন বোঝা যাচ্ছে । Learning by doing is the best option to get experience.

কিন্তু এই experience এর পথে অনেক পরিবর্তন আসবে নিজের এবং আশে পাশের আপন মানুষদের মধ্যে যাদের নিয়ে আপনার নিত্যদিন কাটে ।
০৭ মে ২০১৫ দুপুর ০৩:০৩
259835
মুসা বিন মোস্তফা লিখেছেন : দোয়া করুন আল্লাহ যেন সহায় হোন
318573
০৭ মে ২০১৫ রাত ০১:৫৩

A PHP Error was encountered

Severity: Notice

Message: Undefined offset: 7228

Filename: views/blogdetailpage.php

Line Number: 764

"> ফুয়াদ পাশা লিখেছেন : মমিন পুরুষের বিয়ে একটি নয়। প্রথমটা দিয়ে এখুনি শুরু করে দিন। বয়স বাড়ার সাথে বাকি ২, ৩, ৪, ঠিকাসে?
০৭ মে ২০১৫ দুপুর ০৩:০৩
259834
মুসা বিন মোস্তফা লিখেছেন : ঠিকাসে
318627
০৭ মে ২০১৫ দুপুর ০১:৩৩
মোস্তফা সোহলে লিখেছেন : সবাই যদি আপনার মত করে বুঝত তবে কতই না ভাল হত
০৭ মে ২০১৫ দুপুর ০৩:০৩
259836
মুসা বিন মোস্তফা লিখেছেন : আমি বুঝেছি, আপনিও বুঝুন
১০
318659
০৭ মে ২০১৫ দুপুর ০৩:৫৯
বুসিফেলাস লিখেছেন : সুন্দর ইচ্ছা
০৭ মে ২০১৫ বিকাল ০৪:৪৭
259852
মুসা বিন মোস্তফা লিখেছেন : Good Luck Good Luck
১১
318854
০৮ মে ২০১৫ দুপুর ০৩:৪৫
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : আবার সেই বিয়ের পোস্ট!! ভাইয়া আর কোন টপিক নেই? যাইহোক এসব কথাগুলো আপনি আপনার বাবা-মাকে বোঝান নিজে বলতে লজ্জা পেলে আত্বীয়-স্বজন দিয়ে বোঝান। ব্লগিং করে কোন ফায়দা নেই কারণ যারা পড়ছে তাদের ৯০% ই বিবাহিত তাই তাদের এসব কিছু যায় আসেনা। ভালো চিন্তাধারা। বাল্যবিবাহ টপিকটা ইসলামও সমর্থন করেনা। সেটা নিয়ে নাহয় আরেকদিন বলবো। তবে বাংলাদেশে যারা প্রচার করেন ১৮ বছরের নীচে শারিরিক সম্পর্ক খুব ঝুকিপূর্ণ ও বিপদজনক, হয় তারা মিথ্যাবাদী অথবা বাংলাদেশের পুরুষরা নপুংশক। কারণ ইদানিং বয়ফ্রেন্ডের সাথে শারিরিক সম্পর্ক ডালভাত হয়ে দাড়িয়েছে। যারা করছে তারাও অধিকাংশই স্কুল-কলেজের মেয়েরা। কিন্তু এহেন সম্পর্কে তাদের কিছুই হচ্ছেনা। অর্থাৎ হাজবেন্ডের সাথেও তাদের কোন শারিরিক ক্ষতি হতনা। এর ব্যাখ্যা ২টা হয় যারা বলছে ক্ষতির কথা তারা মিথ্যাবাদী ও প্রতারক অথবা বাংলাদেশের পুরুষরা নপুংসক তাই এসব কম বয়সী নারীরা ক্ষতির শিকার হচ্ছেনা।
০৯ মে ২০১৫ সন্ধ্যা ০৭:২৪
260213
মুসা বিন মোস্তফা লিখেছেন : Crying Crying Crying
১২
319144
১০ মে ২০১৫ রাত ০৩:৪৬
প্রবাসী মজুমদার লিখেছেন : বিয়ের ব্যপারে ইসলামের নীতিটাই সঠিক নীতি। কারণ যিনি আমাদেরকে বানিয়েছেন, তার চেয়ে বেশী আর কে জানবে। তারপর্ও স্বাভাবিক দৃষ্টিতে কিছু চিরন্তন সত্য জীবনের জন্য বড় বাস্তবতা।

একটি মেয়েকে বিয়ে করে তা ধরে রাখার জন্য যে ম্যাচুরিটি দরকার, সেটি ১৮তে পুর্ন হয়। এর আগে সবার মাঝে একটা ইগো, পাগলামী, দাীত্বহীনতা থাকে যা দিয়ে একটি মেয়েকে একটা অপরিপক্ক ছেলের হাতে তুলে দেয়াযে কত ভয়ংকর নিজে মেয়ের বাবা না হলে বুজবেননা। আপনি আর একটি বিয়ে করল্ওে মেয়েটিযে জীবনের জন্য শেষ হয়ে গেল। এ অনুভূতিটুকু বুঝার বয়স হল ছেলেদের ২২, মেয়েদের ১৮। ধন্যভাদ।
১৭ মে ২০১৫ সকাল ১০:২৪
261565
মুসা বিন মোস্তফা লিখেছেন : সুন্দর মন্তব্যের জন্য আপনাকেও ধন্যবাদ
১৩
319752
১৩ মে ২০১৫ দুপুর ০১:০১
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : আপনার যুক্তির সঙ্গে একশ পার্সেন্ট সহমত পোষন করি। এবার আর দেরি করবোনা, এবার বিয়াটা করেই পেলবো, দোয়া করিয়েন, যেন একটা ভাল মেয়ে পাই।
১৭ মে ২০১৫ সকাল ১০:২৪
261566
মুসা বিন মোস্তফা লিখেছেন : দোয়া করি আপনার জন্য একটা ভালো মেয়ের সহিত ছোট বোন ও একটা থাকে Love Struck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File