একটি বই গিফট ও কিছু ভাবনা
লিখেছেন লিখেছেন মুসা বিন মোস্তফা ২২ এপ্রিল, ২০১৫, ১২:৫৫:১৮ দুপুর
আমার ব্যাগে বই নেই এমন দিন কম গেছে । কখনোও বিশ পচিশটা পযন্ত বই থাকে । পড়ি । জ্ঞান আহরোন করি । লেখক কাদালে কাদি ।হাসালে হাসি । জ্ঞান দিলে লুফে নেই । জ্ঞান চাইলে মাথা খাটাই ।
আজকে অফিস থেকে বের হওয়ার সময় মাত্র একটি বই নিয়ে বের হয়েছি । মাত্র একটি । মন ভরে নি । ইসলামী টাওয়ারে দিনের অর্ডারের বইয়ের টাকা পে করতে গিয়ে বইঘরের প্রকাশক আমিন ভাই একটি নতুন বই গিফট করলেন । (গিফটের জিনিস টেকে না )
উনি বইটা যখন দিলেন বুকে একরাশ চাপা কান্না আসলো ।হায় ! আগে প্রিয়জনকে মানুষ উপহার দিত বই । সেরা উপহার । বহুদিন হলো কেউ বলে নি বন্ধু কিংবা ভাই একটা বই সাজেস্ট করেন যেটা অমুক কে গিফট করবো ! তবে বাঘ ভাল্লুকের শোপিসের জন্য ঠিকই ফোন দেয় ;-( । আমাদের কি উচিত নয় চির সুন্দর সংস্কৃতিটাকে পূনরাই ফিরিয়া আনা ?
যাই হোক , আমি ঠিকই গিফট করি । হ্যা বই । শুধুই বই । আমার শ্রেষ্ঠ ভালোবাসা । আমার সবচেয়ে আপন । আমার সবচেয়ে বড় শিক্ষক । আমি এই প্রিয় জিনিসকে উপহার দেই । আমাকে এক লক্ষ টাকার কিছু একটা উপহারের চেয়ে পাঁচ টাকা মূল্যের একটা ছোট বই গিফটেই বেশি খুশি হই । কিন্তু দুঃখ লেখক ,অনুবাদক কিংবা প্রকাশক ছাড়া আমাদের কেউ গিফট করে না ।
বিষয়: বিবিধ
১৪১৭ বার পঠিত, ১৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আমিও বই পড়তে ভীশন ভালবাসি, বই গিফট করি এবং গিফট পাই আলহামদুলি্লাহ!
বইটার নামতো বললেন না? কি বই উপহার পেলেন বইঘর থেকে?
শুকরিয়া!
বই গিফট দেওয়ার অভিজ্ঞতা হচ্ছে সবাই কিপটা বলে। এরা যদি বুঝত বই এর মুল্য!!
মন্তব্য করতে লগইন করুন