জোকস সমগ্র ৩ (৮৫+ )
লিখেছেন লিখেছেন মুসা বিন মোস্তফা ০২ ডিসেম্বর, ২০১৪, ০৭:১৯:০৫ সন্ধ্যা
১।
২।
শিক্ষকঃ এই বল্টু বল তো সাদা কালো আর রঙ্গিন টিভির মাঝে পার্থক্য কি ?
বল্টুঃ স্যার রঙ্গিন টিভিতে যেটা গাজর দেখায় , সাদা কালোতে সেটা মুলা
৩।
সাধুবাবা তার অনুসারীদের
নিয়ে বঙ্গোপসাগরে গেছেন স্নানের জন্য।
উদ্দেশ্য পাপ ধুয়ে ফেলা। গোসল শেষ করে সবাই
উঠলো কিন্তু সাধুবাবার ওঠার কোন নাম নেই।
তা দেখে একজন বলল, "কি সাধুবাবা,
আপনি উঠছেন না কেন?"
সাধুবাবা উত্তরে বললেন,
.
.
.
.
.
.
.
"বৎস, পাপ ধোয়ার সাথে সাথে গামছাটাও
যে ধুয়ে চলে যাবে তা ভাবতেই পারিনি।"
৪।
পল্টু: এখনে চুল কাটাতে কত লাগে?
নাপিত: ৪০ টাকা!
পল্টু: আর সেভ করতে কত লাগে?
নাপিত: ২০ টাকা!
পল্টু:
"
"
"
"
আমার মাথাটা একটু সেভ করে দিন
৫।
ছেলেঃ আই লাভ ইউ।
:
:
মেয়েঃ (ঠাস
করে থাপ্পর মেরে )
কী বললি শয়তান ?
:
:
:
:
:
:
:
:
:
ছেলেঃ ( ঠাস ঠাস করে দুটো
থাপ্পর মেরে ) শুনতেই যখন পারস
নাই
তাইলে থাপ্পর মারলি কেন
হারামজাদি?
৬।
মেয়েঃ আমি সানসিল্কের শ্যাম্পু ব্যবহার
করি । তুমি কিসের শ্যাম্পু ব্যবহার কর ?
ছেলেঃ আল হেলালের ।
মেয়েঃ আমি লাক্সের সাবান ব্যবহার করি ।
তুমি কিসের সাবান ব্যবহার কর ?
ছেলেঃ আল হেলালের ।
মেয়েঃ আমি olay ক্রিম ব্যবহার করি ।
তুমি কিসের ক্রিম ব্যবহার কর ?
ছেলেঃ আল হেলালের ।
মেয়েঃ আচ্ছা আল হেলাল কি কোন
ইন্টারন্যাশনাল ব্রান্ড ?
. . . . .
ছেলেঃ না । আল হেলাল আমার রুমমেটের নাম.....
৭।
রোগীঃ ডাক্তার সাহেব!
আপনি বলেছেন
চশমা নিলে আমি পড়তে পারব।
ডাক্তারঃ নিশ্চয়ই এ
বিষয়ে সন্দেহ কি?
রোগীঃ তাহলে ভালোই হবে,
আমিতো পড়তে জানতাম না!!
৮।
ম্যাডামঃ সো সুইট !!
কতো লক্ষ্মী একটা ছেলে তুমি!!
আমি তো তোমাকে খুবই পছন্দ করি !!
বাচ্চাঃ তাহলে আমি আমার আম্মু
আব্বু
কে আপনার বাসাতে পাঠাই ??
ম্যাডামঃ মানে !? বাসায়
পাঠাবে মানে ??
কেনো পাঠাবে ??
বাচ্চাঃ মানে তারা যাতে আরও
আলাপ
আলোচনা করতে পারে !!
এখুনি ঠিক করে ফেলা ভালো ।।
নইলে দেখা গেলো আপনি অন্য
কাউকে আমার
জায়গা দিয়ে ফেললেন ,
আর আমার তো তখন সর্বনাশ
হয়ে যাবে !!
ম্যাডামঃ কি সব
আজেবাজে কথা বলছো ??
>
>
>
>
>
>
>
বাচ্চাঃ প্রাইভেট পড়ানোর জন্য
ম্যাডাম!!!
৯।
এক ছেলে এক মেয়েকে বলছে...
ছেলে : I love you!
মেয়ে : কি!!!!!
ছেলে : ফিল্মটা খুব সুন্দর! তাই না?
মেয়ে: কুকুরের **চ্চা!
ছেলে : কি?
মেয়ে : দেখতে সুন্দর!তাইনা?
ছেলে : জুতা দেখেছো?
মেয়ে : কি?!!
.
.
.
.
.
.
.
ছেলে : নতুন কিনেছি!!!
১০।
--- এই যে শোন, তুমি তাশফিয়া না ?
-হুমম! কিছু বলবেন?
--না।
-তাহলে ডাকলেন কেন ?
-- এমনি-ই।
-আপনি কি পাগল নাকি মাথায় সিট
আছে ?
-- বলতে পারো দুটোই!
-পথ ছাড়ুন !
আমি কোন পাগলের
সাথে কথা বলি না!
--আমি তো তোমার জন্যই পাগল
হয়েছি!
একমাত্র তুমি-ই
আমাকে ভালো করতে পারো!
-মানে ?
--
মানে আমি তোমাকে বিয়ে করতে
-মাইনে কত ?
--মানে ?
-বলছি মাসে কত ইনকাম করেন ?
--এইতো যত-সামান্য!
-আপনি কোন সাহসে আমার সাথে
প্রেম
করতে এসেছেন?
দুই মাস পর
একটা কোম্পানির এমডির
সাথে আমার
বিয়ে হবে! আপনি তো তার বাড়ীর
চাকর হবারও যোগ্য না!
--তাই নাকি!!!!আপনার হবু
স্বামীকে দেখেছেন ?
-না, আজই তার সাথে হবে।
সে আমাদের বাসায় আসবে!
-- না।
সে আর
আপনাদের বাসায় যাবে না।
-মানে?
আপনি জানলেন কি করে?
--কারণ সেই মানুষটা আমি-ই!
-তু-তু-তুমি! কি বলছো!
--হুমম!যা সত্যি, তা-ই বলছি।
-ওয়াও!কি হ্যান্ডসাম তুমি!
তোমার মত
একজন ছেলেকেই তো
আমি মনে মনে খুঁজছিলাম!
--কিন্তু আমি আপনার মত
মেয়েকে খুঁজিনি।
১১।
"১৯৭২ সালের ঘটনা। সদ্য স্বাধীন দেশ,
পাকমোটর নামের
জায়গটা হয়ে গেছে 'বাংলামোটর',
পাকিস্তান অবজারভার
হয়ে গেছে 'বাংলাদেশ অবজারভার'... এমন
আরও অনেক পরিবর্তন এসে গেছে দেশে।
কিন্তু অনেক দিনের অভ্যাসবশত এক ভদ্রলোক
রিকশাওয়ালাকে ডেকে বললেন, 'এই
রিকশা, পাকমোটর
যাবা??' ....রিকশাওয়ালা ভদ্রলোকের ঠিক
পেট বরাবর কষে একটা লাথি দিয়ে বলল,
'এখনও পাকমোটর কস, এত্ত সাহস তর!'
প্রচণ্ড ব্যথায় অস্থির হয়ে ভদ্রলোক গেলেন
ডাক্তারের কাছে,
ডাক্তারকে জানালেন- 'ডাক্তার সাহেব,
ডাক্তার সাহেব, কিছু একটা করেন, আমার
বাংলাস্থলীতে প্রচণ্ড ব্যাথা!!'"
বিষয়: বিবিধ
১৯৭৪ বার পঠিত, ২৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এক বছর পর আবার একই দোকানে আসলো বীজ কিনতে।
দোকানদার জিজ্ঞেস করলো
-গত বছর যে ধানের বীজ নিলেন সেটা কেমন হয়েছিল?
চিটাগাঙের চাষি ভাই জবাব দিলেন।
-গম হইয়ে।
এবার দোকানদার বলল
-আমি দিলাম ধানের বীজ গম হইল কেমনে??
-
ফাটাফাটি বিনোদন পাইলাম! হা...হা....হা....হা....।
মন্তব্য করতে লগইন করুন