জোকস সমগ্র ২ (হার্ট ফেইল হইলে আমি দায়ী নই )

লিখেছেন লিখেছেন মুসা বিন মোস্তফা ২৩ নভেম্বর, ২০১৪, ০৯:০১:১২ রাত

হার্ট ফেইল হইলে আমি দায়ী নই Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Oh go On Oh go On Oh go On Oh go On Oh go On

1. এক

আমেরিকান আর এক

বাঙালীর

মধ্যে কথা হচ্ছে |

.

আমেরিকান:

তোমরা কি অদ্ভূত

জাত !

.

তোমাদের কারোও

রং ফর্সা,

কেউ

আবার বাদামী, কারও

আবার

তামাটে, কেউ

বা কালো |

.

কিন্তু দেখ, আমাদের

সবার

একটাই

রং |

.

আমরা সবাই সাদা |

.

.

.

বাঙালী (মাথা চুলকিয়ে) :

তুমি ঠিকই বলেছো,

কিন্তু

ব্যাপারটা কি জানো?

.

.

.

.

.

.

ঘোড়াদের গায়ের

রং নানা রকম

হয়

বটে, কিন্তু সব

গাধারই তো গায়ের

রং এক | Happy) Happy) Happy)

2.

বল্টু আমেরিকা তে সমুদ্রসৈকত এ sun bath নিচ্ছেন।

এক লোক বল্টুর পাশ দিয়ে যাওয়ার সময় জিজ্ঞেস করলঃ "are u relaxing?"

.

বল্টুঃ "No...I'm Boltu Mia" ওই লোক এটা শোনার পর অবাক হয়ে চলে গেলো।

.

কিছুক্ষন পর এক মহিলা বল্টুকে জিজ্ঞেস করলঃ “are u relaxing?"

.

বল্টুঃ “No....I'm Boltu...." মহিলাও অবাক হয়ে চলে গেলো...

.

এমন আরো দুইজন প্রশ্ন করাতে বল্টু বিরক্ত হয়ে উঠে হাটা ধরলো। সামনে গিয়ে দেখে বারাক ওবামা সাহেব ও ছাতার নিচে বিশ্রাম নিচ্ছেন।

.

বল্টু কি মনে করে তাকে জিজ্ঞেস করলোঃ "are u relaxing?"

.

ওবামাঃ "yes, I'm...why?"

.

এটা শোনার পর বল্টু বারাক ওবামাকে কষে এক থাপ্পড় দিয়ে বললঃ ওই দিকে তরে সব মানুষ খুঁজতাছে আর তুই এইখানে ছাতার তলে বাতাস খাছ..... Surprised Surprised

৩।

একটা অপরিচিত নম্বর হতে একটা ছেলের নম্বর

এ SMS এসেছে,

"hi, tomar ki gf ache?"

ছেলেঃ "ha but tumi k?"

উত্তর এলোঃ "ami tomar baba.aj

barite ay.

tore moja dekhamu."

.

.

(পরে বাসায় ছেলেটি তার

বাবাকে বোঝাতে সক্ষম

হয়েছে যে, অপরিচিত নম্বর হতে SMS আসায়

সে এমনটা বলেছে। আসলে কোন জিএফ নেই।)

.

.

এক সপ্তাহ পরে অন্য একটি অরিচিত নম্বর

হতে SMS এলোঃ "hi tomar ki gf ache?"

ছেলেটির উত্তরঃ "na but tumi k?"

আবার SMS আসলোঃ "c c dhokabaz. ami

tomar

gf bolsi. amake amon vabe dhoka

diteso!"

ছেলেটির উত্তরঃ "sorry januu. ami

vabsilam je

amar baba amake

porikkhakortese "

আবার উত্তর এলোঃ "ami tomar baba e

bolsi.

Ajke bashay ay. Tore moja

dekhamu" Chatterbox Chatterbox Chatterbox

৪।

সগীর: উকিল সাহেব, আমার প্রতিবেশী দস্তগীর সাহেবের কাছে আমি ৫০ হাজার টাকা পাই। কিছুদিন আগেই তিনি ধার নিয়েছিলেন। কিন্তু ফেরত দিচ্ছেন না। আমি এখন কী করতে পারি?

উকিল: আপনি যে তাঁর কাছে টাকা পান, কোনো প্রমাণ আছে?

সগীর: না তো।

উকিল: ঠিক আছে। আপনি তাঁকে একটা চিঠি পাঠান। চিঠিতে লিখুন, ‘আপনার কাছে আমি যে এক লাখ টাকা পাই, সেটা জলদি ফেরত দিন।’

সগীর: তাতে কি কোনো লাভ হবে? আমি তো এক লাখ না, ৫০ হাজার টাকা পাই। দস্তগীর চিঠির উত্তরে সেটাই লিখবে।

উকিল: ব্যস, সেটাই তো চাই। আপনার হাতে তখন একটা প্রমাণ থাকবে! Happy)

৫।

দৌড়ে ডাক্তারের কাছে এসে এক ভদ্র মহিলা জানালেন তার স্বামীর পেটে একটা ইঁদুর ঢুকে গেছে। ভয় নেই, ডাক্তার অভয় দিলেন। আপনার স্বামীর মুখের কাছে একটা শুঁটকি নাড়তে থাকুন, ইঁদুর বের হয়ে আসবে। আমিও এসে যাচ্ছি কিছেক্ষণের মধ্যে। বাড়ীতে গিয়ে ডাক্তার সাহেব দেখলেন ভদ্রমহিলা তার স্বামীর মুখের সামনে এক বাটি দুধ ধরে চুকচুক করছেন।

কি ব্যাপার ? ডাক্তার বিরক্ত হয়ে বললেন, ইঁদুর কখনো দুধ খায় ? আপনাকে না শুঁটকি নাড়তে বলেছি। তা বলেছেন। ভদ্রমহিলার উত্তর, কিন্তু ইঁদুরটা ধরার জন্য যে ওর পেটে আমি বেড়াল ঢুকিয়ে দিয়েছি। আগে তো ওটা বের করি। Unlucky Unlucky Unlucky

৬।

এক বুড়ি ময়মনসিংহের বাসে উঠেছে! বাসে উঠেই সে হেল্পারকে বলল, ‘ভালুকা আইলে আমারে কইয়েন যে!’

হেল্পার তাকে আশ্বস্ত করে বলল, ‘ঠিক আছে, ঠিক আছে।’

বাস চলতে শুরু করল! বুড়ি দুই মিনিট পরেই হেল্পারকে বলল, ‘ভালুকা আইছে?’

হেল্পার উত্তরে ‘না’ বলল! কিন্তু বুড়ি দুই মিনিট পর পর হেল্পারকে এই প্রশ্ন করতে লাগল! হেল্পার ও বাসের যাত্রীরা বিরক্ত হয়ে বুড়িকে ধমক দিল! বুড়ি তখন ভয়ে চুপ।

এদিকে বাস চলতে চলতে ভালুকা ছাড়িয়ে সামনের স্টপেজের মাঝামাঝি চলে এল। তখন হেল্পারের মনে পড়ল যে বুড়িমা তো ভালুকার কথা বলে রেখেছিল! বাসের সব যাত্রী তখন হেল্পারকে বকাঝকা করে বাস ঘোরাতে বলল। তো বাস আবার ঘুরিয়ে ভালুকায় এল। হেল্পার বুড়িকে বলল, ‘বুড়িমা, ভালুকা আসছে! আপনে নামেন!’

বুড়ি চোখ কুঁচকে জবাব দিল, ‘নামমু কে? ডাক্তার আমারে ডাহাত্তন (ঢাকা থেকে) একটা টেবলেট খাওয়াইয়া কইছে ভালুকায় গিয়া আরেকটা খাইতে! আমি এখন টেবলেট খাইবাম! পানি দেন!’ Unlucky Unlucky Unlucky Eat Eat

৭।

নবদম্পতির বাচ্চা হয়েছে। ফুটফুটে নিখুঁত বাচ্চা। কিন্তু একটাই দোষ। বাচ্চা কোনো কথা বলে না। বারো বছর পর খাওয়ার টেবিলে বাচ্চা প্রথম কথা বলল, ‘আমাকে একটু চিনি দাও।

মা-বাবা অবাক, কী ব্যাপার, তুমি এত দিন কোনো কথা বলোনি কেন?

ছেলে বলল, এত দিন পর্যন্ত সব ঠিকঠাকই ছিল। আজ চায়ে চিনি কম হয়েছে। Happy) Happy) Happy) Happy)

৮।

একদিন এক প্রতিবেশী গোপাল ভাঁড়ের কাছে এসে :

‘আমাকে একটা চিঠি লিখে দাও।’

‘আমি চিঠি লিখতে পারবো না, আমার পায়ে ব্যথা।’

প্রতিবেশী আশ্চর্য হয়ে বললো, ‘চিঠি তো লিখবে হাত দিয়ে, পায়ে ব্যথা তাতে কী হয়েছে?’

‘কারণ আমি অতোদূর হেঁটে যেতে পারবো না।’

‘অতোদূর হাঁটতে পারবে না মানে?’

‘মানে আমার লেখা চিঠি আমি ছাড়া আর কেউ পড়তে পারবে না। আমার হাতের লেখা খুব খারাপ তো। যাকে চিঠি পাঠাবে, তাকে তো আমাকেই পড়ে দিয়ে আসতে হবে, তাই না? পায়ে ব্যথা নিয়ে যাবো কিভাবে? Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor

৯।

বিচারের কাঠগড়ায় দাঁড়িয়ে বলল এক কয়েদি, ‘হুজুর, আমাকে ব্যাংক ডাকাতির মামলায় ফাঁসিয়ে দেওয়া হয়েছে। অথচ আমি একেবারেই নিরপরাধ। আমাকে আপনি বাঁচান।’

সাক্ষী ব্যাংক কর্মকর্তা চিৎকার করে বললেন, ‘না হুজুর! পাঁচ ব্যাংক ডাকাতের মধ্যে এই লোকও ছিল। আমি নিশ্চিত।’

কয়েদি: অসম্ভব! এই লোকটা মিথ্যা বলছে হুজুর। আমরা চারজন ছিলাম! Cook Cook Cook

১০।

বল্টু একটা মোবাইল নিয়ে ৩দিনের এক বাচ্চার মুখে ধরে বসে আছে ৷ এমন সময় বল্টুর বাবা আবুল মিয়া বলে উঠিল এই বল্টু কি করছ ?

বাচ্চাকে ধুদের বদলে মোবাইল খাওয়াচ্ছিস নাকি ?

বল্টু- উফ বাবা ও কাদিতেছে দেখছ না ?

বাবা- ও তাহলে মোবাইল মুখের কাছে ধরে আছিছ কেন ?

বল্টু- না মানে বাবা ওর কথা বুজতেছিনা তাই......

.

.

.

.

.

.

.

.

.

ওর কথা রেকর্ড করতেছি ও বড় হলে জিগাইবো সে এখন কি বলছে ৷ Cheer Cheer Cheer Cheer

বিষয়: বিবিধ

১৯২৪ বার পঠিত, ৪১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

287301
২৩ নভেম্বর ২০১৪ রাত ০৯:১৯
আব্দুল মান্নান মুন্সী লিখেছেন : সত্যি অনেক মজা পাইলাম... Thumbs Up Rolling on the Floorু অনেক ধন্যবাদ
২৩ নভেম্বর ২০১৪ রাত ০৯:৩০
230975
মুসা বিন মোস্তফা লিখেছেন : আপনাকেও
287302
২৩ নভেম্বর ২০১৪ রাত ০৯:১৯
হতভাগা লিখেছেন :
২৩ নভেম্বর ২০১৪ রাত ০৯:৩০
230976
মুসা বিন মোস্তফা লিখেছেন : হেহেহেহেহহেহহেহহেহহেহ
287304
২৩ নভেম্বর ২০১৪ রাত ০৯:২৭
ফখরুল লিখেছেন : এটা শোনার পর বল্টু বারাক ওবামাকে কষে এক থাপ্পড় দিয়ে বললঃ ওই দিকে তরে সব মানুষ খুঁজতাছে আর তুই এইখানে ছাতার তলে বাতাস খাছ..... Surprised Surprised Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor

২৩ নভেম্বর ২০১৪ রাত ০৯:৩১
230977
মুসা বিন মোস্তফা লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
287305
২৩ নভেম্বর ২০১৪ রাত ০৯:২৯
লজিকাল ভাইছা লিখেছেন : রাখেন আগে চেক করে লই, ফেল হয়ছে কিনা? না হৃদয়(হার্ট) পাশ করছে। A+ ফেয়ে পাশ করছে।
.
.
.
.
ধন্যবাদ, ভালো লাগলো।
২৩ নভেম্বর ২০১৪ রাত ০৯:৪০
230984
মুসা বিন মোস্তফা লিখেছেন : Talk to the hand Talk to the hand Talk to the hand
২৩ নভেম্বর ২০১৪ রাত ১০:২২
231026
লজিকাল ভাইছা লিখেছেন : আচ্ছা ভাই , পোলাটা কেমন বেআক্কেল দেখেন বাপের গলা ও বুঝে না জিএফ এর গলা ও বুঝে না। মাইরালা এই পোলারে । হেতেরে রাই লাভ নাই।
২৩ নভেম্বর ২০১৪ রাত ১০:২৮
231037
মুসা বিন মোস্তফা লিখেছেন : পুরাই বে আক্কেল Smug
২৩ নভেম্বর ২০১৪ রাত ১০:৫৭
231052
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : মেসেজ এ কি গলা শুনা যায়????
২৩ নভেম্বর ২০১৪ রাত ১১:০৯
231059
লজিকাল ভাইছা লিখেছেন : ধন্যবাদ রিদওয়ান কবির সবুজ , অন্তত একজন আছে যিনি পুরো পোষ্ট মনোযোগ দিয়ে পড়েছেন। এবং কমেন্টস গুলো ও। Good Luck Good Luck Good Luck Good Luck
২৪ নভেম্বর ২০১৪ রাত ১২:১৩
231089
মুসা বিন মোস্তফা লিখেছেন : Winking
287309
২৩ নভেম্বর ২০১৪ রাত ০৯:৩৯
ফখরুল লিখেছেন : আম্নে কি জানেন আঙ্গ বাড়ী কোনাই? Winking
২৩ নভেম্বর ২০১৪ রাত ০৯:৪২
230988
মুসা বিন মোস্তফা লিখেছেন : না বাই ।হামি তোমাগো এলাকার পুয়া নয়
287334
২৩ নভেম্বর ২০১৪ রাত ১০:৫৯
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ৩ নং খান নিশ্চই আপনার নিজের অভিজ্ঞতা!!!!

হার্ট এটাক না হইলেও গলা বাইজা গেছে।
২৩ নভেম্বর ২০১৪ রাত ১১:০২
231055
মুসা বিন মোস্তফা লিখেছেন : নিজের অভিজ্ঞতা নেই
287356
২৩ নভেম্বর ২০১৪ রাত ১১:৩০
আফরা লিখেছেন : একটু বেশি হয়েছে ------একসাথে এত দেয়া ঠিক না ।
২৪ নভেম্বর ২০১৪ রাত ১২:০৮
231083
মুসা বিন মোস্তফা লিখেছেন : আপি ,দ্বীপ পাইছি কেনার টাকা নাই Crying Crying
২৪ নভেম্বর ২০১৪ রাত ১২:১৩
231088
আফরা লিখেছেন : কেন টাকা থাকবে না কেন ? আপনি সব কিছু রেডী করে পোষ্ট দেন সবাই মিলে টাকা ম্যানেজ হয়ে যাবে । টাকা কোন ব্যাপার না ভাইয়া ।
২৪ নভেম্বর ২০১৪ রাত ১২:১৯
231090
মুসা বিন মোস্তফা লিখেছেন : টাকার কথা শুনলেই সবাই পালিয়ে যাবে । আগে বিয়েটা করি (এই ৮-১০ বছরের মধ্যে Tongue ) তারপর কেনার ব্যাপারে ভেবে দেখবো ।না হলে বাংলাদেশেই একটা ছোট দেখে কিনবো Talk to the hand Talk to the hand Talk to the hand
২৪ নভেম্বর ২০১৪ রাত ১২:৩১
231091
আফরা লিখেছেন : বুঝেছি আপনাকে দিয়ে কাজ হবে না । অবশ্য আমার দরকার ও নেই আমি তো আর বাংলাদেশে থাকি না । ওকে ধন্যবাদ দ্বীপের ব্যাপারে আর কথা বলবেন না ।
২৪ নভেম্বর ২০১৪ রাত ১২:৩৯
231092
মুসা বিন মোস্তফা লিখেছেন : আল্লাহর কাছে দোয়ার পরিবর্তে আপুরা শোনায় নিরাশার বানী । আসলেই এটাই তো বাস্তবতা । অনেক ছোট মানুষ হলেও বুঝি । টুডে ব্লগের সর্বকনিষ্ঠ ব্লগারদের জরিপ করলে ১ম আমি থাকার সম্ভাবনাই বেশি । যাক গে ইনশা আল্লাহ ডিস্ট্রাব করবো না আর । জাজাকাল্লাহু খায়ের
২৪ নভেম্বর ২০১৪ রাত ১২:৪৫
231094
আফরা লিখেছেন : দুয়া করব না কেন দুয়া তো করি। আপনি বেশী নিরাশ হয়ে পড়েছেন আপনি চেষ্টার আগেই হাল ছেড়ে দিয়েছেন ।আমি আশাবাদি ও সংগ্রামী মেয়ে সহজে হাল ছাড়ার দলে আমি নেই ।আমি হলাম শেষ পর্যন্ত চেষ্টা করে দেখব তার পর না হলে আল্লাহর ইচ্ছে বলে মেনে নিব । আপনি তো চেষ্টা করার আগেই হাল ছেড়ে দিলেন ।
২৪ নভেম্বর ২০১৪ রাত ১২:৪৭
231095
মুসা বিন মোস্তফা লিখেছেন : ছাড়ি নাই তবে বয়স অনুপাতে অনুপযুক্ত । যার কারনে অনেক সেক্টরে আটকে আছি
২৪ নভেম্বর ২০১৪ রাত ১২:৪৯
231096
আফরা লিখেছেন : কেন আপনার বয়স এখনো ১৮ হয়নি বুঝি !
২৪ নভেম্বর ২০১৪ সকাল ০৮:৩৮
231123
মুসা বিন মোস্তফা লিখেছেন : না Crying Crying Crying Crying Crying
287395
২৪ নভেম্বর ২০১৪ রাত ০৪:১৩
কাহাফ লিখেছেন :

বিয়ার ধান্ধায় আছেন তো তাই gf কৌতুকটা ২বার দিয়েছেন তাই না......??
আমরা সবাই চেষ্টা চালিয়ে যাব আপনার বউ খোজতে!
এক কুঠরী পরিমান হাসলাম উপস্হাপনা পড়ে!
হাসিমাখা অনেক ধন্যবাদ আপনাকে হে...হে...হে....হে!!! Cheer Cheer MOney Eyes MOney Eyes
২৪ নভেম্বর ২০১৪ সকাল ০৮:৩৯
231124
মুসা বিন মোস্তফা লিখেছেন : আল্লাহ আপনাদের অনুসন্ধানে সফলতা দান করুন । আমিন
287420
২৪ নভেম্বর ২০১৪ সকাল ০৮:১৮
যা বলতে চাই লিখেছেন : ভাল লাগলো। অনেক ধন্যবাদ।
২৪ নভেম্বর ২০১৪ সকাল ০৮:৩৯
231125
মুসা বিন মোস্তফা লিখেছেন : ধন্যবাদ
১০
287421
২৪ নভেম্বর ২০১৪ সকাল ০৮:১৮
নিরবে লিখেছেন : Big Grin Big Grin Big Grin
২৪ নভেম্বর ২০১৪ সকাল ০৮:৩৯
231126
মুসা বিন মোস্তফা লিখেছেন : Happy>- Happy>- Happy>-
১১
287582
২৪ নভেম্বর ২০১৪ বিকাল ০৪:২৯
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : শুরু থেকে শেষ পর্যন্ত পড়তে পড়তে একদম ঘুমিয়ে গেছি। তাই হাসার সময় পেলাম না। ঘুম থেকে জেগে উঠলে চেষ্টা করবো হাসাহাসি করার।
২৪ নভেম্বর ২০১৪ বিকাল ০৪:৩৫
231299
মুসা বিন মোস্তফা লিখেছেন : ওকে
১২
287895
২৫ নভেম্বর ২০১৪ বিকাল ০৪:৪৫
আবু বকর সিদ্দিক লিখেছেন : মাইনাস Winking Tongue Thumbs Up Chatterbox Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor ভালো লাগলো Angel Angel
২৫ নভেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:০৫
231639
মুসা বিন মোস্তফা লিখেছেন : পিলাচ Love Struck Love Struck Love Struck
১৩
287926
২৫ নভেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:১৬
ফেরারী মন লিখেছেন : Applause Applause Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Big Grin Big Grin Big Grin Thumbs Up Thumbs Up Thumbs Up
২৬ নভেম্বর ২০১৪ রাত ১২:৫১
231733
মুসা বিন মোস্তফা লিখেছেন : Happy Happy Happy Happy
১৪
289845
৩০ নভেম্বর ২০১৪ দুপুর ১২:৫৩
sarkar লিখেছেন : ভালো লাগলো
৩০ নভেম্বর ২০১৪ রাত ০৮:০১
233785
মুসা বিন মোস্তফা লিখেছেন : Talk to the hand

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File