অসামাজিক কর্মকাণ্ড ????

লিখেছেন লিখেছেন মুসা বিন মোস্তফা ১৪ নভেম্বর, ২০১৪, ১০:৫১:৩০ সকাল

অসামাজিক কাজে জড়িত থাকার অভিযোগে চট্টগ্রামের আগ্রাবাদ হোটেল থেকে ৯৬ নারী-পুরুষকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে তাদের আটক করে গোয়েন্দা পুলিশ। এ সময় ১০ বোতল বিদেশি মদ ও ২৩ বোতল বিয়ার উদ্ধার করা হয়।

মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার কুসুম দেওয়ান বলেন, হোটেল আগ্রাবাদে ডিজে পার্টির নামে অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ৯৬ নারী-পুরুষকে আটক করা হয়। আটকদের মধ্যে ৩৪ নারী ও ৬২ পুরুষ রয়েছেন।

আটকদের নগরীর ডবলমুরিং থানায় সোপর্দ করা হয়েছে।

সুত্রঃ নয়া দিগন্ত

Chatterbox Chatterbox Chatterbox Chatterbox Chatterbox Chatterbox Rose Rose Chatterbox

পুলিশ ইনকাম কম পড়লে বুঝি অভিযান শুরু হয় ?????

বিষয়: বিবিধ

১০১৪ বার পঠিত, ১০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

284129
১৪ নভেম্বর ২০১৪ সকাল ১১:১৬
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : Applause Applause Applause সাবাস . আটকের পর থানায় নিয়ে গিয়ে তাদের কিছু মাশোহারার বিনিময়ে ছেড়ে দেয়া হবে।
১৪ নভেম্বর ২০১৪ রাত ১০:৪৬
227439
মুসা বিন মোস্তফা লিখেছেন : মাশোহারাটা যদি ওসির বেডে রাত কাটানোর মধ্যেই সীমাবদ্ধ করে দেয় ???? phbbbbt কয়েকদিন আগে এক হালা হোটেলে রাত কাটাতে গিয়ে অস্ত্র হারাইয়া ফেলছিলো ;Winking Love Struck
284133
১৪ নভেম্বর ২০১৪ সকাল ১১:২৪
কাহাফ লিখেছেন :

অসামাজিক কর্মকান্ড কিছু মাল-পানি পড়লেই সামাজিকতার আওতায় অনায়েসে এসে যায়!
পুলিশের প্রায় কর্মকান্ডই অনৈতিকতায় ছেয়ে গেছে বলেই এমন সংবাদ শুনতে হয় আমাদের কে!!!
Praying Praying Praying
১৪ নভেম্বর ২০১৪ রাত ১০:৪৬
227440
মুসা বিন মোস্তফা লিখেছেন : কয়েকদিন আগে এক হালা হোটেলে রাত কাটাতে গিয়ে অস্ত্র হারাইয়া ফেলছিলো Broken Heart Praying
284136
১৪ নভেম্বর ২০১৪ সকাল ১১:২৯
হতভাগা লিখেছেন : পুলিশের চাকরিতে মানুষ যায়ই এই কারণে ।

বিভিন্ন সময়ে যে বিশেষ বিশেষ অভিযান চালিত হয় তা তাদের কাছে একসাথে ১০ টা ঈদের সমান ।

এসব যে আগেও হত না তা না , তবে পুলিশকে ম্যানেজ না করে এসব হত না ।
এখন মনে হয় টাকা পয়সায় একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে আসতে পারেনি বলে এই ধড় পাকড় ।
১৪ নভেম্বর ২০১৪ রাত ১০:৪৭
227441
মুসা বিন মোস্তফা লিখেছেন : লজিক না থেকে পারেই না
284155
১৪ নভেম্বর ২০১৪ দুপুর ০১:০১
এমরুল কায়েস ভুট্টো লিখেছেন : বর্তমানে নাকি ঘুষকে "বৈধ" ঘোষনা করা হয়েছে। সেই অনুসারে এটা "অসামাজিক" হবে না। Surprised Yawn
১৪ নভেম্বর ২০১৪ রাত ১০:৪৮
227442
মুসা বিন মোস্তফা লিখেছেন : ঘুষ আবার বৈধ ছিলো কবে ???????Tongue Tongue
284251
১৪ নভেম্বর ২০১৪ রাত ১১:০২
ফেরারী মন লিখেছেন : একদিন আসবে এই বাংলাদেশ ইউরোপের নেংটা পাগলদের আস্তনায় পরিণত হবে। অসামাজিক একসময় সামাজিকে পরিণত হবে। তার আগেই যেন আমার মরণ হয়। Sad Sad
284481
১৫ নভেম্বর ২০১৪ বিকাল ০৫:৩২
মুসা বিন মোস্তফা লিখেছেন : আরে আন্নে আছেন কোন দেশে ! এটা তো বহু দিন আগে থিকা শুরু হইচে

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File