কলমের স্বাধীনতা
লিখেছেন লিখেছেন মোঃ মাসুম সরকার আযহারী ১৬ মার্চ, ২০১৫, ০৯:১২:৫৬ সকাল
যাচ্ছি লিখে যা মনে চায়
নেই যে কোন বাধা।
ভাবছি না কে দিল হস্ত ,
কাগজ-কলম, মেধা?
যত বড়ই হওনা লেখক
মরণ তোমার হবে ।
যুগের পাতায় হাতের লেখা
স্বাক্ষী হয়ে রবে ।
লিখলে তোমার হস্ত দ্বারা
কেবল ভাল কথা,
খুশী হবে বিচার দিনে
দেখে হিসাব খাতা ।
বিষয়: সাহিত্য
৯৪০ বার পঠিত, ১৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
জাজাকাল্লাহু খাইর।
জাযাকাল্লাহু খাইর!
মন্তব্য করতে লগইন করুন