Roseকলমের স্বাধীনতা

লিখেছেন লিখেছেন মোঃ মাসুম সরকার আযহারী ১৬ মার্চ, ২০১৫, ০৯:১২:৫৬ সকাল



যাচ্ছি লিখে যা মনে চায়

নেই যে কোন বাধা।

ভাবছি না কে দিল হস্ত ,

কাগজ-কলম, মেধা?

Rose

যত বড়ই হওনা লেখক

মরণ তোমার হবে ।

যুগের পাতায় হাতের লেখা

স্বাক্ষী হয়ে রবে ।

Rose

লিখলে তোমার হস্ত দ্বারা

কেবল ভাল কথা,

খুশী হবে বিচার দিনে

দেখে হিসাব খাতা ।

Rose

বিষয়: সাহিত্য

৯৪০ বার পঠিত, ১৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

309249
১৬ মার্চ ২০১৫ সকাল ১১:৩৮
হতভাগা লিখেছেন : সুন্দর ছড়া লিখেছেন । মুখের বেলাতেও একই কথা প্রযোজ্য।
১৬ মার্চ ২০১৫ দুপুর ১২:০২
250205
মোঃ মাসুম সরকার আযহারী লিখেছেন : আস্‌সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। মন্তব্য করে আপনার ভাল লাগা রেখে যাওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। জাযাকাল্লাহু খাইরান।
309255
১৬ মার্চ ২০১৫ দুপুর ১২:১৪
মোতাহারুল ইসলাম লিখেছেন : অসাধারণ
১৬ মার্চ ২০১৫ দুপুর ০১:২৩
250214
মোঃ মাসুম সরকার আযহারী লিখেছেন : আস্‌সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। মন্তব্য করে আপনার ভাল লাগা রেখে যাওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। জাযাকাল্লাহু খাইরান।
309276
১৬ মার্চ ২০১৫ দুপুর ০২:০৭
অন্য চোখে লিখেছেন : সুন্দর
১৬ মার্চ ২০১৫ দুপুর ০২:১৭
250228
মোঃ মাসুম সরকার আযহারী লিখেছেন : আস্‌সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আপনার মতামতের জন্য ধন্যবাদ। জাযাকাল্লাহু খাইরান।
১৬ মার্চ ২০১৫ দুপুর ০২:২০
250230
অন্য চোখে লিখেছেন : ওয়াআলাইকুমআস্‌সালাম স্যার
309302
১৬ মার্চ ২০১৫ বিকাল ০৪:৩৫
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু স্রদ্ধেয় ভাইয়া। লিখাটি ছোট কিন্তু অর্থের দিক থেকে এর বিশালতা ও গুরুত্ব অনেক। ভীষণ ভালো লাগলো মূল্যবান একটি বিষয়ে সচেতনতা সৃষ্টি করার জন্য।

জাজাকাল্লাহু খাইর।
১৬ মার্চ ২০১৫ রাত ০৮:২৫
250307
মোঃ মাসুম সরকার আযহারী লিখেছেন : ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ। জাযাকিল্লাহু খাইরান ফিদ্দুনিয়া ওয়াল আখিরাহ।
309413
১৭ মার্চ ২০১৫ রাত ০৩:১৯
সাদিয়া মুকিম লিখেছেন : আসসালামু আলাইকুম ! চমৎকার, শিক্ষনীয় ছড়াটির জন্য আন্তরিক শুকরিয়া! আমাদের কথা, কাজ,লিখা সবকিছু সুন্দর ও সত্যের তরে হোক! আল্লাহকে খুশির জন্য হোক! Praying
জাযাকাল্লাহু খাইর! Good Luck Praying
১৭ মার্চ ২০১৫ সকাল ১০:৫৯
250395
মোঃ মাসুম সরকার আযহারী লিখেছেন : ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার সুন্দর মতামতের জন্য ধন্যবাদ। বারাকাল্লাহু ফীক।
309446
১৭ মার্চ ২০১৫ সকাল ১১:৩৯
আওণ রাহ'বার লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ Good Luck Good Luck
১৭ মার্চ ২০১৫ দুপুর ১২:০০
250402
মোঃ মাসুম সরকার আযহারী লিখেছেন : আস্‌সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। মন্তব্য করে আপনার ভাল লাগা রেখে যাওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। জাযাকাল্লাহু খাইরান।
310010
২০ মার্চ ২০১৫ সকাল ১১:১৪
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : ছড়ায় লেখকদের তেলবাজি লজ্জিত হলেও ভালো লাগেছে পড়ে। ধন্যবাদ।
২০ মার্চ ২০১৫ দুপুর ০৩:১৮
251075
মোঃ মাসুম সরকার আযহারী লিখেছেন : আস্‌সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। মন্তব্য করে আপনার ভাল লাগা রেখে যাওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। জাযাকিল্লাহু খাইরান ফিদ্দুনিয়া ওয়াল আখিরাহ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File