অনেক মজার কৌতুক (হাসি না পেলে পয়সা ফেরত)
লিখেছেন লিখেছেন মোঃ মাসুম সরকার আযহারী ১৪ মার্চ, ২০১৫, ০৪:৩৪:৪৪ রাত
ইঞ্জিনিয়ার যখন ডাক্তারঃ
**********************
এক ইঞ্জিনিয়ার চাকরি না পেয়ে একটা ক্লিনিক খুলল।
ক্লিনিকের বাইরে লিখে দিল-
“৩০০ টাকায় যে কোন রোগের চিকিৎসা করা হয়। রোগ ভাল না হলে ১০০০ টাকা ফেরৎ।“
এক ডাক্তার লেখাটা পড়ে ভাবলেন- ১০০০ টাকা রোজগার করার একটা দারুণ সুযোগ। এই সুযোগ হাত ছাড়া করা যায় না। তাই সে নিজেই রোগি সেজে ক্লিনিকে গিয়ে বলল-
✿ ডাঃ সাহেব! “আমার সমস্যা হল- আমি কোন জিনিষ খেয়ে কোন স্বাদ পাই না।“
✿ইঞ্জিনিয়ার তার নার্সকে বলল-“২২ নাম্বার বক্স থেকে ৩ ফোটা ওষুধ খাইয়ে দাও।“
✿ নার্স খাইয়ে দিল।
✿ রুগী (ডাক্তার)– “আরে, এটা তো পেট্রোল।“
✿ ইঞ্জিনিয়ার– “Congratulation। দেখলেন তো আপনি জিভে টেস্ট পেয়ে গেছেন। এবার আমার ৩০০টাকা ফীটা দিয়ে দেন।“
✿ রোগী (ডাক্তার) ৩০০ টাকা হারিয়ে ভাবলো, একে যে করেই হোক টাইট করতেই হবে, আর পয়সাটাও উসুল করতে হবে। তাই কিছুদিন পর আবার ক্লিনিকে এসে বলল-
"ডাক্তার সাহেব, আমার মেমরী কমে গেছে। কিছুই মনে থাকে না।“
✿ইঞ্জিনিয়ার– “নার্স, ওনাকে সেই ২২ নাম্বার বক্স থেকে ৩ ফোটা ওষুধ খাইয়ে দাও।“
✿ রূগী (ডাক্তার)– “কিন্তু স্যার, ওটা তো স্বাদ ফিরে পাওয়ার ওষুধ।“
✿ইঞ্জিনিয়ার– “দেখলেন তো ওষুধ খাওয়ার আগেই আপনার
মেমরী ফিরে এসেছে। দেন, আমার ৩০০ টাকা।“
এবার তার দুই বারে ৬০০ টাকা জলে যাওয়ার চিন্তায় মাথা খারাপ। রাগে গোস্বায় ফেটে পড়ছে নিন্তু কিভাবে টাকা উসুল করেবে উপায় না পেয়ে বাড়ি চলে গেল। আবার কিছুদিন পর ক্লিনিকে এসে বলল,
✿“স্যার, আমার দৃষ্টিশক্তি একেবারেই কমে গেছে। সবই খুব ঝাপসা দেখছি।“
✿ইঞ্জিনিয়ার– “এর কোন ওষুধ আমার কাছে নেই। এই নিন, আপনার ১০০০ টাকা।“
✿রুগী (ডাক্তার)– “কিন্তু এটা তো স্যার ৫০০ টাকার নোট।“
✿ইঞ্জিনিয়ার– “দেখুন, আপনার দৃষ্টিও ফেরৎ এসে গেছে। দেন আমার ফী ৩০০ টাকা।
হাহাহাহাহাহাহাহ
বিষয়: সাহিত্য
২৪৪৯ বার পঠিত, ২৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
হাসতে হাসতে কান্দা ফেলাইছি তাই
টাকা ফেরত দিতে হবে না!
টাকা ফেরত দিতে হবে না!!
টাকা ফেরত দিতে হবে না!!!
মন্তব্য করতে লগইন করুন