মেঘেঢাকা স্বপ্ন
লিখেছেন লিখেছেন মোঃ মাসুম সরকার আযহারী ১৪ মার্চ, ২০১৫, ১২:০৭:২৮ রাত
গলদঘর্ম, নির্ঘুম রাত
ভাবছো মেয়ে-ছেলে।
স্বপ্নগুলো বিবর্ণ হবে
বখাটে বনে গেলে।
╭✿╯*╭✿╯
গাড়ী বাড়ী জায়গা-জমি
কিনছ তাদের তরে।
সুখের লহর বহে যেন
তারের চারি দ্বারে॥
╭✿╯*╭✿╯
লাখো টাকা করছ খরচ
গড়তে সোনার ছেলে।
সুখের তরে রাখবে তোমায়
বৃদ্ধাশ্রমে ফেলে॥
╭✿╯*╭✿╯
শিখাও কোরআন যত্ন করে
গড়তে মানুষ খাঁটি।
শিখবে সবই নিজের থেকে
শ্রম হবে না মাটি॥
╭✿╯*╭✿╯
করবে দু'আ মরার পরে,
ফেলবে অশ্রু চোখে।
স্বপ্ন সফল , মরার পরেও
থাকবে সবাই সুখে॥
╭✿╯*╭✿╯
বিষয়: সাহিত্য
১২০৭ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
খুব সুন্দর লিখেছেন ভাইয়া অনেক ধন্যবাদ ।
ধন্যবাদ।
জাজাকাল্লাহু খাইর।
পার্থিব টাকা পয়সার মোহে জড়িয়ে সন্তানদের দ্বীনি শিক্ষা থেকে দূরে রাখা থেকে পানাহ চাই! দুনিয়া এবং আখিরাতে উভয় সফলতা অর্জন করতে পারে এই দোআ কাম্য!
চমৎকার কবিতাটির জন্য শুকরিয়া! জাযাকাল্লাহু খাইর
মন্তব্য করতে লগইন করুন