Roseমেঘেঢাকা স্বপ্ন

লিখেছেন লিখেছেন মোঃ মাসুম সরকার আযহারী ১৪ মার্চ, ২০১৫, ১২:০৭:২৮ রাত



গলদঘর্ম, নির্ঘুম রাত

ভাবছো মেয়ে-ছেলে।

স্বপ্নগুলো বিবর্ণ হবে

বখাটে বনে গেলে।

╭✿╯*╭✿╯

গাড়ী বাড়ী জায়গা-জমি

কিনছ তাদের তরে।

সুখের লহর বহে যেন

তারের চারি দ্বারে॥

╭✿╯*╭✿╯

লাখো টাকা করছ খরচ

গড়তে সোনার ছেলে।

সুখের তরে রাখবে তোমায়

বৃদ্ধাশ্রমে ফেলে॥

╭✿╯*╭✿╯

শিখাও কোরআন যত্ন করে

গড়তে মানুষ খাঁটি।

শিখবে সবই নিজের থেকে

শ্রম হবে না মাটি॥

╭✿╯*╭✿╯

করবে দু'আ মরার পরে,

ফেলবে অশ্রু চোখে।

স্বপ্ন সফল , মরার পরেও

থাকবে সবাই সুখে॥

╭✿╯*╭✿╯

বিষয়: সাহিত্য

১২০৭ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

308753
১৪ মার্চ ২০১৫ রাত ১২:২১
আফরা লিখেছেন : ছেলে মেয়েকে সঠিক শিক্ষা দিতে না পারলে তাদের নিয়ে দেখা স্বপ্ন গুলো মেঘ না বৃষ্টি হয়ে ঝড়বে দুচোখ বেয়ে ।

খুব সুন্দর লিখেছেন ভাইয়া অনেক ধন্যবাদ ।

১৪ মার্চ ২০১৫ রাত ১২:৩৩
249758
মোঃ মাসুম সরকার আযহারী লিখেছেন : আস্‌সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আপনার সুন্দর মতামতের জন্য ধন্যবাদ। জাযাকিল্লাহু খাইরান ফিদ্দুনিয়া ওয়াল আখিরাহ।
308755
১৪ মার্চ ২০১৫ রাত ১২:৪৪
আবু জারীর লিখেছেন : চমৎকার হয়েছে।
ধন্যবাদ।
১৪ মার্চ ২০১৫ রাত ১২:৪৯
249761
মোঃ মাসুম সরকার আযহারী লিখেছেন : আস্‌সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। মন্তব্য করে আপনার ভাল লাগা রেখে যাওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। জাযাকাল্লাহু খাইরান।
308757
১৪ মার্চ ২০১৫ রাত ০১:২৫
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু স্রদ্ধেয় আযহারী ভাইয়া। বরাবরের মত প্রাণস্পর্শী শিক্ষণীয় লিখনী। অসাধারণ লাগলো শব্দের অর্থগুলো। কোরআনের আলো ছাড়া সবই বৃথা। দুনো কালেই অন্ধকার এই বোধ যত তাড়াতাড়ি আমাদের বিবেককে জাগিয়ে তুলবে ততই মঙ্গল। অন্যথায় অন্ধকার ছাড়া আর কিছুই অবশিষ্ট থাকবে না।

জাজাকাল্লাহু খাইর।
১৪ মার্চ ২০১৫ রাত ০১:৪১
249765
মোঃ মাসুম সরকার আযহারী লিখেছেন : ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার সুন্দর মতামতের জন্য ধন্যবাদ। মন্তব্য করে আপনার ভাল লাগা রেখে যাওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। জাযাকিল্লাহু খাইরান ফিদ্দুনিয়া ওয়াল আখিরাহ।
308764
১৪ মার্চ ২০১৫ রাত ০৩:৩১
সাদিয়া মুকিম লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ ।

পার্থিব টাকা পয়সার মোহে জড়িয়ে সন্তানদের দ্বীনি শিক্ষা থেকে দূরে রাখা থেকে পানাহ চাই! দুনিয়া এবং আখিরাতে উভয় সফলতা অর্জন করতে পারে এই দোআ কাম্য!

চমৎকার কবিতাটির জন্য শুকরিয়া! জাযাকাল্লাহু খাইর Good Luck Angel Praying Star
১৪ মার্চ ২০১৫ রাত ০৩:৩৯
249778
মোঃ মাসুম সরকার আযহারী লিখেছেন : ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুনিয়া ও আখিরাতে আল্লাহ আপনাদের কামিয়াবী দান করুন। আপনার সুন্দর মতামতের জন্য ধন্যবাদ। জাযাকিল্লাহু খাইরান ফিদ্দুনিয়া ওয়াল আখিরাহ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File