ধর্মনিরপেক্ষতার স্বরূপ
লিখেছেন লিখেছেন মোঃ মাসুম সরকার আযহারী ০৭ মার্চ, ২০১৫, ০২:২৫:৩৬ রাত
সৃষ্টির শুরু হতে দু'টো দলই দুনিয়াতে
নেই কোন তৃতীয় পক্ষ॥
এক, ব্যয় করে সমস্ত দ্বীন কায়েমে ব্যস্ত
অপরটি বাতিলের পক্ষ॥
এছাড়া আছে যত দাবিদার শত শত
পরিচয় দেয় নিরপেক্ষ॥
তাদের পরিচয় ভবে মুনাফিক ওরা সবে
নয় কভু স্বতন্ত্র পক্ষ॥
হিন্দু-বৌদ্ধ যত, চলে যার ধর্ম মত
ধর্মে নয় কভু নিরপেক্ষ॥
মুসলিম নাম ধরে, নামাজ-রোযা করে,
দাবি করে ধর্মনিরপেক্ষ !?
বিশ্বাস নেই ধর্মকর্মে নাস্তিকদের কাজে-কর্মে
মিলায় সুর, হাত ও বক্ষ॥
কেবল তারাই মানে পরিচয় দিতে জানে
আমি এক ধর্মনিরপেক্ষ॥
বিষয়: সাহিত্য
১০১৬ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মানুষের মন মানসিকতা ও চিন্তা চেতনার আলোকে ধর্মসংক্রান্ত বিশ্লেষণটি অনেক ভালো লাগলো।
মন্তব্য করতে লগইন করুন