মানব মনে কটু কথার প্রভাব
লিখেছেন লিখেছেন মোঃ মাসুম সরকার আযহারী ০৫ মার্চ, ২০১৫, ০৮:৫১:৩৩ সকাল
মন ভাঙ্গা যায় খুব সহজে
ঠুনকো কাঁচের মত।
শত চেষ্টায় জোড়া দিলেও
রয়ে যায় কিছু ক্ষত।
কটু কথায় আঘাত কাঠে
পিন ঠুকানোর মত।
অনেক কষ্টে তুলে নিলেও
রয়ে যায় তাতে গর্ত।
তিক্ত কথায় ক্ষিপ্ত করা
কাগজ ভাঁজের মত
আয়রন দিয়ে ডলে-ঘষেও
হয় না সোজা তত।
সকল সময় সবার সাথে
বলবে ভালো কথা।
কটু কথায় আঘাতের চেয়ে
ভালো নিরবতা।
বিষয়: সাহিত্য
১১৩০ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন