হাদিসের বিশাল ভান্ডার
লিখেছেন লিখেছেন মোঃ মাসুম সরকার আযহারী ১১ জানুয়ারি, ২০১৫, ১২:১৩:৫০ রাত
যারা ইসলাম সম্পর্কে জানতে চান, সরাসরি হাদিস থেকে ইসলামি জ্ঞান আহরণ করতে চান তাদের জন্য হাদীসের একটি অত্যন্ত উপকারী ওয়েবসাইটের সন্ধান দিচ্ছি যেখানে-
১। নিম্ন লিখিত বিশুদ্ধ হাদিস গ্রন্থের হাদীসগুলোকে আরবি,বাংলা ও ইংরেজি তিনটি ভাষায় পাবেন।
২। তিনটি ভাষায় হাদিস সার্চ করার সুযোগ।
৩। প্রতি্টি হাদিসের হুকুম বা নির্ভরযোগ্যতা দেয়া আছে।
৪। সরাসরি হাদিস প্রিন্ট করার সুযোগ।
৫। হাদিস ফেসবুক/ টুইটারে প্রচার করার সুযোগ।
৬। কপি-পেস্ট করার সুযোগ।
৭। পর্যায়ক্রমে প্রতিটি হাদিসের ব্যাখ্যা ও টীকা দেয়া হবে।
যে গ্রন্থগুলোর হাদিস পাওয়া যাবেঃ
১। সহিহ বুখারি
২। সহিহ মুসলিম
৩। আত-তিরমিযি
৪। ইবনে মাজাহ
৫। মুয়াত্তা ইমাম মালিক
৬। সুনানে নাসায়ী
৭। সুনানে আবু দাউদ
৮। রিয়াদুস সালেহিন
৯। আলবানীর জাল হাদীস সিরিজ
১০।বুলুগুল মারাম
১১।মুসনাদে আহমাদ
১২।মেশকাত শরীফ
১৩।নববির চল্লিশ হাদিস
১৪।হাদিসে কুদসী
১৫।আল-আবাদুল মুফারাদ
ইত্যাদি সহ আরো কিছু হাদিস গ্রন্থ।
তাহলে আর দেরী না করে ঘুরে আসুন হাদিসের জগতে নিম্নের লিংক থেকঃ
http://ihadis.com
যারা এই মহৎ কাজটি করেছেন আল্লাহ তাদেরকে উত্তম প্রতিদান দান করুন।
বিষয়: বিবিধ
২০৫৪ বার পঠিত, ১৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
সুন্দর পোষ্ট। জাজাকাল্লাহু খাইরান।
লিঙ্কটি কাজ করছে না। ঠিক করে দিন।
সুন্দর পোষ্টের জন্য আন্তরিক শুকরিয়া।
.com লিখার পরে কিছু থাকলে ডিলিট করে দিন। তাহলেই ওপেন হবে ইনশাআল্লাহ্
লিন্কটির জন্য আবারো শুভেচ্ছা।
মহান আল্লাহ আমাদর সবাইকে হেদায়েত দিয়ে দুনিয়া ও আখেরাতে নেক কামিয়াবী দান করুন, আমীন।
মন্তব্য করতে লগইন করুন