কি বলবো আর 5

লিখেছেন লিখেছেন টিপু এসডি দেব ১১ নভেম্বর, ২০১৪, ১২:০৬:৩৯ দুপুর

এখনকার ছেলে মেয়েরা আই লাভ ইউ বলতে সময় লাগে না । যেমন মুখের ভিতর সপ্নপরি জর্দ্দা দিয়ে একটা পান খেয়ে । লাজুক ভাবে বলে ফেলে আই লাভ ইউ । তখন কোনো ফিলিং থাকেনা । কয়েকদিন পর আবার আই হেট ইউ । ভাব্বা আসলে বাংলাদেশে ছেলেরা ইংরেজি একটু বেশি পড়েছে বলতে ও সময় লাগে না । এখনকার প্রেম ও ডিজিটাল । কয়েকদিন আড্ডা মারলো তারপর রেষ্টুরেন্টে তারপর হোটেলে তারপর আর কি সেটাই তো জানেই । বলে মূখ নষ্ট করবো না । কারন তারা মায়ায় পরে , প্রেমে পড়ে না । তারা ভোগ করতে জানে , ভালবাসতে জানে না । এখন আপনারা বলুন সঠিক কথা ।

বিষয়: সাহিত্য

১০০২ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

283230
১১ নভেম্বর ২০১৪ দুপুর ০২:৫৬
ফেরারী মন লিখেছেন : এখনকার ছেলে মেয়েরা আই লাভ ইউ বলতে সময় লাগে না । যেমন মুখের ভিতর সপ্নপরি জর্দ্দা দিয়ে একটা পান খেয়ে । লাজুক ভাবে বলে ফেলে আই লাভ ইউ । Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor

একদম সত্যি বলেছেন। আপনি এত সত্যি কথা কোথা থেকে শিখেছেন?
১১ নভেম্বর ২০১৪ সন্ধ্যা ০৭:৫৬
226580
টিপু এসডি দেব লিখেছেন : জানিনা আপনার কাছে এইটা কেমন লাগছে । কিন্তু আমি এইটুকু বলতে পারি ১০০% মধ্যে ৯০% ছেলে মেয়েরা বলে ফেলে । তাদের এইটা নেশা হয়ে গেছে পেলেই বলে দিবো ঠিক সেই সপ্নপরী র্জদ্দার মতো । এই র্জদ্দাটি খেলে মাথায় আউলা বাউলা হবে । কিন্তু এইটা বুঝে না র্জদ্দা খেলে যে তার ক্যান্সার হতে পারে । ঠিক তেমনি ওইটা ও বুঝে না আই লাভ ইউ বলে একের পর এক প্রেম নষ্ট হবে । যাগগে যেইটা বলেছেন সেইটা বলছি । আমি কারো কাছে যাই না শিকার জন্য ।নিজের মাথায় যা আছে তাই বলি । আমি নিজেই সব শুধু আমার জন্য

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File