ভালবাসার মরণ নাই
লিখেছেন লিখেছেন টিপু এসডি দেব ১৫ নভেম্বর, ২০১৪, ০৫:৪৯:৩১ সকাল
ভালবাসা কি ?
*
প্রতিদিন একটা ছেলে ফোন দিয়ে তোমায় বিরক্ত করে । কয়েকদিন পর যদি আর ও ফোন দেয় না এবং তাকে মনে মনে খুজো তাকেই ভালবাসা বলে ।
*
তোমাকে কয়েকটি সুন্দর সুন্দর মেসিজ কেও পাঠায় তার মেসিজ আসলে তোমার রাগ হয় । কিন্তু যখন আসে না । তখন ওই মেসিজ খুজে পড় সেটাকেই বলে ভালবাসা ।
*
প্রতিদিন ফেসবুকে তোমার ক্লোজ বন্ধুদের সাথে চ্রাট হয় । যখন তুমি ফেসবুকে আসো না । কিন্তু তোমার ইনবক্সে ওদের একের পর একটা মেসিজ আসে ।আর সেটাই হলো ভালবাসা ।
বিষয়: সাহিত্য
১২৬৯ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ভাল বাসা বানাইতেই পারলাম না এখনো!
ভালবাসা বুঝবো কি করে.....।!!!
অথবা ,
স্ত্রীর দেদারসে খরচ করার অভ্যাস। ঈদের শপিংয়ে কেনার প্ল্যানিং করছে । সেখানে তার জন্যই খরচ হবে ৪০-৫০ হাজার টাকা । বেতন পান মাত্র ২৫ হাজার ।
স্ত্রীকে একটু মিতব্যয়ী হবার অনুরোধ করলেন । তার রিয়েকশন তখন কি হবে ? আপনার নিখাদ ভালবাসা কি তাকে এখানেও স্থির রাখবে ?
আছেন তো কল্পনার জগতে ! বাস্তবতায় ঢোকেন ।
মন্তব্য করতে লগইন করুন