কি বলবো আর 7
লিখেছেন লিখেছেন টিপু এসডি দেব ২০ নভেম্বর, ২০১৪, ০৪:০১:৩১ বিকাল
কাউকে যদি ভালবাস তাহলে তার চেহারা ও টাকা দেখে ভালবাস না । তাতে তুমি ও কষ্ট পাবে অন্যজনকে ও কষ্ট দিবে । তার চেয়ে ওকে মন দিয়ে ভালবাস । তাতে তুমি ও একটা ভালবাসা বুঝবে ও শিখতে পাবে । ভালবাসা কারে কয় ।
বিষয়: সাহিত্য
১০৭২ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন