কি বলবো আর2 ?

লিখেছেন লিখেছেন টিপু এসডি দেব ০১ নভেম্বর, ২০১৪, ০৯:৪৬:০৭ রাত

এক ব্যাক্তি একটা পাখি শিকার করতে বেরিয়েছে ,হঠাত্‍ একটা পাখি দেখতে পেল শিকারি । ও তৈরি হয়ে যাওয়ার সাথে পাঁখি জিঙ্গাসা করলো,একটি বৃক্ষকে , বৃক্ষ তুমি আমাকে বাঁচাও । বৃক্ষটি উটে বলে দেখ সারাদিন আমার উপরে বসে বসে আমার জায়গা তুই ক্রয় করে দেস ।আমি পারবো না,যখন তীরটি শিকারী মারবে । ঠিক সেই সময় পিঁপড়া ওই শিকারীর পাঁয়ে এসে কামড় বসিয়ে দিলো যাতে পাঁখিটি উরে চলে যায় । ঠিক তেমনি ও কাজটা হলো । তীরটি ছুড়ে পড়লো গাছে আর ওই পাঁখিটি উরে দিলো । আর সেই দিকে ওই পিঁপড়াকে জোরে ছর দিয়ে পাঁ থেকে পেলে দিলো ।যখন শিকারী চলে গেল তখন এসে পাঁখি জিঙ্গাসা করলো তুমি আমার জন্য মরতে যাচ্ছিলে কেন ? তখন পিঁপড়া বলে প্রকৃত বন্ধুই বিপদে দাড়ায় । এই কথা শুনে পাঁখিটি বুঝতে পারলো আমি যাকে গাছ থেকে তারিয়ে দেই গাছের কিছু না হতে ।সেই গাছ যার সাথে আমার এত মধুর সম্পর্ক সেই আমার বলেছে আমার জন্য কিছুই করতে পারবে না । আর ওই পিঁপড়া যেইটা আমার শত্রু ও আমার জিবন বাঁচালো । কথাটি এইটা যে আপনি প্রতিদিন অনেক ভালো ভালো বন্ধুর সাথে চলেন । একসাথে থাকেন একসাথে চলেন । আর যখন বিপদে পড়েন তখন তোমার ওই বন্ধুদেরকে পাওয়া যায় না । কিন্তু যে প্রকৃত বন্ধু সে নিশ্চয় তোমার পাশে দাড়িয়েবে । কারন ও বন্ধুত্ব বুঝে ।

বিষয়: বিবিধ

১২০০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File