Kalar gow ,কালার গাঁও
লিখেছেন লিখেছেন টিপু এসডি দেব ০১ নভেম্বর, ২০১৪, ০১:১০:২০ দুপুর
বাংলাদেশ , সিলেট , বিভাগের , মৌলভীবাজার উপজেলার , ১ নং খলিলপুর ইনিয়ন পরিষদের অন্যতম গ্রাম । গ্রামটির নামঃ কালার গাঁও । গ্রামের সবাই হিন্দু (সনাতন ধর্মের অধিকারি) এই গ্রামের মানুষরা অতি সরল সহজ । যেখান থেকেই এই গ্রামে মানুষ আসেন তারা এই গ্রামকে ভুলতে পারেন না । কারন এখানের প্রকৃতি , প্রাকৃতিক সব কিছুই সুন্দর নিজের মনকে আলোড়িত করে । এক দিকে যখন সূর্য্য উটে তখনই সবাই কাজে বের হয় । এবং যখন সূর্য্য ডুবে যায় তখন ধীরে ধীরে সবাই কাজ করে বাড়িতে ফিরে । কিন্তু একটা মূল নীতি কোনো ধরনের পুঁজা ও উত্সব হয় । ওরা ধর্ম আর কর্ম দুইটাই চালায় । তারা এটাই বুঝে ভগবান পাঠিয়েছেন আমার ভগবানের সেবা করবো না তা কি হয় । সেইদিকে গ্রামের দুইটি শিক্ষা প্রতিষ্ঠান আছে । একি সবাই আসে পড়তে । ওই বিদ্যালয়ের নামঃ হামরকোনা সরকারি বিদ্যালয় ।আর একটি ধর্মের বিদ্যালয় । বিদ্যালয়টির নামঃ কালার গাঁও শিশু মঙ্গল বিদ্যানিকেতন । এই বিদ্যালয়ে সব সনাতন ধর্মের মানুষরা ধর্ম বিষয়ে ঙান লাভ করে । যারা এই গ্রামে আসেন তারা ভুলতে পারেন না । তার মধ্যে ও একটা শশ্মানঘাট আছে যেখানে সনাতন ধর্মের মানুষরা যঙঃ দাউও করে । যারা মৃত্যু করে তাদের ওইকানে দাউও করা । আর এই এলাকার মানুষ ধনী গরিব সবাই মিলে মিশে বসবাস করে । আমার আর কিছু বলার নাই আপনারা এসে দেখতে পারেন । ইতি
বিষয়: বিবিধ
১২০৩ বার পঠিত, ৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
সিলেটের সব ইউনিয়নে যা্বার অভিজ্ঞতা আছে। তবে নিদৃষ্ট গ্রামরে কথা শুনিনি। এর অবস্থান কোন দিকে।
মন্তব্য করতে লগইন করুন