বেনজিরদের দলীয় পদ দেয়া এখন সময়ের দাবি

লিখেছেন লিখেছেন খান জুলহাস ১৯ জানুয়ারি, ২০১৫, ০৮:০৫:৩২ রাত



সাম্প্রতিক সময়ে আইনশৃঙ্খলা বাহিনীর প্রধানদের মুখে যে বক্তব্য শোভা পাচ্ছে তাতে বোঝাই যাচ্ছে দেশের প্রশাসন দলীয় মুক্ত নয়।

এখন শুধু প্রয়োজন দলীয় পদপদবী। প্রশাসনের পদ পদবী ছাড়াও দলীয় পদের দরকার আছে। দলীয় পদ পদবী না থাকলে প্রকাশ্যে প্রচার প্রচারনা চালাতে একটু কষ্ট হয়। সামন্য হলেও বাধাঁর সামনে পড়তে হয়। পদ পদবী থাকলে ঐ পদের জোরে হলেও একটু দলীয় প্রচারনা চালাতে কোন বাধাঁ থাকে না বেনজিরদের।

নির্বাচন নিযে মন্তব্য করার পর নাগরিক সমাজে যে প্রতিক্রিয়া দেখা গিয়েছিলো তা দলীয় পদ পদবী থাকলে এ প্রতিক্রিয়া দেখাতে পারতো না।

তাই বেনজিররা সরকারের প্রতি একটু ক্ষুদ্ধ হতেই পারে।

তাই সরকারের উচিৎ তাদের দলীয় পদপদবী দেয়া। আমি সরকারে কাছে অনুরোধ জানাচ্ছি তারা যেন বেনজিরদের আওয়ামী লীগের কোন না কোন পদ দিবেন।

বিষয়: রাজনীতি

১০৩৯ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

300839
১৯ জানুয়ারি ২০১৫ রাত ০৮:৩১
অনেক পথ বাকি লিখেছেন : সহিংসতা দমাতে সরকারী কর্মকর্তারা এসব কথা বলতেই পারে। এতে তো কোনো অসুবিধা দেখি না।
১৯ জানুয়ারি ২০১৫ রাত ০৮:৫৮
243352
রক্তলাল লিখেছেন : কি বললেন ভাই? বেনজির শুধু দলীয় বক্তব্যই নয়, বরং সন্ত্রাসের গুরু ছাত্রলীগের কালা মানিকের ভূমিকায় খুন হত্যার ভয় দেখাচ্ছে আর আপনি বলছেন সহিংসতা দমাতে?

300843
১৯ জানুয়ারি ২০১৫ রাত ০৯:০১
খান জুলহাস লিখেছেন : নির্বাচন কখন হবে তা কি করে সরকারী কর্মকর্তারা বলে। তাহলে তো রাজনীতিবিদ ও সরকারী কর্মচারীর কোন পার্থক্য থাকে না।

এভাবে কোন সভ্য দেশ চলতে পারেনা।
300847
১৯ জানুয়ারি ২০১৫ রাত ১০:৩০
সবুজেরসিড়ি লিখেছেন : সরকারী কর্মকর্তা কাজ করে রাষ্ট্রের জন্য রাষ্ট্র হল জনগনের প্রতিনিধিত্বকারী তাই কোন সরকারী কর্মকর্তা বলতে পারে না নির্বাচন কবে হবে, যুদ্ধ ঘোষনা করতে পারে না জনগনের বিরুদ্ধে আর এইগুলা যদি কোন সরকারী কর্মকর্তা করে থাকে সেটা হবে রাষ্ট্রদ্রোহী অবশ্যই তাকে আইনের কাঠগড়াই দাড়াতে হবে .
300876
২০ জানুয়ারি ২০১৫ সকাল ০৮:৩৩
মোতাহারুল ইসলাম লিখেছেন : হয়ত এই ধাক্কা সামলিয়ে উঠতে পারলে আওয়ামী লীগ আইন করে সরকারী কর্ম-কর্তাদের দলীয় পদ নিতে বাধ্য করবে।
300931
২০ জানুয়ারি ২০১৫ দুপুর ০৩:৪৯
হতভাগা লিখেছেন : দলের বাইরে থেকে কি দলের জন্য কাজ করা যায় না ?

গন মানুষের দল আওয়ামী লীগের জন্য মন থেকে সবারই কাজ করার ইচ্ছা করে।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File