বেনজিরদের দলীয় পদ দেয়া এখন সময়ের দাবি
লিখেছেন লিখেছেন খান জুলহাস ১৯ জানুয়ারি, ২০১৫, ০৮:০৫:৩২ রাত
সাম্প্রতিক সময়ে আইনশৃঙ্খলা বাহিনীর প্রধানদের মুখে যে বক্তব্য শোভা পাচ্ছে তাতে বোঝাই যাচ্ছে দেশের প্রশাসন দলীয় মুক্ত নয়।
এখন শুধু প্রয়োজন দলীয় পদপদবী। প্রশাসনের পদ পদবী ছাড়াও দলীয় পদের দরকার আছে। দলীয় পদ পদবী না থাকলে প্রকাশ্যে প্রচার প্রচারনা চালাতে একটু কষ্ট হয়। সামন্য হলেও বাধাঁর সামনে পড়তে হয়। পদ পদবী থাকলে ঐ পদের জোরে হলেও একটু দলীয় প্রচারনা চালাতে কোন বাধাঁ থাকে না বেনজিরদের।
নির্বাচন নিযে মন্তব্য করার পর নাগরিক সমাজে যে প্রতিক্রিয়া দেখা গিয়েছিলো তা দলীয় পদ পদবী থাকলে এ প্রতিক্রিয়া দেখাতে পারতো না।
তাই বেনজিররা সরকারের প্রতি একটু ক্ষুদ্ধ হতেই পারে।
তাই সরকারের উচিৎ তাদের দলীয় পদপদবী দেয়া। আমি সরকারে কাছে অনুরোধ জানাচ্ছি তারা যেন বেনজিরদের আওয়ামী লীগের কোন না কোন পদ দিবেন।
বিষয়: রাজনীতি
১০৩৯ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এভাবে কোন সভ্য দেশ চলতে পারেনা।
গন মানুষের দল আওয়ামী লীগের জন্য মন থেকে সবারই কাজ করার ইচ্ছা করে।
মন্তব্য করতে লগইন করুন