চেইন খোলা খুবই সোজা

লিখেছেন লিখেছেন না বলা কথা ১৭ নভেম্বর, ২০১৪, ১০:১১:৫৩ সকাল





পৃতিবীতে যতগুলো বসবাসের অযোগ্য শহর আছে তার মধ্যে ঢাকা হলো অন্যতম। আমি এই তথ্যটি কিছুদিন আগে পত্রিকায় পড়েছি। আমি নিজেও আর্ন্তজাতিক এই জরিপের সাথে একমত পোষন করছি। কেননা রাস্তায় বের হলে মনে হয় ,এই দেশে কোন আইন নেই,কোন শাসক নেই, দেশকে ভালবাসার কোন মানুষ নেই । সবাই যেন নিজকে নিয়ে ব্যস্ত । চাচা আপন প্রাণ বাচাঁ।

চেইন মানে জিপার আর সোজা মানে সহজ। আমি মানিকনগর বিশ্ব রোডের টিটি পাড়া মোড় দিয়ে যাতায়াত করি । এই মোড়টাতে দাড়িয়ে থাকাটা খুবই কষ্টের। কেননা প্রসাবের গন্ধে এখানে টিকে থাকা কঠিন। রিক্সাওয়ালা,পথচারী , টোকাই, বাসের হেলপার এমনকি মোড়ে দায়িত্বরত ট্রাফিক পুলিশও রাস্তার পাশে দাড়িঁয়ে প্যান্টের চেইনটি খোলে মেশিনটি চালু করেন যার ফলে দুষিত পানি জমে যায় পিচঢালা রাস্তায়।

শুধু টিটি পাড়া মোড় নয় বায়তুল মোকাররম এর সামনের রাসত্মাসহ ( জুয়েলারী মার্কেটের সামনের রাস্তয়) রাজধারীর বিভিন্ন রাস্তা ও জেলা শহরগুলোতেই এই চিত্র আছে বলে আমার বিশ্বাস। এসব দেখবে কে? যেখানে দায়িত্বরত পুলিশদের জন্য টয়লেটের ব্যবস্থা নেই সেখানে আমার মত সাধারণ পাবলিকের কথা না বলায় ভাল।

আমাদের দেশের রাস্তার পাশে কোটি কোটি টাকা খরচ করে ড্রেন তৈরি করা হয় কিন্তু সেই ড্রেণ কালের বির্বতনে হারিয়ে যায় তা আর খুজে পাওয়া যায় না। বাসার ময়লা,দোকানের ময়লা,অফিসের ময়লা, হোটেলের ময়লা ,এমনটি রাস্তা পরিষ্কারের পর যে ময়লা হয় তাও ড্রেনের মধ্যে ফেলতে আমাদের বিবেকে একটু বাধে না। একটু কষ্ট করে ডাস্টবিনে ময়লা ফেলতে আমাদের কষ্ট হয় বা অনেকের মর্যাদায় লাগে অথচ ড্রেনে ময়লা ফেলার কারণে ড্রেণ ভরে যাচ্ছে যার ফলে একটু বৃষ্টিতেই রাসত্মা তালিয়ে যায় তখন আমাদের জুতা মুজা হাতে নিয়ে প্রসাব পায়খানা মিশ্রিত পানিতে হাটতে একটুও মর্যাদায় লাগে না। সতিক্যার অর্থে আমরা দেশকে ও আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে ভালবাসি না। যদি ভালই বাসতাম তবে দেশ ও ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে জীবন্ত নদীকে ভরাট করে মেরে ফেলতাম না, যদি ভালই বাসতাম তবে নিজ দায়িত্বে ড্রেণ পরিষ্কার রাখতাম, যদি ভালই বাসতাম তাহলে রাস্তার ট্রাফিক আইন মেনে চলতাম, যদি ভালই বাসতাম তবে সারাদিন-রাত গ্যাসের চুলা জ্বালিয়ে রাখতাম না, যদি ভালই বাসতাম তবে ফিটনেস বিহীন গাড়ি রাস্তায় চলার অনুমতি দিতাম না, যদি ভালই বাসতাম তবে দুটি টাকার জন্য ইয়াবার ব্যবসা করতাম না সর্বোপরী যদি দেশকে ভালই বাসতাম তবে বিজাতীয় সংস্কৃতি আমদানী করে দেশের তরুণ সমাজের চরিত্র নষ্ট করতাম না।

দুটি পয়সা লাভের জন্য আমরা আমাদের খাদ্য দ্রব্য আজ ফরমালিন ব্যবহার করছি। একজন অসুস্থ রোগেীর যেখানে ফল খেয়ে সুস্থ হওয়ার কথা সেখানে আরো অসুস্থ হয়ে যাচ্ছে। পুলিশকে পাচঁশত টাকা দিলেই ব্যবসায়ীর ফরমালিন যুক্ত ফল বিশুদ্ধ হয়ে যায় আর টাকা না দিলেই বিশুদ্ধ ফল ফরমালিন যুক্ত হয়।

আসুন টাকা নয় দেশ ও দেশের মানুষকে ভালবাসি।



বিষয়: বিবিধ

১১৯৪ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

285164
১৭ নভেম্বর ২০১৪ দুপুর ০২:০৮
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : এই দেশে আর বাস করতে ইচ্ছে করে না। মানুষে ভেজাল, খাদ্যে ভেজাল, চলতে ভেজাল, ফিরতে ভেজাল। ভেজালে ভেজালে ছয়লাব। দেশকে নিয়ে ভাবার সময় কৈ আমাদের। সুন্দর পোষ্টের জন্য ধন্যবাদ
285207
১৭ নভেম্বর ২০১৪ দুপুর ০৩:৪৪
না বলা কথা লিখেছেন : অনেক ধন্যবাদ
297878
২৯ ডিসেম্বর ২০১৪ দুপুর ০২:৫৮
মনসুর লিখেছেন : মাশাআল্লাহ, সুন্দর লিখেছেন। আলহামদুলিল্লাহ, জাজাকাল্লাহু খাইরান। শুভেচ্ছান্তে ধন্যবাদ।

"একটু বৃষ্টিতেই রাস্তা তালিয়ে যায় তখন আমাদের জুতা মুজা হাতে নিয়ে প্রসাব পায়খানা মিশ্রিত পানিতে হাটতে একটুও মর্যাদায় লাগে না।" - কথা সত্য।
আসলে, কুশিক্ষিত-লোভী মানুষ চিরতরে অসভ্য হয়ে যায়, কখনো সৎ-সচেতন হয় না।

মহান আল্লাহ আমাদর সবাইকে হেদায়েত দিয়ে দুনিয়া ও আখেরাতে নেক কামিয়াবী দান করুন, আমীন।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File