যে কমিউনিস্টরা বলে ইসলাম রক্তপাতের কারন তাদের নিজেদের ইতিহাস কেমন?

লিখেছেন লিখেছেন কাউয়া ০৪ ফেব্রুয়ারি, ২০১৫, ১০:৩৩:১০ রাত

নাস্তিকদের নিকট একটি অন্যতম আদর্শবাদী রাষ্ট্র হচ্ছে সাবেক সোভিয়েত রাশিয়া।

দ্বিতীয় মহাযুদ্ধের শেষে ১৯৪৫-১৯৪৭ পর্যন্ত পরাজিত জার্মানীকে

দখল করে রাশিয়ানরা পৃথিবীর ইতিহাসে এমন ধর্ষণের ইতিহাস গড়েছে যে, যা আর কেউ গড়তে পারেনি!

হলোকাস্ট (ইহুদি হত্যাকান্ড) নিয়ে অনেক কথা শোনা যায়।

অধিকাংশ ঐতিহাসিকের মতে এই হলোকাস্টে প্রায় ছয় মিলিয়ন ইহুদিকে হত্যা করা হয়।

কিন্তু রাশিয়ার রেড আর্মির অপরাধের কাছে তুলনা করার মত সেটা যেন কিছুই না।

ধর্ষণ ছিল রাশিয়ার বিজয়ী রেড আর্মির সদস্যদের জন্য স্বাধীন আনন্দ করবার বৈধ অধিকার।

সাবেক রেড আর্মির সবোচ্চ পর্যায় থেকে তাদের সৈন্যদের যা ইচ্ছা তা করার অনুমতি দেয়া হয়।

কেবল একটা ঘটনার কথা বলি।

দখলকৃত সাবেক জার্মানির “পূর্ব প্রুশিয়ায়” যেখানে ৮ থেকে ৮০ বছর বয়সী শিশু,গর্ভবতী নারী,ক্যাথলিক গির্জার নান,ইত্যাদি বিভিন্ন পেশার নারীদের সঙ্গে রেড আর্মির সৈন্যরা প্রকাশ্যে জোরজবরদস্তিমূলক যৌন সম্পর্ক স্থাপন করে।

ওই সময় এই দেশের কোন নারী গণধর্ষণ থেকে রেহাই পাইনি।

যুদ্ধে পরাজিত জার্মানদেরকে তারা মানুষ মনে করে নি।

কমপক্ষে ২০ লক্ষাধিক নারীকে ধর্ষণ করা হয়েছিল বলে ধারনা করা হয়।

কেননা যুদ্ধের ১ বছর পরে ২০ লক্ষ ধর্ষিত নারী সন্তান প্রসব করে।

এ ধরনের যৌন অত্যাচারজনিত কারণে তাতক্ষনিক ২ লক্ষ ৪০ মৃত্যুবরণ করেন কিংবা ফুর্তি উপভোগের পর মুখে রিভালভারের নল মুখে ডুকিয়ে ওই সকল হতভাগী নারীদের হত্যা করা হয় ।

পরবর্তিতে ক্ষুদা,পিপাসা,চিকিতসার অভাবে রোগ সংক্রমণে আরো দশ লক্ষাধিক মানুষের মৃত্যু হয়।

এই ঘৃন্য অপরাধে অভিযুক্ত অপরাধীদের পরবর্তীতে কোন শাস্তি দেয়া হয়েছে বলে জানা যায়নি।

এই হলো নাস্তিকতার শিক্ষায় শিক্ষিত ডারউইনবাদী কম্যুনিস্ট রাশিয়ার আদর্শধারীদের মহান কর্ম????

বিষয়: বিবিধ

১১৭০ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

303020
০৪ ফেব্রুয়ারি ২০১৫ রাত ১০:৪৭
সজল আহমেদ লিখেছেন : ব্লগের একমাত্র নাশটিক মুক্তিযুদ্ধের কন্যা কৈ গেল?
এইখানে তারে দরকার ।
303033
০৪ ফেব্রুয়ারি ২০১৫ রাত ১১:২০
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : এই সত্য জেনেও তারা সবসময় মিথ্যাই প্রচার করবে।
303037
০৫ ফেব্রুয়ারি ২০১৫ রাত ১২:৪৭
লিচু চোর ০০৭ লিখেছেন : তাদের ইতিহাস হল, পৃথিবী বাসীকে তারা কমপক্ষে দুইটা বিশ্ব যুদ্ধে উপহার দিয়েছে !!!!!!!!!!
303098
০৫ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ১১:৩২
রক্তলাল লিখেছেন : ছাকুনি বলে সুইরে তোর পাছায় ফোটা।
ইনু গুন্ডা হয়ে গেছে গণতন্ত্রের মণিষী।
দুইদিন আগেও দশ বারোটা টোকাই নিয়ে মিছিল করতে হত। প্রণবের ময়লা ধুতি জিহবা দিয়ে পরিস্কার করে হয়ে গেছে মন্ত্রী!

এরই মাঝে ককটেল খাচ্ছে, কিছুদিনের মধ্যেই ডাস্টবিন ভোজন করানো হবে!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File