** বিজয় দিবস** একটি পোষ্ট **একটি কবিতা**এবং একটি মন্তব্য !!

লিখেছেন লিখেছেন লজিকাল ভাইছা ১৮ ডিসেম্বর, ২০১৪, ০২:৪৭:৩১ রাত

বিজয় দিবসে ব্লগ, ফেসবুক, পত্রিকায় অনেক লেখা পড়েছি, কিন্তূ আমার দৃষ্টিতে লাজবাব একটি স্ট্যাটাস, একটি সেরা কবিতা এবং একটি চরম মন্তব্য। ব্লগে সবার জন্য শেয়ার করলাম।



********একটি স্ট্যাটাস***********

******** বিজয় দিবসের বিশেষ প্রামাণ্য অনুষ্ঠান*********

ধারা বর্ণনায় আমি দেশপ্রেমিক আবুল---------

আজ ১৬ ই ডিসেম্বর, মহান বিজয় দিবস। ৭১ এর এই দিনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাত্র ১৭ জন সঙ্গী নিয়ে লাল ঘোড়ার পিঠে চড়ে গোপালগঞ্জ থেকে পদ্মা সেতু পার হয়ে ঢাকা আক্রমণ করে হানাদারদের কাছ থেকে বিজয় ছিনিয়ে আনেন। তাঁর সঙ্গী ১৭ জনের মধ্যে অন্যতম ছিলেন লেফটেন্যান্ট জেনারেল শাহরিয়ার কবীর, কর্নেল জাফর ইকবাল, বীরশ্রেষ্ঠ ইমরান এইচ সরকার, বীরশ্রেষ্ঠ থাবাবাবা প্রমূখ।

ঢাকার প্রবেশমুখে হানাদার পাকিস্তানীদের দোসর রাজাকার জিয়াউর রহমান, রাজাকার মেজর জলিল, রাজাকার কাদের সিদ্দীকি, রাজাকার ফারুক-রশীদ-ডালিমরা প্রতিরোধের চেষ্টা করেও ব্যর্থ হয়। বঙ্গবন্ধুর বীরোচিত হুংকার - "কোথায় রাজাকার সিরাজ শিকদার?" - শুনে রাজাকার বাহিনী ভীতসন্ত্রস্ত হয়ে পালিয়ে যায়। এরপরেই শুরু হয় ঢাকা দখলের তীব্র লড়াই। যাত্রাবাড়ি সেক্টরে কর্নেল জাফর ইকবাল হামলা চালিয়ে পাকি জেনারেল টিক্কা খানকে খাটের নিচ থেকে আটক করেন। এই অভিযানে পৃথিবীর ইতিহাসে প্রথমবারের মত যুদ্ধক্ষেত্রে দ্রোন ব্যবহার করা হয়। এই যুদ্ধটি "যাত্রবাড়ির সাদাসিধা দ্রোন যুদ্ধ" নামে পরিচিত।

লেফটেন্যান্ট জেনারেল শাহরিয়ার কবীর যুদ্ধ করেন মিরপুর সেক্টরে। বীরদর্পে যুদ্ধ করে তিনি জুলফিকার আলী ভুটোকে একটি মুরগীর ফার্ম থেকে আটক করতে সক্ষম হন। এ কারণে অভিযানটি "অপারেশন চিকেন হার্ট" নামে পরিচিত।

বীরশ্রেষ্ঠ ইমরান এইচ সরকারের সেক্টর ছিলো শাহবাগ। সেই যুদ্ধে তিনি হানাদারদের পরাস্থ করে বীরঙ্গনা লাকি, বীরঙ্গনা নবনীতাদের উদ্ধার করেন। তবে দূঃখের সাগরে সবাইকে ভাসিয়ে বীরশ্রেষ্ঠ থাবাবাবা এই যুদ্ধে শহীদ হন।

বঙ্গবন্ধু বীরদর্পে যুদ্ধ করে ক্যান্টনমেন্ট থেকে জেনারেল নিয়াজিকে আটক করে মিত্রবাহিনীর জেনারেল অরোরার হাতে তুলে দেন।

এভাবেই আমরা পেলাম একটি স্বাধীন দেশ।

[রঙ্গিন পানি খাই নাই, কল্কিও টানি নাই। ৫০ বছর পরে চেতনাজীবিরা নাদান পোলাপাইনরে কি ইতিহাস শোনাবে তার একটা ডেমো দিলাম]

(জনৈক ফেসবুক সেলিব্রেটি Khalid Shomrat এর ফেসবুক স্ট্যাটাস )

*****একটি কবিতা *******

** ...... স্বাধীনতা তুমি....... **

স্বাধীনতা তুমি বোনের গায়ে সানি লিওন ড্রেস ,

স্বাধীনতা তুমি কড়া মেকাপের হিন্দি সিরিয়ালের বেশ ।

**স্বাধীনতা তুমি অফিসের বসের জাতীয়তা ভারতী ,

স্বাধীনতা তুমি দেশনেত্রীর দাদা প্রীতি স্মরণী ।

**স্বাধীনতা তুমি বর্ডার জুড়ে ফেন্সিডিলের আড়ত,

স্বাধীনতা তুমি টিভি খুললেই দেশটা আমার ভারত ।

**স্বাধীনতা যখন চিকিৎসা মানেই মাদ্রাজ – কোলকাতা,

স্বাধীনতা যখন তিস্তার পানিতে দাদারাই মোদের দাতা ।

**স্বাধীনতা মানে ভারতের পেঁয়াজ বিয়েশাদির রীতি,

তথা দাদাদের রেওয়াজ ।

**স্বাধীনতা মানে বাজার সয়লাব ,

দাদারাই বিক্রেতা স্বাধীনতা মানে রাজনীতিতে দাদা মোদের ত্রাতা ।

**স্বাধীনতা যখন কাঁটাতারে , “ ঝুলন্ত ফেলানি ”

স্বাধীনতা তখন দাদার নায়িকা আমার স্বপ্নরানী ।

**স্বাধীনতা নিয়েই হাসবো আমি ,

আমিযে শিকল বাঁধা পাখি ।

( জনৈক Raj Kazi নামক ফেসবুক ইউজারের একটি কমেন্ট)



********এবং একটি ব্লগ মন্তব্য ********

ভাইছাঃ আলমগীর মুহাম্মদ সিরাজ ভাই, বিজয় দিবসের শুভেচ্ছা!!!! সবাই তো বিজয় দিবস উপলক্ষে খুব মজা করছে, দুমদাম করে বিজয় দিবস পালন করছে । আপনি কেমন পালন করছেন বলুন !!

আলমগীর মুহাম্মদ সিরাজঃ ভাইছা, নকল করে পাশ করার মজা যেমন আমাদের স্বাধীনতার স্বাদও তেমন। ইন্ডিয়া নকল করে দিয়েছিল আর আমরা পেয়েছি, তাই স্বাদটাও তেমন !!

(একটু সংশোধিত ও সংযুক্ত)

বিষয়: বিবিধ

১৬৬৮৫ বার পঠিত, ৩১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

295367
১৮ ডিসেম্বর ২০১৪ রাত ০৩:২১
আফরা লিখেছেন : দারুন হয়েছে তো অনেক ধন্যবাদ লজিকাল ভাইছা ভাইয়া শেয়ারের জন্য ।
১৮ ডিসেম্বর ২০১৪ দুপুর ০১:২২
238905
লজিকাল ভাইছা লিখেছেন : Thank you very much. ছোট আপু। আমি অনেক ভাগ্যবান, আমার এই Post এর ১ম Comments আমার ছোট আপুর।
১৯ ডিসেম্বর ২০১৪ দুপুর ০২:২১
239227
লজিকাল ভাইছা লিখেছেন : আফরা আপু, আপনার জন্য কুইজঃ পোষ্টের ৩য় অংশে যে ব্লগ কমেন্ট দেওয়া আছে, ঐ কমেন্টটি কার ?
১৯ ডিসেম্বর ২০১৪ বিকাল ০৪:১২
239249
আফরা লিখেছেন : লজিকাল ভাইছা ভাইয়া কোথায় কোন কমেন্টের কথা বল্লেন কিছু তো বুঝলাম না আর ধাঁধায় পড়ে গেলাম ।একটু পরিস্কার করে বলবেন কি ভাইয়া ?
১৯ ডিসেম্বর ২০১৪ বিকাল ০৪:৪৫
239252
আফরা লিখেছেন : ভাইয়া অনেক্ষ পরে আমি বুঝতে পেরেছি আপনি কি বলেছেন : আমার ছোটদা মানে আলমগীর মুহাম্মদ সিরাজ ভাইয়ার
বিজয় শুধু তোমার জন্য
পোষ্টে আপনার কমেন্টের প্রতি মন্তব্যে ছোটদা বলেছিল
আলমগীর মুহাম্মদ সিরাজঃ ভাইছা, নকল করে পাশ করার মজা যেমন আমাদের স্বাধীনতার স্বাদও তেমন। ইন্ডিয়া নকল করে দিয়েছিল আর আমরা পেয়েছি, তাই স্বাদটাও তেমন !!
কিন্তু সেখানে আপনার মন্তব্যটা কিন্তু এরকম ছিল না যতটুকু আমার মনে পড়ে তাই না লজিকাল ভাইছা ভাইয়া ।
১৯ ডিসেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:৫৮
239273
লজিকাল ভাইছা লিখেছেন : You are Right. (একটু সংশোধিত ও সংযুক্ত)
১৯ ডিসেম্বর ২০১৪ সন্ধ্যা ০৭:০৩
239276
লজিকাল ভাইছা লিখেছেন : You are Right. (একটু সংশোধিত ও সংযুক্ত) আপনি বিজয়ী হয়েছেন। আপনাকে অভিনন্দন। Good Luck Good Luck Good Luck Good Luck
১৯ ডিসেম্বর ২০১৪ রাত ০৯:৩৬
239285
আফরা লিখেছেন : thank you লজিকাল ভাইছা ভাইয়া ।
295369
১৮ ডিসেম্বর ২০১৪ রাত ০৩:৩৭
আরোহী রায়হান প্রিয়ন্তি লিখেছেন : এক ছোটবোনের লেখা এই কবিতাটি আমার খুব ভালো লেগেছিল।

"আর একটা বার স্বাধীন হতে চাই"

আর একটা বার স্বাধীন হতে চাই
আর একটা বার বিজয় উল্লাসে মেতে উঠতে চাই
আমি চিৎকার করে বলতে চাই সেই স্বাধীনতার কথা
আমি সত্যি স্বাধীনতা চাই
আমি দারিদ্রতার বেড়াজাল থেকে স্বাধীনতা চাই
আমি অন্যায় অবিচারের করাল গ্রাস থেকে স্বাধীনতা চাই
কালো টাকা, আর দুর্নীতির কালো থাবা থেকে স্বাধীনতা চাই
আমি ধনীক শ্রেণীর বর্বরতা, শোষণ, নিপীড়ন থেকে স্বাধীনতা চাই
আমি দেশের নষ্ট, দুষিত রাজনীতি থেকে স্বাধীনতা চাই
আমি কুসংস্কার আর অন্ধবিশ্বাসের গোঁড়ামি থেকে স্বাধীনতা চাই
আমি যত নোংরা, কুলষিত, অসত্য, অসুন্দর থেকে স্বাধীনতা চাই
আমি স্বাধীনতা চাই, স্বাধীনতা চাই
আমি আর একটা বার স্বাধীন হতে চাই
আর একটা বার বিজয় উল্লাসে মেতে উঠতে চাই
আমি স্বাধীন দেশের স্বাধীন মানুষ হয়ে বাঁচতে চাই
আমি স্বাধীন বাংলাদেশের আকাশে মুক্ত বিহঙ্গের মত উড়তে চাই
আমি স্বাধীন দেশের স্বাধীন মানুষ হয়ে নির্ভয়ে মরতে চাই
আমি আর একটা বার স্বাধীনতা চাই...
[২০১২ তে লিখেছিলাম। এখন মনে হচ্ছে, একটা লাইন লেখা হয় নাই। তা হচ্ছে দেশপ্রেমিক নামের ভন্ডদের ভন্ডামি থেকেও স্বাধীনতা চাই।]

আপনার লেখাটিও ভালো লাগলো।
১৮ ডিসেম্বর ২০১৪ দুপুর ০১:৩১
238907
লজিকাল ভাইছা লিখেছেন : আরোহী রায়হান প্রিয়ন্তিআপু আপনাকে স্বাগতম ।

আমি দেশের নষ্ট, দুষিত রাজনীতি থেকে স্বাধীনতা চাই
আমি কুসংস্কার আর অন্ধবিশ্বাসের গোঁড়ামি থেকে স্বাধীনতা চাই ।

আমি আর একটা বার স্বাধীন হতে চাই । সুপার !!!!Good Luck Good Luck Good Luck Good Luck
295372
১৮ ডিসেম্বর ২০১৪ রাত ০৪:২৮
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : দারুনস হয়েছে তো আপনার লেখাটা। অনেক ধন্যবাদ লজিকাল ভাইছা ভাইয়া আরো লিখুন।
১৮ ডিসেম্বর ২০১৪ দুপুর ০১:২৭
238906
লজিকাল ভাইছা লিখেছেন : দারুনস লাগছে আমার কাছে। ১ম বারের মত, আমার Post এ আপনাকে স্বাগতম । আপনার ১০০ তম Post এর শেষ Comments এ আপনাকে ------Happy Happy Happy Happy Happy
295383
১৮ ডিসেম্বর ২০১৪ সকাল ০৫:৫৫
কাহাফ লিখেছেন :
বিজয় দিবসের সবচেয়ে মহান আনন্দ দায়ী, বিনোদনের খোরাক, 'স্বাধীনতা-বিজয়-আমরা' সম্পর্কে মুন্সিয়ানা উপস্হাপনার জন্যে.............জানাই!!!
১৮ ডিসেম্বর ২০১৪ দুপুর ০১:৩৬
238908
লজিকাল ভাইছা লিখেছেন : সুপ্রিয় কাহাফ ভাইয়া, আপনাকে সু-স্বাগতম। বিজয় দিবসে আনন্দ-বিনোদন পেয়েছেন, ইজন্য নিজেকে ভাগ্যবান মনে হল।
অনেক ধন্যবাদ কাহাফ ভাইয়া Good Luck Good Luck Good Luck Good Luck
295391
১৮ ডিসেম্বর ২০১৪ সকাল ০৭:৩৩
নাছির আলী লিখেছেন : বাহ ..বাহ..।লজিকাল ভাইছা ।
বিজয়ের আনন্দ উপভোগকরার খোরাক ।
ভালো লাগলো অনেক ধন্যবাদ
১৯ ডিসেম্বর ২০১৪ রাত ০১:৪৮
239092
লজিকাল ভাইছা লিখেছেন : শুনে আমিও আনন্দিত, যে পোস্ট আপনি উপভোগ করেছেন। শুকরিয়া Good Luck Good Luck
295392
১৮ ডিসেম্বর ২০১৪ সকাল ০৭:৩৩
রুম্মাম সাকিব রুশো লিখেছেন : Good Collections and Nice Presentation. Thank you very much BCZ it makes sense intution.
১৯ ডিসেম্বর ২০১৪ রাত ০১:৫৯
239101
লজিকাল ভাইছা লিখেছেন : It's my pleasure because it became intuition of sense.
295467
১৮ ডিসেম্বর ২০১৪ বিকাল ০৪:২১
আনিসুর রহমান লিখেছেন : রঙ্গিন পানি খাই নাই, কল্কিও টানি নাই। ৫০ বছর পরে চেতনাজীবিরা নাদান পোলাপাইনরে কি ইতিহাস শোনাবে তার একটা ডেমো দিলাম
Very good judgement and successfully drew the future picture if we not aware the people about their trap, then abviously our future history should be like that and the real example is Jamaz-e-Islam Bangladesh which group face the same trap now
১৯ ডিসেম্বর ২০১৪ দুপুর ০২:০৭
239222
লজিকাল ভাইছা লিখেছেন : The People already have been in trapped since 1973. And our history is bouncing after each day. Nobody knows, what is the real history lay beyond the screen of 71?
I agree with you. It is the right time to wake up and discover the truth beyond the history. Actually they made the trap against the Muslim not the BJI. Thank you so much for such an Analytical comments.
295537
১৮ ডিসেম্বর ২০১৪ সন্ধ্যা ০৭:১৯
১৯ ডিসেম্বর ২০১৪ দুপুর ০২:১২
239225
লজিকাল ভাইছা লিখেছেন : রিদওয়ান কবির সবুজ ভাইয়া, অনেক অনেক ধন্যবাদ । যদিও আপনার দেওয়া symbol গুলো বুঝতে পারতেছিনা। Good Luck Good Luck
১৯ ডিসেম্বর ২০১৪ দুপুর ০২:২৪
239229
লজিকাল ভাইছা লিখেছেন : ভাইয়া, আপনার জন্য ছোট্ট একটি কুইজঃ** এবং একটি ব্লগ মন্তব্য** এই মন্তব্যটি কোন বিখ্যাত ব্যাক্তি ?
295692
১৯ ডিসেম্বর ২০১৪ দুপুর ১২:২৬
১৯ ডিসেম্বর ২০১৪ দুপুর ০২:১৭
239226
লজিকাল ভাইছা লিখেছেন : আপু , অনেক অনেক ধন্যবাদ । যদিও আপনার দেওয়া symbol গুলো বুঝতে পারতেছিনা । চোখ ডেকে পেলতেছেন, কানে আঙ্গুন দিয়ে কি বুঝাচ্ছেন -----
১৯ ডিসেম্বর ২০১৪ দুপুর ০২:৩৪
239230
লজিকাল ভাইছা লিখেছেন : ** এবং একটি ব্লগ মন্তব্য ** উদ্দীপকের আলোকে আপনার জন্য প্রশ্নঃ ১) মন্তব্যটি কার? ২)মন্তব্য কারী এবং দেবদাস চক্রবর্তীর মধ্যে পার্থক্য কি ?
৩) কবিতার শবদাহ কাব্য নাকি গদ্য , এর মুল বক্তব্য ব্যাখ্যা কর।
২০ ডিসেম্বর ২০১৪ সকাল ১০:৪২
239345
ফাতিমা মারিয়াম লিখেছেন : Crying আমি ফেল করলাম ভাইছাCrying
১০
299044
০৪ জানুয়ারি ২০১৫ রাত ১২:৩৫
জোনাকি লিখেছেন : নাইস শেয়ার। আবারো ভাল্লাগ্লো। ধন্যবাদ।
স্বাধীনতা তুই
স্বাধীনতা তুই নীল আকাশ হ আমার জন্য।
আমি পাখীর মত উড়েউড়ে হই ধন্য।
তুই নদী হয়ে যা রোদ্রে কিবা জ্যোৎস্নায়
আমি মাছের মত তোর বুকে কিছু সাঁতরাই।
.
তুই বাতাস হ না, সুবাস রাঙা ফাগুনের।
আমি ধুয়েমুছে নেই জ্বালা দুখ যত আগুনের।
তুই একটা কলম হনা, মনের কথা লিখবো।
এই জুলুম, শোষণ, দুষণের ছবি আঁকবো।
.
তুই একটা কুঁড়ে ঘর হয়ে যা
একটু খানি ঘুমাবো।
নিশ্চিন্তে সম্ভ্রম ঢেকে
একটু স্বপন দেখবো।
০৪ জানুয়ারি ২০১৫ রাত ০২:৩৯
242138
লজিকাল ভাইছা লিখেছেন : জোনাকি আপু এতদিন কোথায় ছিলেন। আমার মত লুকিয়ে ছিলেন নাকি !!!! যাক আপনার কবিতা কিন্তু চমৎকার। কপি করলাম আগামী ২৬ শে মার্চে, নিজের বলে পোষ্টে চালিয়ে দিব ----। হা হা হা -------Applause Applause Applause Applause
০৪ জানুয়ারি ২০১৫ সকাল ০৫:২৫
242151
জোনাকি লিখেছেন : ইশ! মাম্লা Tongue করুম কইলাম। (জাস্ট কিডিং)
স্বাধীনতা তুই রাজনীতিতে বন্দী।
স্বাধীনতা তোরে নিয়ে চলে কত ফন্দী।

১১
299065
০৪ জানুয়ারি ২০১৫ রাত ০২:৩৯
লজিকাল ভাইছা লিখেছেন : জোনাকি আপু এতদিন কোথায় ছিলেন। আমার মত লুকিয়ে ছিলেন নাকি !!!! যাক আপনার কবিতা কিন্তু চমৎকার। কপি করলাম আগামী ২৬ শে মার্চে, নিজের বলে পোষ্টে চালিয়ে দিব ----। হা হা হা -------

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File