#### জঙ্গিদের পতন এভাবেই হয়!!!!!
লিখেছেন লিখেছেন লজিকাল ভাইছা ২৬ নভেম্বর, ২০১৪, ১২:২৭:৫২ রাত
জঙ্গিদের পতন এভাবেই হয়!!!!!
বাংলাদেশ – জিম্বাবুয়ের প্রথম ম্যাচটি ছিল সাব্বিরের অভিষেক ম্যাচ। ২৫ বলে ৪৪ করছিলো। এরপর ধারাভাষ্যকার শামীম আশরাফ চৌধুরী তাকে প্রশ্ন করলো, অভিষেকেই চমৎকার খেললেন। আপনার ফিলিংস কী? সাব্বির বলল, "সর্বপ্রথম আমি আল্লাহকে ধন্যবাদ দেই"
চিন্তা করুন, কত্ত বড় জঙ্গি!!!!! খেলার মাঠে ধর্ম নিয়া আসছে!!!!! কত্ত বড় সাহস এই ছেলের !!!!
এই পার্ফর্মেন্সের পর সে বলতে পারতো, "বঙ্গবন্ধুকে গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি" কিংবা " তিরিশ লাখ শহীদকে ধন্যবাদ জানাই"কিংবা “শাহাপাকের চেতনা যুদ্ধাদের ধন্যবাদ জানাই”
তা না বলে সে এই খানে হুজুর সাজছে! জঙ্গিদের স্বভাবই এরকম! সব জায়গায় ধর্ম টেনে আনে!
আচ্ছা, বঙ্গবন্ধুর জন্ম না হলে কি আজ বাংলাদেশের জন্ম হতো? সাব্বির কি আজ বাংলাদেশের হয়ে খেলতে পারতো?
এই জন্য পরের ম্যাচে সাব্বির শুণ্য রানে আউট হইছে!!!!তাই বলি জঙ্গিদের পতন এভাবেই হয়!!!!!
( কাউসার ভাইয়ের আরও একটি ফেসবুক পোষ্ট )
বিষয়: বিবিধ
১৩১২ বার পঠিত, ৩১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
A PHP Error was encountered
Severity: Notice
Message: Undefined offset: 10348
Filename: views/blogdetailpage.php
Line Number: 764
কিন্তু ওয়েষ্ট ইন্ডিসের বিরুদ্ধে বাংলাদেশ যখন ৫২ রানে অল আউট হয়ে যায় তখন তিনি কাকে ধন্যবাদ দেন?????
জি ভাই, ৫২ রান!!বুঝতে পারছি আপনি আসলেই ভণ্ড। সে দিন বাংলাদেশ ৫৮ রান করেছিল।ঠিক এর ৭ মাস পর বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ কে ৬১রানে অল আউট করেছিল ? সেটাকে কি বলবেন ? আর আপনার নানা রা কিন্তু ২০০০ সালে শ্রীলংকা সাথে ৫৪ রানে অল আউট হয়েছিল, সে ম্যাচে কিন্তু আপনাদের দেবতাও খেলেছিল।
আর হাঁ, ৫৮ রানে অল আউট হওয়ার পর ও সাকিব আল হাসান ধন্যবাদ দিয়েছিলেন, সে দিন যারা লাঞ্চ তৈরি করেছিল তাদের কে। সে দিন না কি লাঞ্চ ভাল হয়েছিল ।
আর যখন হারে পাকিস্তানের সাথে ......?
কোথায় খেলা আর কোথায় যুদ্ধ ! আপনাদের যে কি ধরনের চেতনা সেটা আর বুঝার কারো বাকি নাই @ মুক্তিযুদ্ধের কন্যা
ইসলামের অতি গুরুত্বপুর্ণ জিহাদের এই ব্যংগ্যময় জংগি শব্দায়োজনের কারণেই মুসলিমদের আজকের অধঃপতন!
জিহাদ কে প্রকৃততায় উপলব্ধি না করলে এর অবসান হবে না!!
আপনার যুক্তিময় প্রতি মন্তব্যের সাথে সহমত পোষণ করে জাযাকাল্লাহ জানাচ্ছি শ্রদ্ধেয় লজিকাল ভাইছা!
মন্তব্য করতে লগইন করুন