#### জঙ্গিদের পতন এভাবেই হয়!!!!!

লিখেছেন লিখেছেন লজিকাল ভাইছা ২৬ নভেম্বর, ২০১৪, ১২:২৭:৫২ রাত



জঙ্গিদের পতন এভাবেই হয়!!!!!

বাংলাদেশ – জিম্বাবুয়ের প্রথম ম্যাচটি ছিল সাব্বিরের অভিষেক ম্যাচ। ২৫ বলে ৪৪ করছিলো। এরপর ধারাভাষ্যকার শামীম আশরাফ চৌধুরী তাকে প্রশ্ন করলো, অভিষেকেই চমৎকার খেললেন। আপনার ফিলিংস কী? সাব্বির বলল, "সর্বপ্রথম আমি আল্লাহকে ধন্যবাদ দেই"

চিন্তা করুন, কত্ত বড় জঙ্গি!!!!! খেলার মাঠে ধর্ম নিয়া আসছে!!!!! কত্ত বড় সাহস এই ছেলের !!!!

এই পার্ফর্মেন্সের পর সে বলতে পারতো, "বঙ্গবন্ধুকে গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি" কিংবা " তিরিশ লাখ শহীদকে ধন্যবাদ জানাই"কিংবা “শাহাপাকের চেতনা যুদ্ধাদের ধন্যবাদ জানাই”

তা না বলে সে এই খানে হুজুর সাজছে! জঙ্গিদের স্বভাবই এরকম! সব জায়গায় ধর্ম টেনে আনে!

আচ্ছা, বঙ্গবন্ধুর জন্ম না হলে কি আজ বাংলাদেশের জন্ম হতো? সাব্বির কি আজ বাংলাদেশের হয়ে খেলতে পারতো?



এই জন্য পরের ম্যাচে সাব্বির শুণ্য রানে আউট হইছে!!!!তাই বলি জঙ্গিদের পতন এভাবেই হয়!!!!!

( Rose Roseকাউসার ভাইয়ের আরও একটি ফেসবুক পোষ্ট Rose Rose)

বিষয়: বিবিধ

১৩১২ বার পঠিত, ৩১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

288091
২৬ নভেম্বর ২০১৪ রাত ১২:৪২
আফরা লিখেছেন : আমি ফাষ্ট হয়েছি Give Up Give Up Give Up Give Up Give Up Give Up Give Up Give Up
২৬ নভেম্বর ২০১৪ রাত ১২:৪৫
231730
লজিকাল ভাইছা লিখেছেন : ১ম হওয়ার জন্য শুভেচ্ছা এবং Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck
288093
২৬ নভেম্বর ২০১৪ রাত ১২:৪৫
আফরা লিখেছেন : আমি ক্রিকেট খেলা - টেলাবুঝি না খেলোরাদের -মেলোয়ারদের ও চিনি - মিনি না ।
২৬ নভেম্বর ২০১৪ রাত ১২:৫১
231734
লজিকাল ভাইছা লিখেছেন : হায় কয় কি আফরা মণি !!!! ক্রিকেট খেলা - টেলাবুঝি না !!!! এই যে দেখি আমার এলাকার ভাষাঃ খেলা - টেলা,চিনি - মিনি ( চিনি-টিনি )। ছোট্ট আপু আপনাকে অনেক অনেক ধন্যবাদ( ছোট্ট বুইজা আন্নেরে মেলা মেলা ধইন্যবাদ)। Good Luck Good Luck
288094
২৬ নভেম্বর ২০১৪ রাত ১২:৪৬
আফরা লিখেছেন : এইটা ঠিক বলেছেন বাংলাদেশে আল্লাহর নাম নিলেই সে জঙ্গি!
২৬ নভেম্বর ২০১৪ রাত ১২:৫৬
231736
লজিকাল ভাইছা লিখেছেন : এই দেশে আল্লাহ্‌ এবং রাসুল (সঃ) এর নাম নিলে, ইসলামের কথা বললে, দাঁড়ি-টুপি থাকলেই জঙ্গি !!!!
288095
২৬ নভেম্বর ২০১৪ রাত ১২:৪৭
আফরা লিখেছেন : সবশেষে আপনাকে পোষ্টের জন্য অনেক অনেক ধন্যবাদ লজিকাল ভাইছা ভাইয়া ।
২৬ নভেম্বর ২০১৪ রাত ১২:৫৮
231737
লজিকাল ভাইছা লিখেছেন : ওমা একি ১,২,৩,৪ সবই দেখি আপার ছোট্ট আপুর দখলে। হুম । আপু আপনার পরের পোষ্ট কবে আসতেছে ?
288098
২৬ নভেম্বর ২০১৪ রাত ০১:০৬

A PHP Error was encountered

Severity: Notice

Message: Undefined offset: 10348

Filename: views/blogdetailpage.php

Line Number: 764

"> মুক্তিযুদ্ধের কন্যা লিখেছেন : ২৫ বলে ৪৪ করছিলো। এরপর ধারাভাষ্যকার শামীম আশরাফ চৌধুরী তাকে প্রশ্ন করলো, অভিষেকেই চমৎকার খেললেন। আপনার ফিলিংস কী? সাব্বির বলল, "সর্বপ্রথম আমি আল্লাহকে ধন্যবাদ দেই"

কিন্তু ওয়েষ্ট ইন্ডিসের বিরুদ্ধে বাংলাদেশ যখন ৫২ রানে অল আউট হয়ে যায় তখন তিনি কাকে ধন্যবাদ দেন?????
২৬ নভেম্বর ২০১৪ রাত ০১:২৭
231742
লজিকাল ভাইছা লিখেছেন : হায় কয় কি? কইন্যা দেখি এখানে, ঐদিকে বেচারা ছালছাবিল আশায় নিরাশার মাঝে দোল খাচ্ছে।
জি ভাই, ৫২ রান!!বুঝতে পারছি আপনি আসলেই ভণ্ড। সে দিন বাংলাদেশ ৫৮ রান করেছিল।ঠিক এর ৭ মাস পর বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ কে ৬১রানে অল আউট করেছিল ? সেটাকে কি বলবেন ? আর আপনার নানা রা কিন্তু ২০০০ সালে শ্রীলংকা সাথে ৫৪ রানে অল আউট হয়েছিল, সে ম্যাচে কিন্তু আপনাদের দেবতাও খেলেছিল।
আর হাঁ, ৫৮ রানে অল আউট হওয়ার পর ও সাকিব আল হাসান ধন্যবাদ দিয়েছিলেন, সে দিন যারা লাঞ্চ তৈরি করেছিল তাদের কে। সে দিন না কি লাঞ্চ ভাল হয়েছিল ।
২৬ নভেম্বর ২০১৪ সকাল ০৮:৪১
231779
হতভাগা লিখেছেন : পাকিস্তানকে খেলায় হারিয়ে মুক্তিযুদ্ধের চেতনা জাগিয়ে বলে '' একাত্তরের হাতিয়ার গর্জে উঠলো আরেকবার ''

আর যখন হারে পাকিস্তানের সাথে ......?

কোথায় খেলা আর কোথায় যুদ্ধ ! আপনাদের যে কি ধরনের চেতনা সেটা আর বুঝার কারো বাকি নাই @ মুক্তিযুদ্ধের কন্যা
288103
২৬ নভেম্বর ২০১৪ রাত ০১:৩৬
নাছির আলী লিখেছেন : বাংলাদেশে শত করা ৯২%ভাগ মানুষ জংগী আওয়ামীলীগ ব্যতিত
২৬ নভেম্বর ২০১৪ বিকাল ০৪:৩৬
231995
লজিকাল ভাইছা লিখেছেন : ধন্যবাদ নাছির আলী ভাই। আমার মনেহয় ফিগারটা ৯২ না হয়ে ৮০% এর আশপাশে হবে। দেশে হায়নার সংখ্যাটা কম না।
288108
২৬ নভেম্বর ২০১৪ রাত ০২:০৭
বড়মামা লিখেছেন : যারা আল্লাহকে মানে তাঁরাই জঙ্গি ।কারন শয়তান এবং মানুষ রুপি শয়তানের সাথে ২৪ ঘন্টাই জঙ্গ (যুদ্ধ)করতে হয়।পৃথিবী একটা যুদ্ধ ক্ষেত্র।
২৬ নভেম্বর ২০১৪ বিকাল ০৫:০১
232008
লজিকাল ভাইছা লিখেছেন : রাইট, বড়মামা । শয়তান ও মানুষের মধ্যে জঙ্গ তো , সেই মানব সৃষ্টির সুচনা লগ্ন থেকে। আর এই জং চলতে থাকবে কেয়ামত পর্যন্ত। আগে বলত মৌলবাদী , এখন বলে জঙ্গী ।
288133
২৬ নভেম্বর ২০১৪ রাত ০৪:৪৮
কাহাফ লিখেছেন :

ইসলামের অতি গুরুত্বপুর্ণ জিহাদের এই ব্যংগ্যময় জংগি শব্দায়োজনের কারণেই মুসলিমদের আজকের অধঃপতন!
জিহাদ কে প্রকৃততায় উপলব্ধি না করলে এর অবসান হবে না!!
২৬ নভেম্বর ২০১৪ রাত ১১:৫৩
232297
লজিকাল ভাইছা লিখেছেন : আমি ও আপনার সাথে একমত। নামায, রোজা, হজ্জ, যাকাতে মত জিহাদ ও ইসলামের একটি গুরুতব পূর্ণ স্তম্ব । কিন্তু কিছু কিছু ( যেমন মুলানাই চু মেসবা সাব, ফরিদ উদ্দিন মাচু, শামিম আফদ , মিজা আজমের দুলাভাই শাইক আব্দুর রহমান,) কাঠ মোল্লা এবং উগ্রপন্থী দের জন্যই, তথাকথিত মুসলমান নামধারী নাস্তিক এবং তাদের দোষরা আজ জিহাদকে জঙ্গিবাদ নামদিয়েছে। এই কাঠ মোল্লারা ও আজ জিহাদ ইস্যুতে লজ্জা ফীল করে। অথচ জিহাদ একটি বিস্তৃত অর্থ বহন করে। জিহাদ মানেই শুধু ঢাল –তলোয়ার, গোলাগুলি, যুদ্ধ এই সব নয়, এর আর অনেক অর্থ হতে পারে, যাহা নির্ভর করে পরিস্থিতির উপর। সমাজের ছোট ছোট পাপাচার গুলো বন্ধ করার জন্য চেষ্টা করা ও হতে পারে। কাহাফ ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ। Good Luck Good Luck
২৭ নভেম্বর ২০১৪ রাত ০৩:৩২
232365
কাহাফ লিখেছেন :
আপনার যুক্তিময় প্র‍তি মন্তব্যের সাথে সহমত পোষণ করে জাযাকাল্লাহ জানাচ্ছি শ্রদ্ধেয় লজিকাল ভাইছা!Love Struck Love Struck
২৭ নভেম্বর ২০১৪ সকাল ১১:৫১
232450
লজিকাল ভাইছা লিখেছেন : আমি খুসি হলাম। ধন্যবাদ কাহাফ ভাই।
288139
২৬ নভেম্বর ২০১৪ সকাল ০৬:০৬
ওরিয়ন ১ লিখেছেন :
২৬ নভেম্বর ২০১৪ রাত ১১:৩৭
232292
লজিকাল ভাইছা লিখেছেন : হাঁ হাঁ হাঁ --------------Good Luck Good Luck
১০
288149
২৬ নভেম্বর ২০১৪ সকাল ০৮:১০
মহি১১মাসুম লিখেছেন : Quality less post. But thanks to try.
২৬ নভেম্বর ২০১৪ বিকাল ০৪:৩১
231993
লজিকাল ভাইছা লিখেছেন : Exactly. Blog পোষ্ট হওয়ার মত তথ্য- উপাত্ত সমৃদ্ধ কোন পোষ্ট এটা নয়। সে দিক দিয়ে Under Quality post.বাকীটা দৃষ্টিভঙ্গীর ব্যাপার !!!! রুচির পার্থক্য, !! তার পর ও ধন্যবাদ দেওয়ার জন্য আপনাকে ও ধন্যবাদ।
১১
288157
২৬ নভেম্বর ২০১৪ সকাল ০৮:৪৩
হতভাগা লিখেছেন : সাব্বির তো তাও ২ বল খেলছে , আগের ম্যাচে ১০০ + ৪ উইকেট নেওয়া সাকিব যে গোল্ডেন ডাক পাইছে সেইটার কি লজিক , ভাইজান ?
২৬ নভেম্বর ২০১৪ বিকাল ০৪:২৫
231989
লজিকাল ভাইছা লিখেছেন : হাঁ হাঁ হা ----- ক্রিকেটে এই রকম হয়। হতে পারে ঐ দিন কেউ তার বউ এর দিকে সু-নজর দিয়েছিল, মনোযোগ হারা ছিল। Good Luck Good Luck
১২
288160
২৬ নভেম্বর ২০১৪ সকাল ০৯:০৯
মোস্তফা সোহলে লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
২৬ নভেম্বর ২০১৪ বিকাল ০৪:১৯
231985
লজিকাল ভাইছা লিখেছেন : Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck
১৩
288234
২৬ নভেম্বর ২০১৪ দুপুর ১২:০৫
২৬ নভেম্বর ২০১৪ বিকাল ০৪:১৭
231983
লজিকাল ভাইছা লিখেছেন : Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck
১৪
288307
২৬ নভেম্বর ২০১৪ দুপুর ০২:২৩
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : পোস্ট দখলবাজিদের আন্ডারে চলে গেছে তাই আমি আর মন্তব্য করলাম না।
২৬ নভেম্বর ২০১৪ বিকাল ০৪:১৮
231984
লজিকাল ভাইছা লিখেছেন : মন্তব্য না করার জন্য ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File