নিবে গেল , আশার শেষ বাতি গুলোর প্রধান বাতিটি

লিখেছেন লিখেছেন লজিকাল ভাইছা ১৭ অক্টোবর, ২০১৪, ০৩:১৬:৫৯ রাত

" যারা ধর্ম থেকে রাজনীতিকে আলাদা করতে চায় তারা ধর্মও বুঝেনা , রাজনীতিও বুঝেনা ।



এত সহজ মৃত্যু, এত সহজে তিনি আমাদের চিরবিদায় জানিয়ে চলে গেলেন, তার মাওলার কাছে। প্রমান করলে তিনি ও মানুষ , অতিমানব নয়। জালিমের বিরুদ্দে, সাধারন মানুষের পক্ষে কথা বলেই, আমার কাছে অন্তত তিনি অতিমানব ছিলেন। জালিমের বিরুদ্দে, সাধারন মানুষের আশার শেষ বাতি গুলোর প্রধান বাতিটি আজ নিবে গেল ।

কত সহজ মৃত্যু, ৫ টা বাজে তিনি অসুস্ত আর ৫:টা ৩০ মিনিটে তিনি না ফেরার দেশে। এত সহজ মৃত্যু সবার ভাগ্যে জুটে না । হে বিশ্ব জাহানের মালিক, হে জীবন মৃত্যুর মালিক , হে জান্নাত – জাহান্নামের মালিক, হে বিচার দিনের মালিক, আপনি তাকে মাফ করুন, শত শত মজলুমদের এই প্রিয় মানুষটির মৃত্যু যেমন সহজ করেছ, তেমনি তার হিসাব টাও সহজ করে দাও। তাকে জান্নাত দান করুন । আমীন আমীন আমীন।

বিষয়: বিবিধ

৯৭৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File