স্বপ্নের রাবি ফিশারীজে আবারও

লিখেছেন লিখেছেন এস এম আবু নাছের ২৮ অক্টোবর, ২০১৪, ০১:২৭:৫১ দুপুর



".....স্বপ্ন আর কল্পনার খেয়াপালে জীবনতরী ভাসিয়ে তরতর করে উজানে বেয়ে যাওয়া, হোঁচট খেয়ে অন্ধকার প্রকোষ্ঠে অবরুদ্ধ যাত্রীর ন্যয় কালক্ষেপণ কিংবা মুক্ত বাতাসে কনপিঞ্জরে আবদ্ধ সুখচিন্তা, শেষতক বাস্তবতার রুদ্ররূপের আংশিক উপলব্ধি....।

হ্যাঁ, কেউ জানতে চাইলে এই কয়টা কথায় বিগত এক বছরের চিত্রটা তুলে ধরবো। সময়ের স্রোতে ছোট্ট এই জীবননদীর বাঁকে বিভিন্ন সময় হোঁচট খাওয়া আবার তাক্বদীর মেনে আল্লাহ রাব্বুল আলামীনের দয়ায় সামনে এগিয়ে চলা। শিক্ষার শেষ নেই, আর তাই ছাত্রত্ব ট্যাগটিও আজীবন সাথে নিয়ে চলার অদম্য বাসনা যেন আজন্ম লালিত। পূর্বের স্বপ্নগুলোকে বুকে বুনে এক বছরের বিরতির পর আজ আবারও নিবন্ধিত ছাত্র হিসেবে এম. ফিল এ ভর্তি হলাম রাবি ফিশারিজ বিভাগে। ফালিল্লাহিল হামদ।



বিগত একবছরে কতবার নিজেকে হারিয়েছে স্মৃতির মিছিলে, বারবার মনে করেছি ক্যাম্পাসের সোনাঝরা দিনগুলি। আমচত্ত্বর, কেন্দ্রীয় গ্রন্থাগারের বারান্দায় গ্রুপ স্টাডি, কেন্দ্রীয় মসজিদের বিশাল বারান্দায় সালাত আদায়ের পরে খানিকটা পা ছড়িয়ে বসে থাকা, নজরুলের ক্যান্টিনে ক্লাসের ফাঁকে ফাঁকে এক কাপ চা অথবা একটা পিঁয়াজু মুখে দিয়েই আবার দৌড় ক্লাসের দিকে কিংবা সিঙারা হাউজের মজাদার সিঙারা- এরকম কতশত স্মৃতি মনকে আন্দোলিত করেছে বহুবার।



সবুজ শ্যামলিমার ছিমছাম মতিহারের এই সবুজ চত্ত্বরকে যেন ভেবে নিয়েছিলাম নিজের একান্ত আপন ঠিকানা হিসেবে। কর্মজীবনের দিনগুলোকেও সাজিয়েছিলাম আপন ছকে, চিরচেনা ফিশারিজ বিভাগকে ঘিরে। যেন কখনও পর হতে দেবোনা, নিজেও দূরে যাবোনা।



মাত্র একবছরের ব্যবধানে আজ ক্যাম্পাসে গিয়ে আগের সেই আকুতিটি আর খুঁজে পেলামনা। কাছের বন্ধুগুলোর দুই-একজনকে ছাড়া কারো সাথেই দেখা হলোনা।



শিহরণ নয় বরং স্বজন হারানোর এক ব্যাথাতুর হৃদয়ের ক্রন্দনই যেন বুকের মাঝে ঢেউ দোলালো। পরিচিত বা একসময়ের কাছের মানুষকেও মনে হল অনেকটা দূরের। যেন চেনা হল নতুনভাবে।

অনেকদিন পরে কাছের কাউকে পেয়েও রবি বাবু তার হঠাৎ দেখা কবিতায় বলেছিলেন- "চেনা মানুষকে দেখলাম, অচেনার গভীরতায়"। কেন জানি কথাটা আজ বেশ ভালোভাবে উপলব্ধি করলাম যদিও স্থান-কাল-পাত্র কোনটিই এক নয়। তবে অনুভূতিগুলো শ্বাশ্বত, চিরায়ত।

থাক্, এখানেই তবে থামছি... । কলমের কালি বা বর্ণমালার কী এমন সাধ্য যে সব অভিব্যক্তি প্রকাশ করে! শব্দের চেয়ে কখনও নৈঃশব্দই জীবনকে ভালোভাবে তুলে ধরে।

বিষয়: বিবিধ

১১০৮ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

278903
২৮ অক্টোবর ২০১৪ দুপুর ০১:৩৪
মামুন লিখেছেন : " কলমের কালি বা বর্ণমালার কী এমন সাধ্য যে সব অভিব্যক্তি প্রকাশ করে! শব্দের চেয়ে কখনও নৈঃশব্দই জীবনকে ভালোভাবে তুলে ধরে। "- যথার্থ বলেছেন। পরো লিখাটি পড়লাম। অসাধারণ অনুভূতিতে হৃদয় আপ্লুত হল। আমার নিজের ভার্সিটির নস্টালজিক মুহুর্তগুলো চকিতে ভেসে উঠল!
আপনার লিখার প্রতি ভালো Thumbs Up Rose Rose Roseলাগা রেখে গেলাম। এই ভালোলাগা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে।
জাজাকাল্লাহু খাইর।
২৮ অক্টোবর ২০১৪ দুপুর ০১:৪৫
222619
এস এম আবু নাছের লিখেছেন : প্রতিটি লেখায় আপনার সরব উপস্থিতি আর অনুপ্রেরণামূলক মন্তব্যে আমি নিজেও ভালবাসায় যেন সিক্ত হয়ে যাচ্ছি। অনেক মোবারকবাদ রইলো। সত্যিই কলমের কালি দিয়ে এই অনুভূতি প্রকাশিবার নয়। প্রানঢালা অভিনন্দন রইলো। Good Luck Good Luck । বারাকাল্লাহু ফিকুম।
278915
২৮ অক্টোবর ২০১৪ দুপুর ০২:৪৬
আফরা লিখেছেন :
মাত্র একবছরের ব্যবধানে আজ ক্যাম্পাসে গিয়ে আগের সেই আকুতিটি আর খুঁজে পেলামনা। কাছের বন্ধুগুলোর দুই-একজনকে ছাড়া কারো সাথেই দেখা হলোনা। আসলে এরকমই হয় ।এরকমই হওয়ার কথা ।

লিখা ভাল হয়েছে ধন্যবাদ ।
২৮ অক্টোবর ২০১৪ দুপুর ০৩:৪৯
222634
এস এম আবু নাছের লিখেছেন : আসলেই তাই, ব্যস্ততা আর বাস্তবতার নিগড়ে আমরা সবাই এক দশম প্রজাতির রোবট হতে চলেছি হয়ত। Straight Face Straight Face অনুভূতি রেখে যাওয়ার জন্য মোবারকবাদ।Good Luck Good Luck
278961
২৮ অক্টোবর ২০১৪ দুপুর ০৩:৪৩
অনেক পথ বাকি লিখেছেন : ভালো লাগলো। আবেগে আপ্লুত হয়ে পড়লাম লেখাটা পড়ে। আমারও এক সময় ক্যাম্পাস ছিলো বন্ধুরাও ছিলো। অনেক আড্ডাও দিতাম। কিন্তু সবাই স্যাগরিগেটেড Sad Sad
২৮ অক্টোবর ২০১৪ দুপুর ০৩:৫১
222636
এস এম আবু নাছের লিখেছেন : এখন বুঝি, "কফি হাউজের সেই আড্ডাটা আজ আর নেই...." গানটি কেন এত বিখ্যাত আর মর্মস্পর্শী। Yawn Yawn Yawn

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File