সালাত
লিখেছেন লিখেছেন এস এম আবু নাছের ২৫ অক্টোবর, ২০১৪, ০১:১৯:০৮ দুপুর
মসজিদ হতে দিচ্ছে আযান বেলাল মুয়াযযিন
ছুটছি সবাই সেই পানে মুসলিম-মুমিন।
কাঁপছে সবার হৃদয়গুলো মহান রবের ভয়ে
দাঁড়িয়ে গেছি এক কাতারে আল্লাহর নাম লয়ে।
কাঁধের সাথে কাঁধ মিলিয়ে নামায পড়তে এসে
ফকির আমীর সকল মুমিন গিয়েছে আজি মিশে।
এই দুনিয়ায় অনেক বড় বহুত তাকব্বরী
মসজিদেতে শুধুই চলে রবের খবরদারী।
তাকবীর দিয়ে সবাই নামাজ শুরু করে
ইহসান নিয়ে মগ্ন থাকি রহমানের তরে।
বুকে হাত বেধে পড়ছি উম্মুল কুরআন
পথ দেখাও মোদের তুমি অসীম গরীয়ান।
ডাকি শুধু তোমায় মোরা, করি ইবাদত
না ধরি কভু যেন ভ্রান্ত পথ ও মত।
রুকু আর সিজদায় পড়ি তোমার জপমালা
স্তুতি গেয়ে মিটাবার আশে মনের দহন জ্বালা।
সবশেষে বৈঠকেতে মনখুলে বসে
ফরিয়াদ যত তুলে ধরি অশ্রুধারা মিশে।
মাফ কর ইয়া গাফুর! পাপের সকল বোঝা
তুমি চাইলে পথ চলা হবে মোদের সোজা।
পুলসিরাতের কঠিন সাঁকো তড়াইয়ে নিও
জান্নাতের ঐ বাগান খানায় জায়গা করে দিও।
এস এম আবু নাছের
২৫/১০/২০১৪ ঈসায়ী
বিষয়: বিবিধ
১১২১ বার পঠিত, ১২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
অসাধারণ নান্দনিক কাব্যিকতার সাথে ঠোট মিলিয়ে দু'হাত বাড়ায়ে মহান রবের কাছে আর্জি জানাই-- আমাদের কে সহজ-সরল-সঠিক পথে চলার তৌফিক দাও খোদা!
অনেক ধন্যবাদ ও জাযাকাল্লাহ খাইরান আপনাকে।
জান্নাতের ঐ বাগান খানায় জায়গা করে দিও।
মন্তব্য করতে লগইন করুন