$$$$$$♠দ্বীনের অধের্ক♠$$$$$$

লিখেছেন লিখেছেন সাইফুল ইসলাম গাজী ০৬ নভেম্বর, ২০১৪, ০৯:২০:০২ সকাল

আপনার জীবনসঙ্গী কিন্তু একজন পূর্ণাঙ্গ মানুষ নন, সেটা আশা করাও উচিৎ নয়। কল্পনার নায়ক বা নায়িকা যাকে অনেক মানুষ গড়ে তোলে ছোটবেলা থেকে, তার সাথে বাস্তব কখনো মিল হয় না। আপনার স্বামী বা স্ত্রী একজন মানুষ, যিনি তার দ্বীনকে পরিপূর্ণ করেছেন আপনার সাথে বন্ধন গড়ে। আপনি তার পোশাকের মতন, তিনিও আপনার জন্য তেমন। দু'জনের বন্ধন একে অপরের পরিপূরক হবার মাঝে। কিন্তু কখনো ভাববেন না তিনি হবেন 'পরম ও পরিপূর্ণ'।

মানুষটার কথা শুনুন মন দিয়ে। আপনার সাথে দেখা হবার আগে তার একটা জীবন ছিলো -- আপনার মতই যুদ্ধ করে বেড়ে ওঠা, অনেক অনুভূতির, অনেক স্পর্শকাতরতার, অনেক তিক্ত আর মধুর স্মৃতিভরা। তার জীবনটাকে শ্রদ্ধা করুন। শ্রদ্ধা ও সম্মান পাওয়ার শর্তও পৃথিবীতে তেমনি -- আগে নিজেকে করতে হয়। আপনার জীবনসঙ্গী/জীবনসঙ্গিনী আপনার কারণে, আপনার অস্তিত্বের অনুপ্রেরণায় জগতের আর সব অশ্লীলতা থেকে সরে আছেন, থাকবেন -- তার প্রতি কোমল হওয়াও প্রয়োজন।

আমাদের ভালোবাসাগুলো কিন্তু টেলিভিশনের পর্দায় দেখা বিশাল বিশাল বিষয়ের মাঝে নয়, বরং জীবনের নিত্যদিনের ছোট্ট ছোট্ট হাসির মাঝে, ভালোবাসার দু'টি বাক্যের মাঝে, অন্যের জন্য মন-শরীর-হৃদয় দিয়ে করা কাজগুলোর মাঝে জড়িয়ে থাকে। ভালোবাসুন, ভালোবাসাও কিন্তু এই জীবনযুদ্ধের প্রাত্যহিক কষ্টগুলোরই একটা অংশ।

বিষয়: বিবিধ

৮৭৯ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

281692
০৬ নভেম্বর ২০১৪ সকাল ১০:২৩
আব্দুল গাফফার লিখেছেন : পডে বেশ ভাল লাগলো , অনেক ধন্যবাদ Rose Good Luck
281701
০৬ নভেম্বর ২০১৪ সকাল ১১:০৩
কাহাফ লিখেছেন :
সুন্দর উপলব্ধিময় লেখনী! অনেক ভাল লাগল পড়ে! অনেক ধন্যবাদ আপনাকে....। Thumbs Up Thumbs Up Rose Rose
281711
০৬ নভেম্বর ২০১৪ দুপুর ১২:৫৯
প্রবাসী আশরাফ লিখেছেন : লেখনীর প্রতিটি শব্দ আমার মনের কথাই বলেছেন... Rose
281724
০৬ নভেম্বর ২০১৪ দুপুর ০১:৪০
অনেক পথ বাকি লিখেছেন : আমাদের ভালোবাসাগুলো কিন্তু টেলিভিশনের পর্দায় দেখা বিশাল বিশাল বিষয়ের মাঝে নয়, বরং জীবনের নিত্যদিনের ছোট্ট ছোট্ট হাসির মাঝে, ভালোবাসার দু'টি বাক্যের মাঝে, অন্যের জন্য মন-শরীর-হৃদয় দিয়ে করা কাজগুলোর মাঝে জড়িয়ে থাকে। ভালোবাসুন, ভালোবাসাও কিন্তু এই জীবনযুদ্ধের প্রাত্যহিক কষ্টগুলোরই একটা অংশ।

Rose
281737
০৬ নভেম্বর ২০১৪ দুপুর ০৩:১৮
আফরা লিখেছেন : লেখা ছোট হলে ও অনেক তাৎপর্যপূর্ণ । ধন্যবাদ ভাইয়া ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File