রাজকন্যা
লিখেছেন লিখেছেন সাইফুল ইসলাম গাজী ১৫ অক্টোবর, ২০১৪, ০৯:৩২:১৯ সকাল
প্রিয় নিশা,
পত্রের শুরুতেই শুভেচ্ছা নিও। আমি তোমাকে কেন এত ভালবাসি বলতে পারো ? তোমার জন্য আমার স্বরচিত কালজয়ী দুটি লাইন জেনে রেখঃ
" আমি চাঁদকে বলেছি--আলো দিও,আমার নিশার ঘরে
সে যেন থাকে না, একাকী আঁধারে।
আমি কাককে বলেছি--ছেড়ে দিও,আমার নিশার উপরে ।
সে যেন রাগে না, জানতে পেরে। "
নিশা তুমি কি জান তুমি যখন রাগ কর, তখন কত সুন্দর লাগে তোমাকে?
বিষয়: বিবিধ
১০১৩ বার পঠিত, ১৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
রাগের একটা নিজস্ব সৌন্দর্য আছে-
পুরুষ, নারী, শিশু, তরুণ, যুবক, বৃদ্ধ যা-ই হোন
তবে সে সৌন্দর্য দেখার মত চোখওয়ালা কেউ পাশে থাকা চাই-
তাহলে ঐ রাগ তখন শিল্প হয়ে যায়
আপনাকে অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ
অাপনাকেঅনেক ধধন্যবাদ, জাযাকাল্লাহ
আমার নিশা কয়?
কতিবা সুন্দর হয়েছে
এই ব্লগে নেই
অাপনাকে ধন্যবাদ
সে যেন রাগে না, জানতে পেরে।
মন্তব্য করতে লগইন করুন