পিয়াস স্যার এত তাড়াতাড়ি চলে যাবেন ভাবিনি...

লিখেছেন লিখেছেন অনিবার্য বিপ্লবের ইশতেহার ১৮ অক্টোবর, ২০১৪, ০১:৩৮:২৪ রাত

ড. পিয়াস করীম সমন্ধে আমার এক কথায় সরল মূল্যায়ন হলো, তিনি পা থেকে মাথা পর্যন্ত অর্থাৎ আপাদমস্তক একজন ভদ্রলোক। এতই ভদ্র তিনি যে বর্তমানে বাংলাদেশে চলমান অভদ্র কালচারের জ্বালা তিনি সহ্য করতে পারেন নি। নীরবে অভিমান করেই চলে গেলেন।

সৌভাগ্য না দুর্ভাগ্য বলবো জানিনা, আমাদের দেশের আওয়ামী বিরোধী বা ডানপন্থী বুদ্ধিজীবিদের সবাই একটু বেশী ভদ্র, নিরীহ অনেকটা গোবেচারা টাইপের।

এই যে দেখেন না, ড. মাহবুব উল্লাহর মত আন্তর্জাতিক মানের অর্থনীতিবীদ বাংলাদেশে খুব বেশী নেই। কয়েকদিন আগে সুপ্রীম কোর্টের চত্বরে আওয়ামী ক্যাডাররা তার জামা কাপড় ছিড়ে ফেলেছিল। মাহবুব উল্লাহ স্যারের সহ্য ক্ষমতা্ বেশী তাই হয়তো অপমানের বোঝা নিয়ে তিনি এখনও দাঁড়িয়ে আছেন। কিন্তু পিয়াস স্যার পারলেন না।

অন্যদিকে, নতুন করে হুমকি ধামকি...পিয়াস করীমের ভার বইবে না শহীদ মিনার। এটা একটা সতর্কবার্তা আমাদের সবার জন্যই। তুমি যদি হও শামসুর রহমান বা সৈয়দ শামসুল হকের মত সেক্যুলার বুদ্ধিজীবি, কিংবা যদি হও ভাষা মতিনের মত সমাজতেন্ত্র বিশ্বাসী, তাহলে তোমার ঠাই মিলবে শহীদ ‍মিনারে। ঘন্টা ভরে সেই আয়োজন লাইভ করবে টেলিভিশনগুলো। আর ভুল করেও যদি ডান ঘেষা হও, তাহলে শহীদ মিনার তো দূরের কথা, বাংলাদেশের মাটিতে কবর হবে কিনা, তাও নিশ্চিত করে বলা যায় না। কেননা ইতোমধ্যে পিয়াস করীমকে বাংলাদেশে কবর না দেয়ার দাবীতে মানব বন্ধন করার কালচার শুরু করে দিয়েছে একটি পক্ষ।

এই বিভাজন আমাদের কোথায় নিয়ে মারবে কে জানে... রাত আর কত গভীর হলে আমরা ভোরের আলোর দেখা পাবো???

বিষয়: বিবিধ

১০২৪ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

275568
১৮ অক্টোবর ২০১৪ সকাল ১১:১৬
আল মাসুদ লিখেছেন : এই বিভাজন আমাদের কোথায় নিয়ে মারবে কে জানে... রাত আর কত গভীর হলে আমরা ভোরের আলোর দেখা পাবো??? ওয়েট!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File