নুরুল ইসলাম নাহিদের চিকিৎসার খসড়া চিত্র
লিখেছেন লিখেছেন ইঁচড়ে পাকা ২৮ নভেম্বর, ২০১৪, ০৮:০১:১৭ রাত
নুরুল ইসলাম নাহিদের চিকিৎসার খসড়া চিত্রঃ
বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে যে ব্যক্তি ধ্বংসের দ্বারপ্রান্তে উপনীত করেছেন যে মহান নাস্তিক মন্ত্রী তার এই কুকর্মে কেবলমাত্র শিক্ষা ব্যবস্থা নয়, চিকিৎসা ব্যবস্থাও হুমকির সম্মুখীন হয়ে পড়ছে। এই চিকিৎসকেরাই একদিন মন্ত্রী মহোদ্বয়ের চিকিৎসা করতে গেল।
ফাঁস করা প্রশ্নে পরীক্ষা দিয়ে পাশ করে ডাক্তার হয়েছে, তাহলে তার চিকিৎসা কেমন হবে, আসুন দেখে নেই তার একটা চিত্রঃ
অপারেশন থিয়েটরে অপারেশন করার পূর্ব মূহুর্তে ডাক্তার বই খুলে কি যেন পড়া শুরু করেছে। তা দেখে মন্ত্রী মহোদ্বয় বলে উঠলেন,
অপারেশন না করে বই পড়া শুরু করলে কেন???
ডাক্তার বলল,
স্যার কিছু বুঝতেছি না কীভাবে অপারেশন করবো??? মন্ত্রী মহোদ্বয় বললেন, মূর্খ কোথাকার??? এতদিন তাহলে কী পড়াশুনা করেছ???
মূর্খ ডাক্তার বলল,
কি যে বলেন না স্যার, পরীক্ষার আগের রাতে আপনার কাছ থেকেইতো প্রশ্ন পেয়ে পাশ করেছি।
বিষয়: বিবিধ
১৩৭৬ বার পঠিত, ১২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
তবে ...... বাস্তবতা হল , বাংলাদেশের কোন নেতা / মন্ত্রী দেশে চিকিতসা করান না । একটু সর্দি কাশি হলেই বাইরে চলে যান ।
এরা জেনে বুঝেই দেশকে এরকম মেধাশূন্য করার দিকে এগিয়ে নিচ্ছে । এতে ক্ষতি হবে দেশের নিরীহ সাধারন মানুষেরই , তাদের কোন ক্ষতি হবে না। তারা চলে যাবেন দেশের বাইরে , যেমনটা তারা করেন তাদের সন্তানদের জন্য। এসব নেতাদের কোন সন্তান দেশে পড়াশুনা করে না । আর বোকা পোলাপানরা এসব নেতাদের জন্য নিজেদের জান কোরবান করে শিক্ষাঙ্গনের পরিবেশ নষ্ট করে ।
ব্লগের ডাক্তাররা কোথায়? সর্বজনাব ডাঃ পুস্পিতা, আরোহী, ইক্লি, নোমান, তারাচাঁদ, সাকী, রিফাতদের আশু দৃষ্টি আকর্ষণ করা হলো...
আর আগেকার ডাক্তার রা রোগি মেরে পাশ করত!!!
ওইদিন দেশব্যাপি বিদ্যুত বিপর্যয় দেখে বাকি পেশাগুলির কি হবে সেটাও চিন্তা তরা উচিত!!!
মন্তব্য করতে লগইন করুন